Breaking News

পিঁয়াজের মত ভালোবাসি

আমাদের ৩ বছরের সংসারে এমন খারাপ সময় কখনোই আসেনি।
লামিয়া গত এক সপ্তাহ ধরে আলাদা বেডে ঘুমায়। কোন কথা বললে না শোনার ভান করে আমার চোখের আড়ালে চলে যায়।

অফিস থেকে ফেরার সময় তার প্রিয় আইস্ক্রিম আনলেও সে ফিরে তাকায় না।
ফুচকা খেতে নিয়ে যেতে চাইলেও সে রাজী হয়না।

ছাদে বসে আমার কাধে মাথা রেখে চাঁদ দেখতেও তার আগ্রহ জাগেনা।

যে মেয়েটা আমার মুখে একবার ভালোবাসি কথাটা শুনে খুশীতে জড়িয়ে ধরতো!
গত ৭ দিনে তাকে কত শতবার ভালোবাসি বলে বুকে জড়িয়ে নিতে চেয়েছি!!!
তাতেও সে মুচকি করে হাসেনি একবারও।

উল্টো মুখের উপর বলেছে আমি নাকি তাকে একটুও ভালোবাসিনা!

যতই বলছি তুমি আমার পূর্নিমার চাঁদের হাসি।
তুমি শিশিরভেজা ঘাসের উপর মুগ্ধতা রাশি রাশি।

তোমাকে আকাশের মত ভালোবাসি।
তুমি আমার ভালোবাসার সাগর।

তোমাকে এতটা ভালোবাসি, যতটা ভালোবাসলে এক জীবনে মানুষের কোন আক্ষেপ থাকেনা।

তবুও সেই আগের মতই লামিয়া আমাকে এড়িয়ে যায়।
পৃথিবীটা খুব অসহ্য লাগছিলো আমার।
মনে হচ্ছিলো প্রিয় মানুষটির এমন মলিন মুখ দেখার চেয়ে মরে যাওয়াই ভালো।

সিদ্ধান্ত নিলাম ফাঁসি”তে ঝুলেই মরে যাবো।
তবুও লামিয়ার এমন শুকনো মুখ দেখতে পারবোনা।

শেষবারের মত টিভি অন করলাম।
গান দেখে কিছুটা হাল্কা মুডে মরতে পারলে শান্তি পাওয়া যাবে।

টিভির ব্রেকিং নিউজে চোখ পড়তেই যা দেখলাম৷ তাতে আমার সামনে লামিয়ার মন খারাপের কারণ টা ফুটে উঠলো।
সমাধানের পথ আমার চোখে ভাসছিলো।

তাকে বলেছি চাঁদের মত ভালোবাসি।
কোহিনুর হিরার মত ভালোবাসি।
আকাশ, পাহাড় ঝর্ণা, আর মেঘের মত ভালোবাসি।

কিন্তু আমার মাথায় একবার ও আসেনি সবচেয়ে বড় উদাহরণ টা দিতেই ভুলে গেছি।
নিজেকে বড্ড বোকা লাগছিলো।

সবাই তাদের বউকে এই জিনিসটার কথায় বলেছিলো।
যেটা এখন টক অব দ্যা টাউন।

লামিয়া নিশ্চয় তা জানতে পেরে মন খারাপ করে ছিলো! আমি এখনো তাকে বলিনি দেখে।

এবার পণ করে ফেললাম, লামিয়াকে বলেই দিবো। যা আছে কপালে! দেখা যাবে সকালে।

সমাধান পেয়ে খুশীতে ইয়াহু বলে চিৎকার দিতেই লামিয়া পাশের রুম থেকে দৌঁড়ে আসলো।
আমি লামিয়ার কাধে হাত রেখে শেষ চেষ্টা হিসাবে চোখ বন্ধ করে করে বলেই ফেললাম।

লামিয়া! আমি তোমাকে পিঁয়াজের মত ভালোবাসি।

কারো মিষ্টি হাসির শব্দে চোখ খুলতেই দেখি লামিয়ার মলিন মুখে হাসিরা যেন চিকচিক করছে।

লামিয়া আমার গাল টেনে বললো!
ওরে আমার লক্ষী জামাই!
এই কথাটা আগে বললেই তো এতদিন একা ঘুমাতে হতোনা।

No comments

info.kroyhouse24@gmail.com