Breaking News

সুরাঃ বাকারাহ আরবি ও বাংলা অর্থ সহ (আয়াত ২৭৪ থেকে ২৮৬ পর্যন্ত)



اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ بِالَّیۡلِ وَ النَّہَارِ سِرًّا وَّ عَلَانِیَۃً فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۴﴾ؔ
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৪)    যারাতাদের সম্পদব্যয় করেরাতে দিনে, গোপনে প্রকাশ্যে অতএব, তাদের জন্যইরয়েছে তাদেররবের নিকটতাদের প্রতিদান আরতাদের কোনভয় নেইএবং তারাচিন্তিতও হবেনা

اَلَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ الرِّبٰوا لَا یَقُوۡمُوۡنَ اِلَّا کَمَا یَقُوۡمُ الَّذِیۡ یَتَخَبَّطُہُ الشَّیۡطٰنُ مِنَ الۡمَسِّ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡۤا اِنَّمَا الۡبَیۡعُ مِثۡلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَ حَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنۡ جَآءَہٗ مَوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّہٖ فَانۡتَہٰی فَلَہٗ مَا سَلَفَ ؕ وَ اَمۡرُہٗۤ اِلَی اللّٰہِ ؕ وَ مَنۡ عَادَ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۷۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৫)    যারাসুদ খায়, তারা তারন্যায় (কবরথেকে) উঠবে, যাকে শয়তানস্পর্শ করেপাগল বানিয়েদেয় এটা জন্যযে, তারাবলে, বেচা-কেনাসুদের মতই অথচআল্লাহ বেচা-কেনাহালাল করেছেনএবং সুদহারাম করেছেন অতএব, যার কাছেতার রবেরপক্ষ থেকেউপদেশ আসারপর সেবিরত হল, যা গতহয়েছে তাতার জন্যইইচ্ছাধীন আরতার ব্যাপারটিআল্লাহর হাওলায় আরযারা ফিরেগেল, তারাআগুনের অধিবাসী তারাসেখানে স্থায়ীহবে

یَمۡحَقُ اللّٰہُ الرِّبٰوا وَ یُرۡبِی الصَّدَقٰتِ ؕ وَ اللّٰہُ  لَا یُحِبُّ کُلَّ  کَفَّارٍ اَثِیۡمٍ ﴿۲۷۶
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৬)    আল্লাহসুদকে মিটিয়েদেন এবংসদাকাকে বাড়িয়েদেন আরআল্লাহ কোনঅতি কুফরকারীপাপীকে ভালবাসেননা

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اٰتَوُا الزَّکٰوۃَ لَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ  یَحۡزَنُوۡنَ ﴿۲۷۷
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৭)  নিশ্চয়যারা ঈমানআনে নেক আমলকরে এবংসালাত কায়েমকরে, আরযাকাত প্রদানকরে, তাদেরজন্য রয়েছেতাদের রবেরনিকট প্রতিদান আরতাদের কোনভয় নেইএবং তারাচিন্তিতও হবেনা

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَ ذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۷۸
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৮)  হেমুমিনগণ, তোমরাআল্লাহকে ভয়কর এবংসুদের যাঅবশিষ্ট আছে, তা পরিত্যাগকর, যদিতোমরা মুমিনহও

فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ ۚ وَ  اِنۡ تُبۡتُمۡ  فَلَکُمۡ رُءُوۡسُ اَمۡوَالِکُمۡ ۚ لَا تَظۡلِمُوۡنَ وَ لَا تُظۡلَمُوۡنَ ﴿۲۷۹
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৭৯)  কিন্তুযদি তোমরাতা নাকর তাহলেআল্লাহ তাঁর রাসূলেরপক্ষ থেকেযুদ্ধের ঘোষণানাও, আরযদি তোমরাতাওবা কর, তবে তোমাদেরমূলধন তোমাদেরইথাকবে তোমরাযুলম করবেনা এবংতোমাদের যুলমকরা হবেনা

وَ اِنۡ کَانَ ذُوۡ عُسۡرَۃٍ فَنَظِرَۃٌ اِلٰی مَیۡسَرَۃٍ ؕ وَ اَنۡ تَصَدَّقُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ  کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸۰
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮০)  আরযদি সেঅসচ্ছল হয়, তাহলে সচ্ছলতাআসা পর্যন্ততার অবকাশরয়েছে আরসদাকা করেদেয়া তোমাদেরজন্য উত্তম, যদি তোমরাজানতে

وَ اتَّقُوۡا یَوۡمًا تُرۡجَعُوۡنَ فِیۡہِ  اِلَی اللّٰہِ ٭۟ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَ ہُمۡ لَا  یُظۡلَمُوۡنَ ﴿۲۸۱﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮১)  আরতোমরা সেদিনের ভয়কর, যেদিন তোমাদেরকেআল্লাহর দিকেফিরিয়ে নেয়াহবে অতঃপরপ্রত্যেক ব্যক্তিকেসে যাউপার্জন করেছে, তা পুরোপুরিদেয়া হবে আরতাদের যুলমকরা হবেনা

