Breaking News

সুরাঃ বাকারাহ আরবি ও বাংলা অর্থ সহ (আয়াত ১৬১ থেকে ১৯০ পর্যন্ত)



اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَ مَاتُوۡا وَ ہُمۡ کُفَّارٌ اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ لَعۡنَۃُ اللّٰہِ وَ الۡمَلٰٓئِکَۃِ وَ النَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۶۱﴾ۙ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬১)   নিশ্চয়যারা কুফরীকরেছে এবংকাফির অবস্থায়মৃত্যুবরণ করেছে, তাদের উপরআল্লাহ, ফেরেশতাগণ সকলমানুষের লানত

خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ لَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَ لَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۱۶۲
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬২)  তারাসেখানে স্থায়ীহবে তাদেরথেকে আযাবহালকা করাহবে নাএবং তাদেরকেঅবকাশও দেয়াহবে না

وَ اِلٰـہُکُمۡ  اِلٰہٌ  وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الرَّحۡمٰنُ  الرَّحِیۡمُ ﴿۱۶۳﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৩)  আরতোমাদের ইলাহএক ইলাহ তিনিছাড়া কোন(সত্য) ইলাহনেই তিনিঅতি দয়াময়, পরম দয়ালু

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّہَارِ وَ الۡفُلۡکِ الَّتِیۡ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ  بِمَا یَنۡفَعُ النَّاسَ وَ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنَ السَّمَآءِ مِنۡ مَّآءٍ فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا وَ بَثَّ فِیۡہَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ  ۪ وَّ تَصۡرِیۡفِ الرِّیٰحِ وَ السَّحَابِ الۡمُسَخَّرِ بَیۡنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ  یَّعۡقِلُوۡنَ ﴿۱۶۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৪)  নিশ্চয়আসমানসমূহ যমীনের সৃষ্টিতে, রাত দিনের বিবর্তনে, সে নৌকায়যা সমুদ্রেমানুষের জন্যকল্যাণকর বস্ত্তনিয়ে চলেএবং আসমানথেকে আল্লাহযে বৃষ্টিবর্ষণ করেছেনঅতঃপর তারমাধ্যমে মরেযাওয়ার পরযমীনকে জীবিতকরেছেন এবংতাতে ছড়িয়েদিয়েছেন সকলপ্রকার বিচরণশীলপ্রাণী বাতাসের পরিবর্তনেএবং আসমান যমীনেরমধ্যবর্তী স্থানেনিয়োজিত মেঘমালায়রয়েছে নিদর্শনসমূহএমন কওমেরজন্য, যারাবিবেকবান

وَ مِنَ النَّاسِ مَنۡ یَّتَّخِذُ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَنۡدَادًا یُّحِبُّوۡنَہُمۡ کَحُبِّ اللّٰہِ ؕ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَشَدُّ حُبًّا  لِّلّٰہِ ؕوَ لَوۡ  یَرَی الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اِذۡ یَرَوۡنَ الۡعَذَابَ  ۙ اَنَّ الۡقُوَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا  ۙ وَّ اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعَذَابِ ﴿۱۶۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৫)  আরমানুষের মধ্যেএমনও আছে, যারা আল্লাহছাড়া অন্যকেআল্লাহর সমকক্ষরূপেগ্রহণ করে, তাদেরকে আল্লাহকেভালবাসার মতভালবাসে আরযারা ঈমানএনেছে, তারাআল্লাহর জন্যভালবাসায় দৃঢ়তর আরযদি যালিমগণদেখে- যখনতারা আযাবদেখবে যে, নিশ্চয় সকলশক্তি আল্লাহরজন্য এবংনিশ্চয় আল্লাহআযাব দানেকঠোর

اِذۡ  تَبَرَّاَ الَّذِیۡنَ اتُّبِعُوۡا مِنَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا  وَ رَاَوُا  الۡعَذَابَ وَ تَقَطَّعَتۡ بِہِمُ الۡاَسۡبَابُ ﴿۱۶۶
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৬)  যখন, যাদেরকে অনুসরণকরা হয়েছে, তারা অনুসারীদেরথেকে আলাদাহয়ে যাবেএবং তারাআযাব দেখতেপাবে আরতাদের সবসম্পর্ক ছিন্নহয়ে যাবে

