আমাদের রুপসী বাংলা
এই ফটোটি দেখলে আপনার কী মনে হয়? সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ যেদেশের রুপের নাইযে শেষ। আরো মনে পরে ধন্য মাগো জন্মেছি তোমার এই দেশে ধন্য মাগো জন্মেছি তোমাকেই ভালোবেসে।
প্রাকৃতিক সন্দর্যের দেশ বাংলাদেশ আমাদের দেশে খাল বিল নদী নালা পাহার পর্বত আর সবুজের সমোরহ যা প্রানীকুলকে করে ছে বিমোহিত আর বাড়িয়ে দিয়েছে সন্দর্য । বাংলাদেশের ৬৪ টি জেলার সন্দর্য যদি আপনি দেখে নিতে পারেন তবে আপনার মনে একপ্রকার পরিপূর্নতা অনুভব হবে।
No comments
info.kroyhouse24@gmail.com