Breaking News

বাবা মনে পড়ে ? সেই ভয়ানক রাত

বাবা মনে পড়ে ? সেই ভয়ানক রাত।
তুমি,আমি,মা জেগে জেগে হলো প্রভাত।।

কি আনন্দ ! মায়ের চেঁচানি,তোমার স্তব্দতা ।
আর মুষল ধারে বৃষ্টিতে টিনের চালার নীরবতা।।

মনে আছে ? তোমার সঙ্গে জেগে থাকতাম।
মায়ের বকুনি খেয়ে আবার ঘুমিয়ে যেতাম।।

রাতেও তুমি নিতে না কোনো অবসর দিন।
নিজের কাজ নিজে করে কাটিয়েছিলে প্রতিদিন।।

মনে আছে ? বাজার যাওয়ার দেরির কারণগুলো।
চাপা কন্ঠে বলতে ছিলে বানানো গল্পগুলো।।

আমার মনে আছে ! মায়ের সেই রাগান্বিত মুখ।
রান্না বন্ধ,বুঝিয়ে বুঝিয়ে হয়েছিলে বিমুখ।।

ঈশ্বরে বলি,সেই স্মৃতি ফিরিয়ে দিওনা তাদের।
হাঁসি ফুটিয়ে সুখী করো,কষ্টে রেখেছিলে যাদের।।

মায়ের তো রাগ ছিলই,বাবার ও নয়কি কম।
উভয়ে উভয়েরই মানিয়ে নিত, দেখেছি তাঁদের দম।।

কবিতা – প্রেম

আমি জানিনা তোমার বংশ পরিচয়,

জানিনা কি তোমার ধর্ম।

আমি জানিনা তোমার জন্ম কোনো এক বিত্তশালী লোকের ঘরে কি না।

কিংবা কি তোমার নাম।আমি জানতে চাইনি তুমি কোথায় থাকো কিংবা তোমার কোনো বিশাল অট্টালিকা রয়েছে কি না।

জানিনা তোমার বাবা কোনো বড় ব্যবসা করেন কিনা। কিংবা তোমার মা কোনো বড় কলেজের অধ্যক্ষ কি না।

আমি জানিনা তুমি কতদূর বইপত্র সঙ্গী করতে পেরেছ ।

কিংবা কোনোদিন জানতেও চাইনি তুমি সরকারি চাকুরি করো কি না।

কোনোদিন জানতে চাইনি তোমার ভবিষ্যত জীবনের প্ল্যান কি কিংবা ঠিক কতটা ব্যাংক ব্যালেন্স তোমার।

আমি শুধু তোমাকে জানতে চেয়েছিলাম। জানতে চেয়েছিলাম তোমার মনুষ্যেত্বর পরিচয়টা।

ঠিক কিভাবে তুমি একজন মানুষকে বিচার কর,

ঠিক কতটা বিশ্বাসযোগ্য হতে পারো তুমি কিংবা ঠিক কতটা গভীরতায় মানুষকে ছুঁয়ে যেতে পারো শুধুমাত্র তোমার বিবেক আর মানসিকতাকে সহায় করে।

একটা মানুষকে ভালোবাসলে তার কতটা দায়িত্ব তুমি নিতে পারবে কিংবা ঠিক কতটা কর্তব্যবোধ রয়েছে তোমার। ভালোবাসার মানুষটাকে কতটা আগলে রাখতে পারবে।

পুরো পৃথিবীর বিপরীতে থেকেও তার হাতটা শক্ত করে ধরে রাখার মতো সাহস তোমার আছে কি না।

ভালোবেসে আদরের পর তার প্রতি আগের মতো টানটা আর বজায় থাকবে কি না কিংবা প্রতি মুহূর্তে তার প্রেমে পড়বে কিনা।

তার প্রতিটি অসুখে জড়িয়ে ধরবে কিনা।

জীবনের শেষদিন পর্যন্ত তাকে ভালোবেসে যাবে কিনা।না আর কিছু জানার নেই।

ব্যস এইটুকুই।

বলো পারবে এমন প্রেমিক হতে।তবে যে আমি হাজার জীবন তোমার প্রেমিকা হয়ে বাঁচবো শরীরে-অশরীরে। বলো পারবে

❤❤লেখা – অনুপমা পাল

No comments

info.kroyhouse24@gmail.com