وَ قَالَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا لَوۡ  اَنَّ لَنَا کَرَّۃً فَنَتَبَرَّاَ مِنۡہُمۡ کَمَا تَبَرَّءُوۡا مِنَّا ؕ کَذٰلِکَ یُرِیۡہِمُ اللّٰہُ  اَعۡمَالَہُمۡ حَسَرٰتٍ عَلَیۡہِمۡ ؕ وَ مَا ہُمۡ  بِخٰرِجِیۡنَ مِنَ النَّارِ ﴿۱۶۷﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৭)  আরযারা অনুসরণকরেছে, তারাবলবে, ‘যদিআমাদের ফিরেযাওয়ার সুযোগহত, তাহলেআমরা তাদেরথেকে আলাদাহয়ে যেতাম, যেভাবে তারাআলাদা হয়েগিয়েছে এভাবেআল্লাহ তাদেরকেতাদের আমলসমূহদেখাবেন, তাদেরজন্য আক্ষেপস্বরূপ আরতারা আগুনথেকে বেরহতে পারবেনা

یٰۤاَیُّہَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۶۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৮)  হেমানুষ, যমীনেযা রয়েছে, তা থেকেহালাল পবিত্রবস্তু আহারকর এবংশয়তানের পদাঙ্কঅনুসরণ করোনা নিশ্চয় সেতোমাদের জন্যসুস্পষ্ট শত্রু

اِنَّمَا یَاۡمُرُکُمۡ بِالسُّوۡٓءِ وَ الۡفَحۡشَآءِ وَ اَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۱۶۹
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৬৯)  নিশ্চয়সে তোমাদেরকেআদেশ দেয়মন্দ অশ্লীল কাজেরএবং আল্লাহরব্যাপারে এমনকিছু বলতে, যা তোমরাজান না

وَ اِذَا قِیۡلَ لَہُمُ  اتَّبِعُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا بَلۡ نَتَّبِعُ مَاۤ اَلۡفَیۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَ لَوۡ کَانَ اٰبَآؤُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ شَیۡئًا وَّ لَا  یَہۡتَدُوۡنَ ﴿۱۷۰
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭০)  আরযখন তাদেরকেবলা হয়, ‘তোমরা অনুসরণকর, যাআল্লাহ নাযিলকরেছেন’, তারাবলে, ‘বরংআমরা অনুসরণকরব আমাদেরপিতৃ-পুরুষদেরকেযার উপরপেয়েছি যদিতাদের পিতৃ-পুরুষরাকিছু নাবুঝে এবংহিদায়াতপ্রাপ্ত নাহয়, তাহলেওকি?

وَ مَثَلُ الَّذِیۡنَ کَفَرُوۡا کَمَثَلِ الَّذِیۡ یَنۡعِقُ بِمَا لَا یَسۡمَعُ اِلَّا دُعَآءً  وَّ  نِدَآءً ؕ صُمٌّۢ  بُکۡمٌ عُمۡیٌ  فَہُمۡ  لَا  یَعۡقِلُوۡنَ ﴿۱۷۱
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭১)  আরযারা কুফরীকরেছে তাদেরউদাহরণ তারমত, যেএমন কিছুরজন্য চিৎকারকরছে, হাঁক-ডাকছাড়া যেকিছু শোনেনা তারা বধির, বোবা, অন্ধ তাইতারা বুঝেনা

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ وَ اشۡکُرُوۡا لِلّٰہِ  اِنۡ  کُنۡتُمۡ اِیَّاہُ  تَعۡبُدُوۡنَ ﴿۱۷۲
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭২)  হেমুমিনগণ, আহারকর আমিতোমাদেরকে যেহালাল রিযকদিয়েছি তাথেকে এবংআল্লাহর জন্যশোকর কর, যদি তোমরাতাঁরই ইবাদাতকর

