Breaking News

গল্পঃ দ্বায়িত্ব শিল ছেলে

ছেলেদের কখনো দায়িত্ববোধ শেখাতে হয় নাহ! হুম একটা ছেলে যতই কেয়ারলেস থাকুক না কেনো?🙂
.
- রাস্তা পাড় হওয়ার সময় তোমাকে তার বামপাশে দিতে ভুলবে নাহ 💝
.
- তোমার গায়ে রোদ পরবে বলে ওর মাথা টা রিক্সায় ঠেক খেলেও কখনো হুড তুলতে ভুলবে না 😍
.
- তোমাকে রিক্সায় তুলে দিয়ে হয়ত ঠিক মতন বাই বলবে নাহ কিন্তু মামা সাবধানে নিয়ে যায়েন ঠিকি বলবে🙄
.
- অহ হ্যা রিক্সা ভাড়া আছে তো! জিজ্ঞেস করতে ভুলে নাহ.. উলটো থাকলেও দিয়ে দিবে 🤫
.
- তুমি কেমন সেজেছো হয়ত এত একটা প্রশংসা করে নাহ কিন্তু চোখের নিচে কালি পড়েছে তোমার এইটা বলতে দ্বিধা করবে নাহ.. আর রাত জাগতে দিবো নাহ বলে কড়া শাসন করবে 😍
.
‎- তুমি কোথাও খেতে যাওয়ার আবদার করো পকেটে টাকা না থাকলেও জোগাড় করে এসে হাজির হয়ে বলবে চলো 😋
.
- তোমার কাছ থেকে চলে আসার পর বাসায় যাওয়ার ভাড়া না থাকলেও তোমাকে বুঝতে দিবে না যদি টেনশন করো! বাসে ঝুলে ঝুলে হেটে বাসায় পৌছাবে। তুমি ফোন দিয়ে যদি জিজ্ঞেস করো এত্ত দেরি হলো কেন ফিরতে উত্তর টা সুন্দর হবে এক কথার.. রাস্তায় জ্যাম ছিলো.!😌
.
‎- তোমার ধারণা ও মন দিয়ে তোমার কথা শুনে নাহ, অনেক ক্ষণ পক পক করার পর সুন্দর রিপ্লে দিবে হুম.. কিন্তু তোমার কোনটা কাদো ভয়েস আর কোনটা ঠাণ্ডা লেগে নাক বসেছে সেটা তো ঠিকি বুঝে ফেলে😓
.
‎- তুমি বিপদে পরো, দেখবে পাঠাও উবার যাই সামনে পাবে ওনি উড়ে উড়ে এসে হাজির যদিও এই মানুষটির এনিভারসেরি মনে থাকে নাহ 😇

কেয়ারলেস ছেলেটিই কোনো না কোনো ভাবে তোমার প্রয়োজনের প্রয়োজন
আর হ্যা তুমি কিন্তু তার জীবনে তৃতীয় নারী। এর আগে মা আর বোনের দায়িত্ব নিয়ে শিখেছে.. এই সুপ্ত শিক্ষা কোনো ছেলেকে শিখাতে হয় নাহ.!
আর এখন তুমিই তার প্রথম দায়িত্ব 🌸💜

No comments

info.kroyhouse24@gmail.com