মশারি ছিরে গেলে ডেঙ্গুর হাত হতে বাচার ফানি উপায়
আপনার মশারি কী ছিড়ে গেছে?
সেলাই করার সুযোগ পাচ্ছেন না?
নতুন মশারি কিনতে ও পারছেন না?
মশার জ্বালায় জীবন অতিষ্ট?
??তাহলে এক কাজ করুন আগের ছেঁড়া জায়গার পাশে নতুন করে আরেকটা ছিদ্র করুন । তারপর একটা বড় কাগজ দিয়ে রোল করে পাইপের মতো বানিয়ে,দুই মুখ মশারির বাহির দিকে রেখে এক ছিদ্র দিয়ে ডুকিয়ে অপর ছিদ্র দিয়ে বের করে দিন। এক মুখ দিয়ে মশা ডুকে আরেক মুখ দিয়ে বের হয়ে যাবে। এতে করে মশা কনফিউজড হয়ে যাবে। এটা ভেবে যে…..আমি মশারিতে ডুকার সাথে সাথে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছি কী করে?
??এতে আপনার মশার কামড় থেকে বাঁচাও হলো,মশার সাথে একটু মজা নেওয়া ও হলো
জনস্বার্থে_কাশেমটিভি _রিপোর্টার
No comments
info.kroyhouse24@gmail.com