اِنَّمَا حَرَّمَ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃَ وَ الدَّمَ وَ لَحۡمَ الۡخِنۡزِیۡرِ وَ مَاۤ  اُہِلَّ بِہٖ لِغَیۡرِ اللّٰہِ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّ لَا عَادٍ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ  غَفُوۡرٌ  رَّحِیۡمٌ ﴿۱۷۳
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৩)  নিশ্চয়তিনি তোমাদেরউপর হারামকরেছেন মৃতজন্তু, রক্ত, শূকরের গোশ্তএবং যাগায়রুল্লাহর নামেযবেহ করাহয়েছে সুতরাংযে বাধ্যহবে, অবাধ্যবা সীমালঙ্ঘনকারীনা হয়ে, তাহলে তারকোন পাপনেই নিশ্চয়আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু

اِنَّ الَّذِیۡنَ یَکۡتُمُوۡنَ مَاۤ  اَنۡزَلَ اللّٰہُ مِنَ الۡکِتٰبِ وَ یَشۡتَرُوۡنَ بِہٖ ثَمَنًا قَلِیۡلًا  ۙ اُولٰٓئِکَ مَا یَاۡکُلُوۡنَ فِیۡ بُطُوۡنِہِمۡ  اِلَّا النَّارَ وَ لَا یُکَلِّمُہُمُ اللّٰہُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَ لَا  یُزَکِّیۡہِمۡ ۚۖ وَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۷۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৪)  নিশ্চয়যারা গোপনকরে যেকিতাব আল্লাহনাযিল করেছেনএবং এরবিনিময়ে সামান্যমূল্য গ্রহণকরে, তারাশুধু আগুনইতাদের উদরেপুরে আরআল্লাহ কিয়ামতেরদিনে তাদেরসাথে কথাবলবেন না, তাদেরকে পরিশুদ্ধকরবেন না আরতাদের জন্যরয়েছে যন্ত্রণাদায়কআযাব

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اشۡتَرَوُا الضَّلٰلَۃَ بِالۡہُدٰی وَ الۡعَذَابَ بِالۡمَغۡفِرَۃِ ۚ فَمَاۤ اَصۡبَرَہُمۡ عَلَی النَّارِ ﴿۱۷۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৫)  তারাইহিদায়াতের পরিবর্তেপথভ্রষ্টতা এবংমাগফিরাতের পরিবর্তেআযাব ক্রয়করেছে আগুনেরউপর তারাকতই নাধৈর্যশীল

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ نَزَّلَ الۡکِتٰبَ بِالۡحَقِّ ؕ وَ اِنَّ الَّذِیۡنَ اخۡتَلَفُوۡا فِی الۡکِتٰبِ لَفِیۡ شِقَاقٍۭ بَعِیۡدٍ ﴿۱۷۶﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৬)  তাএই কারণেযে, আল্লাহযথার্থরূপে কিতাবনাযিল করেছেন আরনিশ্চয় যারাকিতাবে মতবিরোধকরেছে, তারাঅবশ্যই সুদূরমতানৈক্যে রয়েছে

لَیۡسَ الۡبِرَّ اَنۡ تُوَلُّوۡا وُجُوۡہَکُمۡ  قِبَلَ الۡمَشۡرِقِ وَ الۡمَغۡرِبِ وَ لٰکِنَّ الۡبِرَّ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ الۡمَلٰٓئِکَۃِ وَ الۡکِتٰبِ وَ النَّبِیّٖنَ ۚ وَ اٰتَی الۡمَالَ عَلٰی حُبِّہٖ ذَوِی الۡقُرۡبٰی وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰکِیۡنَ  وَ ابۡنَ السَّبِیۡلِ  ۙ وَ السَّآئِلِیۡنَ وَ فِی الرِّقَابِ ۚ وَ اَقَامَ الصَّلٰوۃَ وَ اٰتَی الزَّکٰوۃَ ۚ وَ الۡمُوۡفُوۡنَ بِعَہۡدِہِمۡ  اِذَا عٰہَدُوۡا ۚ وَ الصّٰبِرِیۡنَ فِی الۡبَاۡسَآءِ وَ الضَّرَّآءِ  وَ حِیۡنَ الۡبَاۡسِ ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ صَدَقُوۡا ؕ وَ اُولٰٓئِکَ ہُمُ الۡمُتَّقُوۡنَ ﴿۱۷۷
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৭)  ভালোকাজ এটানয় যে, তোমরা তোমাদেরচেহারা পূর্ব পশ্চিমদিকে ফিরাবে; বরং ভালোকাজ হলযে ঈমানআনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব নবীগণেরপ্রতি এবংযে সম্পদপ্রদান করেতার প্রতিআসক্তি সত্ত্বেওনিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির প্রার্থনাকারীকেএবং বন্দিমুক্তিতেএবং যেসালাত কায়েমকরে, যাকাতদেয় এবংযারা অঙ্গীকারকরে তাপূর্ণ করে, যারা ধৈর্যধারণকরে কষ্ট দুর্দশায় যুদ্ধেরসময়ে তারাইসত্যবাদী এবংতারাই মুত্তাকী