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَدَایَنۡتُمۡ بِدَیۡنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاکۡتُبُوۡہُ ؕ وَ لۡیَکۡتُبۡ بَّیۡنَکُمۡ کَاتِبٌۢ بِالۡعَدۡلِ ۪ وَ لَا یَاۡبَ کَاتِبٌ اَنۡ یَّکۡتُبَ کَمَا عَلَّمَہُ اللّٰہُ فَلۡیَکۡتُبۡ ۚ وَ لۡیُمۡلِلِ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ وَ لۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ وَ لَا یَبۡخَسۡ مِنۡہُ شَیۡئًا ؕ فَاِنۡ کَانَ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ سَفِیۡہًا اَوۡ ضَعِیۡفًا اَوۡ لَا یَسۡتَطِیۡعُ اَنۡ یُّمِلَّ ہُوَ  فَلۡیُمۡلِلۡ وَلِیُّہٗ بِالۡعَدۡلِ ؕ وَ اسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّ امۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰىہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰىہُمَا الۡاُخۡرٰی ؕ وَ لَا یَاۡبَ الشُّہَدَآءُ اِذَا مَا دُعُوۡا ؕ وَ لَا تَسۡـَٔمُوۡۤا اَنۡ تَکۡتُبُوۡہُ صَغِیۡرًا اَوۡ کَبِیۡرًا اِلٰۤی اَجَلِہٖ ؕ ذٰلِکُمۡ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ وَ اَقۡوَمُ لِلشَّہَادَۃِ وَ اَدۡنٰۤی اَلَّا تَرۡتَابُوۡۤا اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً حَاضِرَۃً  تُدِیۡرُوۡنَہَا بَیۡنَکُمۡ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَلَّا تَکۡتُبُوۡہَا ؕ وَ اَشۡہِدُوۡۤا اِذَا تَبَایَعۡتُمۡ ۪ وَ لَا یُضَآرَّ کَاتِبٌ وَّ لَا شَہِیۡدٌ ۬ؕ وَ  اِنۡ تَفۡعَلُوۡا فَاِنَّہٗ فُسُوۡقٌۢ بِکُمۡ ؕ وَ اتَّقُوا اللّٰہَ ؕ وَ یُعَلِّمُکُمُ اللّٰہُ ؕ وَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ  عَلِیۡمٌ ﴿۲۸۲
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮২)   হেমুমিনগণ, যখনতোমরা নির্দিষ্টসময়ের জন্যপরস্পর ঋণেরলেন-দেনকরবে, তখনতা লিখেরাখবে আরতোমাদের মধ্যেএকজন লেখকযেন ইনসাফেরসাথে লিখেরাখে এবংকোন লেখকআল্লাহ তাকেযেরূপ শিক্ষাদিয়েছেন, তালিখতে অস্বীকারকরবে না সুতরাংসে যেনলিখে রাখেএবং যারউপর পাওনাসে (ঋণগ্রহীতা) যেনতা লিখিয়েরাখে আরসে যেনতার রবআল্লাহর তাকওয়াঅবলম্বন করেএবং পাওনাথেকে যেনসামান্যও কমনা দেয় অতঃপরযার উপরপাওনা রয়েছেসে (ঋণগ্রহীতা) যদিনির্বোধ বাদুর্বল হয়, অথবা সেলেখার বিষয়বস্ত্তবলতে নাপারে, তাহলেযেন তারঅভিভাবক ন্যায়েরসাথে লেখারবিষয়বস্ত্ত বলেদেয় আরতোমরা তোমাদেরপুরুষদের মধ্যহতে দুজনসাক্ষী রাখ অতঃপরযদি তারাউভয়ে পুরুষনা হয়, তাহলে একজনপুরুষ দুজননারী- যাদেরকেতোমরা সাক্ষীহিসেবে পছন্দকর যাতে তাদের(নারীদের) একজনভুল করলেঅপরজন স্মরণকরিয়ে দেয় সাক্ষীরাযেন অস্বীকারনা করে, যখন তাদেরকেডাকা হয় আরতা ছোটহোক কিংবাবড় তানির্ধারিত সময়পর্যন্ত লিপিবদ্ধকরতে তোমরাবিরক্ত হয়োনা এটি আল্লাহরনিকট অধিকইনসাফপূর্ণ এবংসাক্ষ্য দানেরজন্য যথাযথ আরতোমরা সন্দিহাননা হওয়ারঅধিক নিকটবর্তী তবেযদি নগদব্যবসা হয়যা তোমরাহাতে হাতেলেনদেন কর, তাহলে তানা লিখলেতোমাদের কোনদোষ নেই আরতোমরা সাক্ষীরাখ, যখনতোমরা বেচা-কেনাকরবে এবংকোন লেখক সাক্ষীকেক্ষতিগ্রস্ত করাহবে না আরযদি তোমরাকর, তাহলেনিশ্চয় তাহবে তোমাদেরসাথে অনাচার আরতোমরা আল্লাহরতাকওয়া অবলম্বনকর এবংআল্লাহ তোমাদেরকেশিক্ষা দেবেন আরআল্লাহ সববিষয়ে সম্যকজ্ঞানী

