Breaking News

সুরাঃ বাকারাহ আরবি ও বাংলা অর্থ সহ (আয়াত ১৩১ থেকে ১৬০ পর্যন্ত)



اِذۡ قَالَ لَہٗ رَبُّہٗۤ  اَسۡلِمۡ ۙ قَالَ اَسۡلَمۡتُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۳۱
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩১)  যখনতার রবতাকে বললেন, ‘তুমি আত্মসমর্পণকর সেবলল, ‘আমিসকল সৃষ্টিররবের কাছেনিজকে সমর্পণকরলাম

وَ وَصّٰی بِہَاۤ اِبۡرٰہٖمُ  بَنِیۡہِ وَ یَعۡقُوۡبُ ؕ یٰبَنِیَّ  اِنَّ اللّٰہَ اصۡطَفٰی لَکُمُ الدِّیۡنَ فَلَا تَمُوۡتُنَّ  اِلَّا وَ اَنۡتُمۡ  مُّسۡلِمُوۡنَ ﴿۱۳۲﴾ؕ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩২)  আরএরই উপদেশদিয়েছে ইবরাহীমতার সন্তানদেরকেএবং ইয়াকূবও(যে,) ‘হেআমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহতোমাদের জন্যএই দীনকেচয়ন করেছেন সুতরাংতোমরা মুসলিমহওয়া ছাড়ামারা যেয়োনা

اَمۡ کُنۡتُمۡ  شُہَدَآءَ  اِذۡ حَضَرَ یَعۡقُوۡبَ الۡمَوۡتُ ۙ اِذۡ  قَالَ لِبَنِیۡہِ مَا تَعۡبُدُوۡنَ مِنۡۢ بَعۡدِیۡ ؕ قَالُوۡا نَعۡبُدُ اِلٰہَکَ وَ اِلٰـہَ اٰبَآئِکَ اِبۡرٰہٖمَ  وَ  اِسۡمٰعِیۡلَ وَ  اِسۡحٰقَ  اِلٰـہًا وَّاحِدًا ۚۖ وَّ نَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۱۳۳
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৩)  নাকিতোমরা সাক্ষীছিলে, যখনইয়াকূবের নিকটমৃত্যু উপস্থিতহয়েছিল? যখনসে তারসন্তানদেরকে বলল, ‘আমার পরতোমরা কারইবাদাত করবে’? তারা বলল, ‘আমরা ইবাদাতকরব আপনারইলাহের, আপনারপিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ইসহাকের ইলাহের, যিনি একইলাহ আরআমরা তাঁরইঅনুগত

تِلۡکَ اُمَّۃٌ قَدۡ خَلَتۡ ۚ لَہَا مَا کَسَبَتۡ وَ لَکُمۡ مَّا کَسَبۡتُمۡ ۚ وَ لَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا  کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۳۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৪)  সেটাএমন একউম্মত যাবিগত হয়েছে তারাযা অর্জনকরেছে তাতাদের জন্যই, আর তোমরাযা অর্জনকরেছ তাতোমাদের জন্যই আরতারা যাকরত সেসম্পর্কে তোমাদেরকেজিজ্ঞাসা করাহবে না

وَ قَالُوۡا کُوۡنُوۡا ہُوۡدًا اَوۡ نَصٰرٰی تَہۡتَدُوۡا ؕ قُلۡ بَلۡ مِلَّۃَ  اِبۡرٰہٖمَ  حَنِیۡفًا ؕ وَ مَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۳۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৫)  আরতারা বলে, ‘তোমরা ইয়াহূদীকিংবা নাসারাহয়ে যাও, হিদায়াত পেয়েযাবে বল, ‘বরং আমরাইবরাহীমের মিল্লাতেরঅনুসরণ করি, যে একনিষ্ঠছিল এবংযে মুশরিকদেরঅন্তর্ভুক্ত ছিলনা

قُوۡلُوۡۤا اٰمَنَّا بِاللّٰہِ وَ مَاۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَ مَاۤ اُنۡزِلَ  اِلٰۤی  اِبۡرٰہٖمَ  وَ  اِسۡمٰعِیۡلَ وَ  اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ الۡاَسۡبَاطِ وَ مَاۤ اُوۡتِیَ مُوۡسٰی وَ عِیۡسٰی وَ مَاۤ اُوۡتِیَ النَّبِیُّوۡنَ مِنۡ  رَّبِّہِمۡ ۚ  لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ ۫ۖ وَ نَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۱۳۶
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৬)  তোমরাবল, ‘আমরাঈমান এনেছিআল্লাহর উপরএবং যানাযিল করাহয়েছে আমাদেরউপর যা নাযিলকরা হয়েছেইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব তাদেরসন্তানদের উপরআর যাপ্রদান করাহয়েছে মূসা ঈসাকেএবং যাপ্রদান করাহয়েছে তাদেররবের পক্ষহতে নবীগণকে আমরাতাদের কারোমধ্যে তারতম্যকরি না আরআমরা তাঁরইঅনুগত

فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ  اٰمَنۡتُمۡ  بِہٖ فَقَدِ اہۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا ہُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَکۡفِیۡکَہُمُ اللّٰہُ ۚ وَ ہُوَ السَّمِیۡعُ  الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৭)  অতএবযদি তারাঈমান আনে, তোমরা যেরূপেতার প্রতিঈমান এনেছ, তবে অবশ্যইতারা হিদায়াতপ্রাপ্তহবে আরযদি তারাবিমুখ হয়তাহলে তারারয়েছে কেবলবিরোধিতায়, তাইতাদের বিপক্ষেতোমার জন্যআল্লাহ যথেষ্ট আরতিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ

صِبۡغَۃَ اللّٰہِ ۚ وَ مَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰہِ صِبۡغَۃً  ۫ وَّ نَحۡنُ لَہٗ عٰبِدُوۡنَ ﴿۱۳۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৮)   (বল,) আমরা আল্লাহররং গ্রহণকরলাম আররং এরদিক দিয়েআল্লাহর চেয়েকে অধিকসুন্দর? আরআমরা তাঁরইইবাদাতকারী

قُلۡ اَتُحَآجُّوۡنَنَا فِی اللّٰہِ وَ ہُوَ رَبُّنَا وَ رَبُّکُمۡ ۚ وَ لَنَاۤ اَعۡمَالُنَا وَ لَکُمۡ اَعۡمَالُکُمۡ ۚ وَ نَحۡنُ لَہٗ  مُخۡلِصُوۡنَ ﴿۱۳۹﴾ۙ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৩৯)   বল, ‘তোমরা কিআমাদের সাথেআল্লাহর ব্যাপারেবিতর্ক করছঅথচ তিনিআমাদের রব তোমাদেররব? আরআমাদের জন্যরয়েছে আমাদেরআমলসমূহ এবংতোমাদের জন্যরয়েছে তোমাদেরআমলসমূহ এবংআমরা তাঁরজন্যই একনিষ্ঠ

اَمۡ  تَقُوۡلُوۡنَ  اِنَّ  اِبۡرٰہٖمَ  وَ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ الۡاَسۡبَاطَ کَانُوۡا ہُوۡدًا اَوۡ نَصٰرٰی ؕ قُلۡ ءَاَنۡتُمۡ  اَعۡلَمُ اَمِ اللّٰہُ ؕ وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَتَمَ شَہَادَۃً عِنۡدَہٗ مِنَ اللّٰہِ ؕ وَ مَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۴۰
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪০)   নাকিতোমরা বলছ, ‘নিশ্চয় ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব তাদের সন্তানেরাছিল ইয়াহূদীকিংবা নাসারা? বল, ‘তোমরাঅধিক জ্ঞাতনাকি আল্লাহ’? আর তারচেয়ে অধিকযালিম কে, যে আল্লাহরপক্ষ থেকেতার কাছেযে সাক্ষ্যরয়েছে তাগোপন করে? আর তোমরাযা কর, আল্লাহ সেসম্পর্কে গাফিলনন

تِلۡکَ اُمَّۃٌ  قَدۡ خَلَتۡ ۚ لَہَا مَا کَسَبَتۡ وَ لَکُمۡ مَّا کَسَبۡتُمۡ ۚ وَ لَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا  کَانُوۡا  یَعۡمَلُوۡنَ ﴿۱۴۱﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪১)   সেটাছিল একটিউম্মত, যারাবিগত হয়েছে তারাযা অর্জনকরেছে, তাতাদের জন্যআর তোমরাযা অর্জনকরেছ তাতোমাদের জন্য আরতারা যাকরত, সেসম্পর্কে তোমাদেরকেজিজ্ঞাসা করাহবে না