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الۡقِصَاصُ فِی الۡقَتۡلٰی ؕ اَلۡحُرُّ بِالۡحُرِّ وَ الۡعَبۡدُ بِالۡعَبۡدِ وَ الۡاُنۡثٰی بِالۡاُنۡثٰی ؕ فَمَنۡ عُفِیَ لَہٗ مِنۡ اَخِیۡہِ شَیۡءٌ فَاتِّبَاعٌۢ بِالۡمَعۡرُوۡفِ وَ اَدَآءٌ اِلَیۡہِ بِاِحۡسَانٍ ؕ ذٰلِکَ تَخۡفِیۡفٌ مِّنۡ رَّبِّکُمۡ وَ رَحۡمَۃٌ ؕ فَمَنِ اعۡتَدٰی بَعۡدَ ذٰلِکَ فَلَہٗ عَذَابٌ  اَلِیۡمٌ ﴿۱۷۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৮)  হেমুমিনগণ, নিহতদেরব্যাপারে তোমাদেরউপরকিসাসফরয করাহয়েছে স্বাধীনেরবদলে স্বাধীন, দাসের বদলেদাস, নারীরবদলে নারী তবেযাকে কিছুটাক্ষমা করাহবে তারভাইয়ের পক্ষথেকে, তাহলেসততার অনুসরণকরবে এবংসুন্দরভাবে তাকেআদায় করেদেবে এটিতোমাদের রবেরপক্ষ থেকেহালকাকরণ রহমত সুতরাংএরপর যেসীমালঙ্ঘন করবে, তার জন্যরয়েছে যন্ত্রণাদায়কআযাব

وَ لَکُمۡ فِی الۡقِصَاصِ حَیٰوۃٌ یّٰۤاُولِی الۡاَلۡبَابِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۷۹
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৭৯)  আরহে বিবেকসম্পন্নগণ, কিসাসে রয়েছেতোমাদের জন্যজীবন, আশাকরা যায়তোমরা তাকওয়াঅবলম্বন করবে

کُتِبَ عَلَیۡکُمۡ  اِذَا حَضَرَ اَحَدَکُمُ الۡمَوۡتُ اِنۡ تَرَکَ خَیۡرَۨا ۚۖ  الۡوَصِیَّۃُ لِلۡوَالِدَیۡنِ وَ الۡاَقۡرَبِیۡنَ بِالۡمَعۡرُوۡفِ ۚ حَقًّا عَلَی الۡمُتَّقِیۡنَ ﴿۱۸۰﴾ؕ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮০)  তোমাদেরউপর ফরযকরা হয়েছেযে, যখনতোমাদের কারোমৃত্যু উপস্থিতহবে, যদিসে কোনসম্পদ রেখেযায়, তবেপিতা-মাতা নিকটাত্মীয়দেরজন্য ন্যায়ভিত্তিকঅসিয়ত করবে এটিমুত্তাকীদের দায়িত্ব

فَمَنۡۢ بَدَّلَہٗ بَعۡدَ مَا سَمِعَہٗ فَاِنَّمَاۤ اِثۡمُہٗ عَلَی الَّذِیۡنَ یُبَدِّلُوۡنَہٗ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۸۱﴾ؕ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮১)  অতএবযে তাশ্রবণ করারপর পরিবর্তনকরবে, তবেএর পাপতাদের হবে, যারা তাপরিবর্তন করে নিশ্চয়আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী

فَمَنۡ خَافَ مِنۡ مُّوۡصٍ جَنَفًا اَوۡ اِثۡمًا فَاَصۡلَحَ  بَیۡنَہُمۡ فَلَاۤ  اِثۡمَ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۸۲﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮২)  তবেকেউ যদিঅসিয়তকারীর পক্ষথেকে পক্ষপাতিত্ব পাপেরআশঙ্কা করে, অতঃপর তাদেরমধ্যে মীমাংসাকরে দেয়, তাহলে তারকোন পাপনেই নিশ্চয়আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۸۳﴾ۙ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৩)  হেমুমিনগণ, তোমাদেরউপর সিয়ামফরয করাহয়েছে, যেভাবেফরয করাহয়েছিল তোমাদেরপূর্ববর্তীদের উপর যাতেতোমরা তাকওয়াঅবলম্বন কর

اَیَّامًا مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ وَ عَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَہٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡکِیۡنٍ ؕ فَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا فَہُوَ خَیۡرٌ لَّہٗ ؕ وَ اَنۡ تَصُوۡمُوۡا خَیۡرٌ لَّکُمۡ   اِنۡ کُنۡتُمۡ  تَعۡلَمُوۡنَ ﴿۱۸۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৪)  নির্দিষ্টকয়েক দিন তবেতোমাদের মধ্যেযে অসুস্থহবে, কিংবাসফরে থাকবে, তাহলে অন্যান্যদিনে সংখ্যাপূরণ করেনেবে আরযাদের জন্যতা কষ্টকরহবে, তাদেরকর্তব্য ফিদয়া- একজন দরিদ্রকেখাবার প্রদানকরা অতএবযে স্বেচ্ছায়অতিরিক্ত সৎকাজকরবে, তাতার জন্যকল্যাণকর হবে আরসিয়াম পালনতোমাদের জন্যকল্যাণকর, যদিতোমরা জান

شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡہُدٰی وَ الۡفُرۡقَانِ ۚ فَمَنۡ شَہِدَ مِنۡکُمُ الشَّہۡرَ فَلۡیَصُمۡہُ ؕ وَ مَنۡ کَانَ مَرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیۡدُ اللّٰہُ بِکُمُ الۡیُسۡرَ وَ لَا یُرِیۡدُ بِکُمُ الۡعُسۡرَ ۫ وَ لِتُکۡمِلُوا الۡعِدَّۃَ وَ لِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰىکُمۡ وَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۸۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৫)  রমযানমাস, যাতেকুরআন নাযিলকরা হয়েছেমানুষের জন্যহিদায়াতস্বরূপ এবংহিদায়াতের সুস্পষ্টনিদর্শনাবলী সত্য-মিথ্যারপার্থক্যকারীরূপে সুতরাংতোমাদের মধ্যেযে মাসটিতেউপস্থিত হবে, সে যেনতাতে সিয়ামপালন করে আরযে অসুস্থহবে অথবাসফরে থাকবেতবে অন্যান্যদিবসে সংখ্যাপূরণ করেনেবে আল্লাহতোমাদের সহজচান এবংকঠিন চাননা আর যাতেতোমরা সংখ্যাপূরণ করএবং তিনিতোমাদেরকে যেহিদায়াত দিয়েছেন, তার জন্যআল্লাহর বড়ত্বঘোষণা করএবং যাতেতোমরা শোকরকর

وَ اِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ ؕ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ  اِذَا دَعَانِ  ۙ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لِیۡ وَ لۡیُؤۡمِنُوۡا بِیۡ  لَعَلَّہُمۡ  یَرۡشُدُوۡنَ ﴿۱۸۶
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৬)  আরযখন আমারবান্দাগণ তোমাকেআমার সম্পর্কেজিজ্ঞাসা করবে, আমি তোনিশ্চয় নিকটবর্তী আমিআহবানকারীর ডাকেসাড়া দেই, যখন সেআমাকে ডাকে সুতরাংতারা যেনআমার ডাকেসাড়া দেয়এবং আমারপ্রতি ঈমানআনে আশাকরা যায়তারা সঠিকপথে চলবে

