Breaking News

মানুষের মন

মানুষের মন এক অদ্ভুত সৃষ্টি!
বৃষ্টিতে রোদ চায়, রোদে চায় বৃষ্টি!
গরমের কালে বলে শীত কাটে আরামেই,
শীত কাল এলে বলে ভালো ছিল গরমেই!

গ্রামে থাকা মন গুলো শহরের সুখ চায়!
শহরেতে থাকা মন হাপিয়ে যে গ্রামে যায়!
আলোকিত ঘরে বসে আধারের রুপ আঁকে!
আঁধারেতে হাড়ালে সে আলো খোজে বাঁকে বাঁকে!

ধণী ভাবে গরিবের নাই দুঃচিন্তা,
ব্যাস্ততা মাঝে তার হারায় না দিনটা,
অভাবী যে ভাবে হায় ধণীদের নাই কাজ,
গরিবেরই পেতে হয় দিন-রাত শত লাজ!

মানুষের মন এক অদ্ভুত সৃষ্টি!
চালনা সে করে সব, এমন কি দৃষ্টি!
কোথা সে যে কি চায় জানে না সে নিজেও,
মাঝে মাঝে কি যে চায়! ফেলে দেয় লাজে ও!

No comments

info.kroyhouse24@gmail.com