سَیَقُوۡلُ السُّفَہَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىہُمۡ عَنۡ قِبۡلَتِہِمُ الَّتِیۡ کَانُوۡا عَلَیۡہَا ؕ قُلۡ لِّلّٰہِ الۡمَشۡرِقُ وَ الۡمَغۡرِبُ ؕ یَہۡدِیۡ مَنۡ  یَّشَآءُ  اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۴۲
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪২)   অচিরেইনির্বোধ লোকেরাবলবে, 'কীসেতাদেরকে তাদেরকিবলা থেকেফিরাল, যারউপর তারাছিল?' বল, 'পূর্ব পশ্চিম আল্লাহরই তিনিযাকে চানসোজা পথদেখান'

وَ کَذٰلِکَ جَعَلۡنٰکُمۡ اُمَّۃً وَّسَطًا لِّتَکُوۡنُوۡا شُہَدَآءَ عَلَی النَّاسِ وَ یَکُوۡنَ الرَّسُوۡلُ عَلَیۡکُمۡ شَہِیۡدًا ؕ وَ مَا جَعَلۡنَا الۡقِبۡلَۃَ الَّتِیۡ کُنۡتَ عَلَیۡہَاۤ  اِلَّا لِنَعۡلَمَ مَنۡ یَّتَّبِعُ الرَّسُوۡلَ مِمَّنۡ یَّنۡقَلِبُ عَلٰی عَقِبَیۡہِ ؕ وَ اِنۡ کَانَتۡ لَکَبِیۡرَۃً  اِلَّا عَلَی الَّذِیۡنَ ہَدَی اللّٰہُ  ؕ وَ مَا کَانَ اللّٰہُ لِیُضِیۡعَ اِیۡمَانَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۴۳
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৩)   আরএভাবেই আমিতোমাদেরকে মধ্যপন্থীউম্মত বানিয়েছি, যাতে তোমরামানুষের উপরসাক্ষী হওএবং রাসূলসাক্ষী হনতোমাদের উপর আরযে কিবলারউপর তুমিছিলে, তাকেকেবল জন্যই নির্ধারণকরেছিলাম, যাতেআমি জেনেনেই যে, কে রাসূলকেঅনুসরণ করেএবং কেতার পেছনেফিরে যায় যদিওতা অতিকঠিন (অন্যদেরকাছে) তাদেরছাড়া যাদেরকেআল্লাহ হিদায়াতকরেছেন এবংআল্লাহ এমননন যে, তিনি তোমাদেরঈমানকে বিনষ্টকরবেন নিশ্চয়আল্লাহ মানুষেরপ্রতি অত্যন্তস্নেহশীল, পরমদয়ালু

قَدۡ نَرٰی تَقَلُّبَ وَجۡہِکَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّکَ قِبۡلَۃً  تَرۡضٰہَا  ۪  فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ  وَ حَیۡثُ مَا کُنۡتُمۡ   فَوَلُّوۡا  وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ ؕ وَ  اِنَّ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ لَیَعۡلَمُوۡنَ اَنَّہُ  الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ؕ وَ مَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৪)   আকাশেরদিকে বারবার তোমারমুখ ফিরানোআমি অবশ্যইদেখছি অতএবআমি অবশ্যইতোমাকে এমনকিবলার দিকেফিরাব, যাতুমি পছন্দকর সুতরাং তোমারচেহারা মাসজিদুলহারামের দিকেফিরাও এবংতোমরা যেখানেইথাক, তারদিকেই তোমাদেরচেহারা ফিরাও আরনিশ্চয় যারাকিতাবপ্রাপ্ত হয়েছে, তারা অবশ্যইজানে যে, তা তাদেররবের পক্ষথেকে সত্যএবং তারাযা করে, সে ব্যাপারেআল্লাহ গাফিলনন

وَ لَئِنۡ اَتَیۡتَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ بِکُلِّ اٰیَۃٍ مَّا تَبِعُوۡا قِبۡلَتَکَ ۚ وَ مَاۤ اَنۡتَ بِتَابِعٍ قِبۡلَتَہُمۡ ۚ وَ مَا بَعۡضُہُمۡ  بِتَابِعٍ قِبۡلَۃَ بَعۡضٍ ؕ وَ لَئِنِ اتَّبَعۡتَ اَہۡوَآءَہُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَکَ مِنَ الۡعِلۡمِ  ۙ اِنَّکَ اِذًا  لَّمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۵﴾ۘ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৫)   আরযাদেরকে কিতাবদেয়া হয়েছেতুমি যদিতাদের নিকটসব নিদর্শননিয়ে আস, তারা তোমারকিবলার অনুসরণকরবে নাআর তুমিওতাদের কিবলারঅনুসরণকারী নওএবং তারাএকে অপরেরকিবলার অনুসরণকারীনয় আর যদিতুমি তাদেরপ্রবৃত্তির অনুসরণকর তোমারনিকট জ্ঞানআসার পর, তবে নিশ্চয়তুমি তখনযালিমদের অন্তর্ভুক্ত