اُحِلَّ لَکُمۡ لَیۡلَۃَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآئِکُمۡ ؕ ہُنَّ لِبَاسٌ لَّکُمۡ وَ اَنۡتُمۡ لِبَاسٌ لَّہُنَّ ؕ عَلِمَ اللّٰہُ  اَنَّکُمۡ کُنۡتُمۡ تَخۡتَانُوۡنَ اَنۡفُسَکُمۡ فَتَابَ عَلَیۡکُمۡ وَ عَفَا عَنۡکُمۡ ۚ فَالۡـٰٔنَ بَاشِرُوۡہُنَّ وَ ابۡتَغُوۡا مَا کَتَبَ اللّٰہُ  لَکُمۡ  ۪ وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ  مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ   اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ  ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ  اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ  اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ  یَتَّقُوۡنَ ﴿۱۸۷
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৭)  সিয়ামেররাতে তোমাদেরজন্য তোমাদেরস্ত্রীদের নিকটগমন হালালকরা হয়েছে তারাতোমাদের জন্যপরিচ্ছদ এবংতোমরা তাদেরজন্য পরিচ্ছদ আল্লাহজেনেছেন যে, তোমরা নিজদেরসাথে খিয়ানতকরছিলে অতঃপরতিনি তোমাদেরতাওবা কবূলকরেছেন এবংতোমাদেরকে ক্ষমাকরেছেন অতএব, এখন তোমরাতাদের সাথেমিলিত হওএবং আল্লাহতোমাদের জন্যযা লিখেদিয়েছেন, তাঅনুসন্ধান কর আরআহার কর পানকর যতক্ষণনা ফজরেরসাদা রেখাকাল রেখাথেকে স্পষ্টহয় অতঃপর রাতপর্যন্ত সিয়ামপূর্ণ কর আরতোমরা মাসজিদেইতিকাফরত অবস্থায়স্ত্রীদের সাথেমিলিত হয়োনা এটা আল্লাহরসীমারেখা, সুতরাংতোমরা তারনিকটবর্তী হয়োনা এভাবেই আল্লাহতাঁর আয়াতসমূহমানুষের জন্যস্পষ্ট করেনযাতে তারাতাকওয়া অবলম্বনকরে

وَ لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَ تُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَ اَنۡتُمۡ  تَعۡلَمُوۡنَ ﴿۱۸۸﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৮)  আরতোমরা নিজদেরমধ্যে তোমাদেরসম্পদ অন্যায়ভাবেখেয়ো নাএবং তাবিচারকদেরকে (ঘুষহিসেবে) প্রদানকরো না যাতেমানুষের সম্পদেরকোন অংশপাপের মাধ্যমেজেনে বুঝেখেয়ে ফেলতেপার

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡاَہِلَّۃِ ؕ قُلۡ ہِیَ مَوَاقِیۡتُ لِلنَّاسِ وَ الۡحَجِّ ؕ وَ لَیۡسَ الۡبِرُّ بِاَنۡ تَاۡتُوا الۡبُیُوۡتَ مِنۡ ظُہُوۡرِہَا وَ لٰکِنَّ الۡبِرَّ مَنِ اتَّقٰیۚ وَ اۡتُوا الۡبُیُوۡتَ مِنۡ اَبۡوَابِہَا ۪ وَ اتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۱۸۹
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৮৯)  তারাতোমাকে নতুনচাঁদসমূহ সম্পর্কেপ্রশ্ন করে বল, ‘তা মানুষের হজ্জেরজন্য সময়নির্ধারক আরভালো কাজএটা নয়যে, তোমরাপেছন দিকদিয়ে গৃহেপ্রবেশ করবে কিন্তুভাল কাজহল, যেতাকওয়া অবলম্বনকরে আরতোমরা গৃহসমূহেতার দরজাদিয়ে প্রবেশকর এবংআল্লাহকে ভয়কর, যাতেতোমরা সফলহও

وَ قَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ وَ لَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ  لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿۱۹۰
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (১৯০)  আরতোমরা আল্লাহররাস্তায় তাদেরবিরুদ্ধে লড়াইকর, যারাতোমাদের বিরুদ্ধেলড়াই করেএবং সীমালঙ্ঘনকরো না নিশ্চয়আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকেপছন্দ করেননা

No comments

info.kroyhouse24@gmail.com