وَ اِنۡ کُنۡتُمۡ عَلٰی سَفَرٍ وَّ لَمۡ تَجِدُوۡا کَاتِبًا فَرِہٰنٌ مَّقۡبُوۡضَۃٌ ؕ فَاِنۡ اَمِنَ بَعۡضُکُمۡ بَعۡضًا فَلۡیُؤَدِّ الَّذِی اؤۡتُمِنَ اَمَانَتَہٗ وَ لۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ ؕ وَ لَا تَکۡتُمُوا الشَّہَادَۃَ ؕ وَ مَنۡ یَّکۡتُمۡہَا فَاِنَّہٗۤ اٰثِمٌ قَلۡبُہٗ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۸۳﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮৩)   আরযদি তোমরাসফরে থাকএবং কোনলেখক নাপাও, তাহলেহস্তান্তরিত বন্ধকরাখবে আরযদি তোমরাএকে অপরকেবিশ্বস্ত মনেকর, তবেযাকে বিশ্বস্তমনে করাহয়, সেযেন স্বীয়আমানত আদায়করে এবংনিজ রবআল্লাহর তাকওয়াঅবলম্বন করে আরতোমরা সাক্ষ্যগোপন করোনা এবংযে কেউতা গোপনকরে, অবশ্যইতার অন্তরপাপী আরতোমরা যাআমল কর, আল্লাহ সেব্যাপারে সবিশেষঅবহিত

لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ وَ اِنۡ تُبۡدُوۡا مَا فِیۡۤ  اَنۡفُسِکُمۡ اَوۡ تُخۡفُوۡہُ یُحَاسِبۡکُمۡ بِہِ  اللّٰہُ ؕ فَیَغۡفِرُ   لِمَنۡ یَّشَآءُ  وَ یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ  قَدِیۡرٌ ﴿۲۸۴
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮৪)   আল্লাহরজন্যই যারয়েছে আসমানসমূহেএবং যারয়েছে যমীনে আরতোমরা যদিপ্রকাশ করযা তোমাদেরঅন্তরে রয়েছেঅথবা গোপনকর, আল্লাহসে বিষয়েতোমাদের হিসাবনেবেন অতঃপরতিনি যাকেচান ক্ষমাকরবেন, আরযাকে চানআযাব দেবেন আরআল্লাহ সবকিছুরউপর ক্ষমতাবান

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ  اُنۡزِلَ اِلَیۡہِ مِنۡ رَّبِّہٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَنَ بِاللّٰہِ وَ مَلٰٓئِکَتِہٖ وَ کُتُبِہٖ وَ رُسُلِہٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ  اَحَدٍ مِّنۡ رُّسُلِہٖ ۟ وَ قَالُوۡا سَمِعۡنَا وَ اَطَعۡنَا ٭۫ غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۲۸۵
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮৫)   রাসূলতার নিকটতার রবেরপক্ষ থেকেনাযিলকৃত বিষয়েরপ্রতি ঈমানএনেছে, আরমুমিনগণও প্রত্যেকেঈমান এনেছেআল্লাহর উপর, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ তাঁর রাসূলগণেরউপর, আমরাতাঁর রাসূলগণেরকারও মধ্যেতারতম্য করিনা আর তারাবলে, আমরাশুনলাম এবংমানলাম হেআমাদের রব! আমরা আপনারইক্ষমা প্রার্থনাকরি, আরআপনার দিকেইপ্রত্যাবর্তনস্থল

لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ؕ لَہَا مَا کَسَبَتۡ وَ عَلَیۡہَا مَا اکۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ  اِنۡ نَّسِیۡنَاۤ  اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا  تَحۡمِلۡ عَلَیۡنَاۤ  اِصۡرًا کَمَا حَمَلۡتَہٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا  تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِہٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا ٝ وَ ارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰىنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۲۸۶﴾٪
নম্বর সুরা: বাকারাহ, আয়াত: (২৮৬)   আল্লাহকোন ব্যক্তিকেতার সামর্থ্যেরবাইরে দায়িত্বদেন না সেযা অর্জনকরে তাতার জন্যইএবং সেযা কামাইকরে তাতার উপরইবর্তাবে হেআমাদের রব! আমরা যদিভুলে যাই, অথবা ভুলকরি তাহলেআপনি আমাদেরকেপাকড়াও করবেননা হে আমাদেররব, আমাদেরউপর বোঝাচাপিয়ে দেবেননা, যেমনআমাদের পূর্ববর্তীদেরউপর চাপিয়েদিয়েছেন হেআমাদের রব, আপনি আমাদেরকেএমন কিছুবহন করাবেননা, যারসামর্থ্য আমাদেরনেই আরআপনি আমাদেরকেমার্জনা করুনএবং আমাদেরকেক্ষমা করুন, আর আমাদেরউপর দয়াকরুন আপনিআমাদের অভিভাবক অতএবআপনি কাফিরসম্প্রদায়ের বিরুদ্ধেআমাদেরকে সাহায্যকরুন

No comments

info.kroyhouse24@gmail.com