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَعۡرِفُوۡنَہٗ کَمَا یَعۡرِفُوۡنَ اَبۡنَآءَہُمۡ ؕ وَ اِنَّ فَرِیۡقًا مِّنۡہُمۡ لَیَکۡتُمُوۡنَ الۡحَقَّ وَ ہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۴۶﴾ؔ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৬)   যাদেরকেআমি কিতাবদিয়েছি, তারাতাকে চিনে, যেমন চিনেতাদের সন্তানদেরকে আরনিশ্চয় তাদেরমধ্য থেকেএকটি দলসত্যকে অবশ্যইগোপন করে, অথচ তারাজানে

اَلۡحَقُّ  مِنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۱۴۷﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৭)   সত্যতোমার রবেরপক্ষ থেকে সুতরাংতুমি কখনোসন্দেহ পোষণকারীদেরঅন্তর্ভুক্ত হয়োনা

وَ  لِکُلٍّ وِّجۡہَۃٌ ہُوَ مُوَلِّیۡہَا فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ؃ اَیۡنَ مَا تَکُوۡنُوۡا یَاۡتِ بِکُمُ اللّٰہُ جَمِیۡعًا ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۴۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৮)   আরপ্রত্যেকের রয়েছেএকটি দিক, যেদিকে সেচেহারা ফিরায় সুতরাংতোমরা কল্যাণকর্মেপ্রতিযোগিতা কর তোমরাযেখানেই থাকনা কেন, আল্লাহ তোমাদেরসবাইকে নিয়েআসবেন নিশ্চয়আল্লাহ সবকিছুর উপরক্ষমতাবান

وَ مِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَ اِنَّہٗ  لَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ ؕ وَ مَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۴۹
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৪৯)   আরতুমি যেখানথেকেই বেরহও, তোমারচেহারা মাসজিদুলহারামের দিকেফিরাও আরনিশ্চয় তাসত্য তোমাররবের পক্ষথেকে এবংতোমরা যাকর, আল্লাহতা থেকেগাফিল নন

وَ مِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَ حَیۡثُ مَا کُنۡتُمۡ  فَوَلُّوۡا وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ  ۙ لِئَلَّا یَکُوۡنَ  لِلنَّاسِ عَلَیۡکُمۡ حُجَّۃٌ ٭ۙ اِلَّا الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ ٭ فَلَا تَخۡشَوۡہُمۡ وَ اخۡشَوۡنِیۡ ٭ وَ لِاُتِمَّ  نِعۡمَتِیۡ عَلَیۡکُمۡ وَ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۵۰﴾ۙۛ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫০)   আরতুমি যেখানথেকেই বেরহও, তোমারচেহারা মাসজিদুলহারামের দিকেফিরাও এবংতোমরা যেখানেইথাক, তারদিকে তোমাদেরচেহারা ফিরাও, যাতে তোমাদেরবিপক্ষে মানুষেরবিতর্ক করারকিছু নাথাকে তবেতাদের মধ্যথেকে যারাযুলম করেছে, তারা ছাড়া সুতরাংতোমরা তাদেরকেভয় করোনা, আমাকেভয় কর আরযাতে আমিআমার নিআমততোমাদের উপরপূর্ণ করতেপারি এবংযাতে তোমরাহিদায়াতপ্রাপ্ত হও

کَمَاۤ  اَرۡسَلۡنَا فِیۡکُمۡ رَسُوۡلًا مِّنۡکُمۡ یَتۡلُوۡا عَلَیۡکُمۡ  اٰیٰتِنَا وَ یُزَکِّیۡکُمۡ وَ یُعَلِّمُکُمُ الۡکِتٰبَ وَ الۡحِکۡمَۃَ وَ یُعَلِّمُکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ﴿۱۵۱﴾ؕۛ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫১)   যেভাবেআমি তোমাদেরমধ্যে একজনরাসূল প্রেরণকরেছি তোমাদেরমধ্য থেকে, যে তোমাদেরকাছে আমারআয়াতসমূহ তিলাওয়াতকরে, তোমাদেরকেপবিত্র করেএবং কিতাব হিকমতশিক্ষা দেয় আরতোমাদেরকে শিক্ষাদেয় এমনকিছু যাতোমরা জানতেনা

فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ  وَ اشۡکُرُوۡا لِیۡ وَ لَا تَکۡفُرُوۡنِ ﴿۱۵۲﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫২)   অতএব, তোমরা আমাকেস্মরণ কর, আমি তোমাদেরকেস্মরণ করব আরআমার শোকরআদায় কর, আমার সাথেকুফরী করোনা

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۳
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৩)   হেমুমিনগণ, ধৈর্য সালাতেরমাধ্যমে সাহায্যচাও নিশ্চয়আল্লাহ ধৈর্যশীলদেরসাথে আছেন*
*পবিত্রকুরআনের অনেকস্থানে আল্লাহনেককারদের সাথেআছেন, ধৈর্যশীলদেরসাথে আছেনইত্যাদি বলাহয়েছে তিনিআরশের উপরথেকেও বান্দাকেসাহায্য সহযোগিতাকরার মাধ্যমেতার সাথেরয়েছেন বলেবুঝে নিতেহবে

وَ لَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّ لٰکِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৪)   যারাআল্লাহর রাস্তায়নিহত হয়, তাদেরকে মৃতবলো না বরংতারা জীবিত; কিন্তু তোমরাঅনুভব করতেপার না

وَ لَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۵﴾ۙ 
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৫)   আরআমি অবশ্যইতোমাদেরকে পরীক্ষাকরব কিছুভয়, ক্ষুধাএবং জান-মাল ফল-ফলাদিরস্বল্পতার মাধ্যমে আরতুমি ধৈর্যশীলদেরসুসংবাদ দাও

الَّذِیۡنَ اِذَاۤ  اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ  ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَ  اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۶﴾ؕ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৬)   যারা, তাদেরকে যখনবিপদ আক্রান্তকরে তখনবলে, নিশ্চয়আমরা আল্লাহরজন্য এবংনিশ্চয় আমরাতাঁর দিকেপ্রত্যাবর্তনকারী

اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَ رَحۡمَۃٌ ۟ وَ اُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ ﴿۱۵۷
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৭)   তাদেরউপরই রয়েছেতাদের রবেরপক্ষ থেকেমাগফিরাত রহমত এবংতারাই হিদায়াতপ্রাপ্ত

اِنَّ الصَّفَا وَ الۡمَرۡوَۃَ مِنۡ شَعَآئِرِ اللّٰہِ ۚ فَمَنۡ حَجَّ الۡبَیۡتَ اَوِ اعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیۡہِ اَنۡ یَّطَّوَّفَ بِہِمَا ؕ وَ مَنۡ تَطَوَّعَ خَیۡرًا  ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ  عَلِیۡمٌ ﴿۱۵۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৮)   নিশ্চয়সাফা মারওয়া আল্লাহরনিদর্শনসমূহের অন্তর্ভুক্ত সুতরাংযে বাইতুল্লাহরহজ্জ করবেকিংবা উমরাকরবে তারকোন অপরাধহবে নাযে, সেএগুলোর তাওয়াফকরবে আরযে স্বতঃস্ফূর্তভাবেকল্যাণ করবে, তবে নিশ্চয়শোকরকারী, সর্বজ্ঞ

اِنَّ الَّذِیۡنَ یَکۡتُمُوۡنَ مَاۤ اَنۡزَلۡنَا مِنَ الۡبَیِّنٰتِ وَ الۡہُدٰی مِنۡۢ بَعۡدِ مَا بَیَّنّٰہُ لِلنَّاسِ فِی الۡکِتٰبِ  ۙ  اُولٰٓئِکَ یَلۡعَنُہُمُ اللّٰہُ  وَ  یَلۡعَنُہُمُ  اللّٰعِنُوۡنَ ﴿۱۵۹﴾ۙ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৫৯)   নিশ্চয়যারা গোপনকরে সু-স্পষ্টনিদর্শনসমূহ হিদায়াত যাআমি নাযিলকরেছি, কিতাবেমানুষের জন্যতা স্পষ্টভাবেবর্ণনা করারপর, তাদেরকেআল্লাহ লানতকরেন এবংলানতকারীগণওতাদেরকে লানতকরে

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا وَ اَصۡلَحُوۡا وَ بَیَّنُوۡا فَاُولٰٓئِکَ اَتُوۡبُ عَلَیۡہِمۡ ۚ وَ اَنَا التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۶۰
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬০)   তারাছাড়া, যারাতাওবা করেছে, শুধরে নিয়েছেএবং স্পষ্টভাবেবর্ণনা করেছে অতএব, আমি তাদেরতাওবা কবূলকরব আরআমি তাওবাকবূলকারী, পরমদয়ালু

No comments

info.kroyhouse24@gmail.com