Breaking News

কিছু বাস্তব কাহিনী


বোন নেই,সেই পরিবারের সুখ,আনন্দ,উৎসবটাই
যেন কম থাকে।
.
অনেকেরি হয়ত কোন বোন নেই,অনেকে
হয়ত বোনের জন্য ছটফট করে,কিন্তু বাস্তবতা
যে বড়ই কঠিন।
.
পৃথিবীতে যদি কোন মধুর সম্পর্ক থাকে,কোন
পবিত্র ভালবাসা থাকে তাহলে সেটা হল:-ভাই
বোনের ভালবাসা।
ভাই বোনের ভালবাসার মত এত খুনসুটি ভালবাসা
পৃথিবীর আর কোথাও নেই।
.
বোনহীন ভাইদের মতো আমার কোন বোন নেই,মাঝে
মাঝে অনেক মন খারাপ হয় কেন যে আল্লাহ আমাকে
একটা বোন দিল না।
.
যখন বাসার পাশে,আমার বন্ধু তার
বোনের সাথে ঝগড়া করে তখন আনমনে ভাবি ,ইশ আমার যদি একটা
বোন থাকত তাহলে হয়ত এইভাবে ঝগড়া করতাম।
.
অনেক সময় দেখি আমার বন্ধুটি তার বোনকে
পড়তে বসতে বলতেছে,না বসলে তার
মাকে ডাকতেছে। অনেক খুনসুটি ভালবাসা তাদের।
শুধু এইসব কেন,সব ক্ষেত্রেই ভাই বোনের
ভালবাসাটা উর্ধে ।
.
মাঝে মাঝে নিজের মনটা নিজেকেই অনেক
ভাবায়,যে নিজের একটা বোন থাকলে অনেক দুষ্টুমি করতো
অনেক ঝগড়া করতো।কিন্তু তা যে আর হলো
না।
.
এইত কিছুদিন আগে এক বন্ধুকে জিজ্ঞাস
করলাম,,,কিরে তর বোন কেমন আছে?সে বলল
ওর কথা আর বলিস না,ঝগড়াটে একটা,সারাক্ষণ আমার
সাথে ঝগড়া করে আমার মাথা নষ্ট করে দেয়।
আমি তখন তাকে বলি যে,তরতো একটা বোন আছে
তাই এমন বলিস,আমারত বোন নাই তাই আমি বুঝি
বোনের দরদটা,যখন তর বোনের বিয়ে হয়ে
যাবে তখন কার সাথে ঝগড়া করবি হারামী???তখন
কাকে আদর করবি? সে
বলল ঠিকিরে দোস্ত বোনটাকে কে ছেড়ে কিভাবে থাকবো?
.
এমন অনেক ভাই বোন আছে যারা সারাক্ষণ ঝগড়া
করে,সতীনেরত মত করে।একবার ও ভাবে না
যে তার বোন যখন তাকে রেখে শশুর বাড়ি চলে
যাবে তখন কার সাথে ঝগড়া করবে।
.
ভাইবোনের এমন ভালবাসা দেখে,ফেসবুকে
অনেক স্ট্যাটাস পড়ি তখন মনটা বড্ড খারাপ হয়ে
যায়,ইশ আমার ও যদি একটা বোন থাকত।

পৃথিবীতে যে পরিবারে ছোট কিংবা বড় কোন
পৃথিবীর প্রত্যেকটি ভাইবোনের ভালবাসা
সারাজীবন অটুট থাক।
এই যে সবকিছু দেওয়ার মালিক বলছি কি,, সবকিছুইতো দিয়েছো একটা বোন দিলে তোমার কি হতো শুনি

No comments

info.kroyhouse24@gmail.com