Breaking News

হুসাইন মোহাম্মদ এরশাদ এর কিছু ভালোকাজ

হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান।

হুসাইন মোহাম্মদ এরশাদ ছাত্ররাজনীতি বন্ধো করতে চেয়েছিলেন পড়াশুনার ক্ষতি হবে সেজন্যই।

হুসাইন মোহাম্মদ এরশাদ কর্মঘন্টা 9টা থেকে 5টা বাস্তবায়ন করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ বৃহস্পতিবার হাফ ডিউটির দাবি বাস্তবায়ন করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের আধুনিক রেলপথের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন।

হুসাইন মোহাম্মদ এরশাদ এদেশের নয় বছরের সাবেক সফল প্রেসিডেন্ট।

উনার নয় বছরের শাসনামল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল।

উনার শাসনামলের ব্রীজ, রাস্তা, ভবন কিংবা কালভার্ট এখনও কালের সাক্ষী হয়ে আছে, এতটাই মজবুত করে তৈরি করেছিলেন।

উনার শাসনামলে দ্রব্যমূল্য মানুষের নাগালের ভিতরে ছিল।

উনার শাসনামলে ঘুষ কিংবা দুর্নীতি ছাড়া চাকরি হত।

উনার শাসনামলে দূর্নীতি, ধর্ষণ, খুন, রাহজানি, প্রকাশ্যে কোপাকুপি, এগুলো দুরহ ছিল।

উনার আমলেই মানুষ শান্তিতে নিরাপদ জীবন যাপন করেছিল।

উনিই বলেছিলেন, ‘ ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে ‘।

হুসাইন মোহাম্মদ এরশাদ হলেন পল্লিবন্ধু আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।

জীবনের শেষ প্রান্তে এসে উনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সিএমএইচ হসপিটালের আইসিইউতে থেকে আজ চলে গেলেন। এই দেশের জন্য উনার অবদানগুলো থেকে যাবে ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে।

আপনি হয়তো উনার দল করেননা, উনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেননা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনার অবদান গুলোকে অস্বীকার করতে পারবেননা। আসুন সবাই মিলে তার জন্য দোয়া করি।

ভাল থাকুন প্রিয় পল্লিবন্ধু। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতে নসিব করুন।

No comments

info.kroyhouse24@gmail.com