গল্পঃ হারিয়ে ফেলা তুমি
তুমি এসেছিলে সেদিন,,
যেদিন কলেজ ক্যাম্পাসে তুমি ছিলে নতুন।
তোমার আর আমার পরিচয় যদিও ফেসবুকে তবুও তোমার দুই একটা ছবি দেখে তোমাকে চিনেছিলাম আমি।
তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো সেই নীল সাগর তাই না?
থমকে গিয়েছিলে তুমি,
কি করে তোমাকে আমি চিনি!
আবেগে আপ্লুত হয়ে বলেছিলে তুমি কি নীল প্রজাপতি?
প্রতিউওরে বলেছিলাম সময় হলে চিনবে কে আমি,
তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলে আমার দিকে!
আচ্ছা সেদিন অবাক হয়ে কি দেখছিলে তুমি???
সে কথা কিন্তু আজও জানি না আমি!
তারপর শুরু হল তোমার আমার প্রতিদিনের পথচলা,
আপনি থেকে তুমিতে পরিণত হওয়া।
একসাথে ফুসকা আর আইসক্রিম খাওয়া,
কেটেছিলো সেইসব দিন হাসি মজা আর খুনসুটিতে ভরা।
মনে আছে তোমার??
তুমি বলেছিলে কাউকে ভীষণ ভালোবাসো।
আমি জিজ্ঞেস করলে বলেছিলে আমাকে,
আমি বিশ্বাস করিনি তুমি বার বার প্রমাণ করেছো।
প্রেমে যে আমি পড়ি নি তা কিন্তু না,
কতোটা আপন ভেবেছিলাম হয়তো সবটা তোমার ছিল অজানা।
মাঝখানে কিছু সময় হল ছাড়াছাড়ি,
ভূল বুঝে আমাকে জমালে ভিন দেশে পাড়ি।
আজকে তোমার আর আমার মাঝে কতো ব্যবধান,
তুমি আজকে চাকরিজীবী আর আমি অন্য কারোর ঘরের ঘরণী।
মনে কি পড়ে না আমাকে,
স্পর্শ কি করে না কখনও সেই ফেলে আসা স্মৃতির টান?
No comments
info.kroyhouse24@gmail.com