Breaking News

কেউ কারো জন্য আসে না

পৃথিবীতে কেউ কারো জন্য আসে না৷
প্রতিটা মানুষ এই সংসারে আসে নিজের জন্য,
পথে চলতে চলতে দেখা হতে পারে
অনেকের সাথেই, হতে পারে দুটো কথা,
দুটো হাত এক করে কিছুদূর চলা,
দুবেলা এক সাথে এক পাতে খাওয়া, হতে পারে
মন দেওয়া নেওয়াও, তারপর পথ
বাক নেয় বহু দিকে; প্রত্যেকের গন্তব্য যে ভিন্ন!

এই সময়ে কেউ কারো নয়৷
স্বনির্ভরতার যুগ এখন, এ কালে মন
দেয়া নেয়া হয় না, শুধু কাছাকাছি আসে
কামের টানে!

এগিয়ে চলছে সমাজ, এগিয়ে চলছে
রাষ্ট্র, নগর, মানব,
এগিয়ে যেতে হবে মনকে,
কারো জন্য বসে থাকলে চলবে না যেন,
এখানে কেউ কারো জন্য আসে নি,
টিকে থাকতে হলে তোমার এগিয়ে যাওয়া আবশ্যক৷

No comments

info.kroyhouse24@gmail.com