স্বার্থপর ভালোবাসা
আপনি কাউকে খুব ভালোবাসেন।
কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে
যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না, কিন্তু যখন আবার আপনি যোগাযোগ
করবেন তখন সে এমন একটা ভাব করবে যেনো
সে আপনাকে অনেক মিস করেছে! তখন আপনি ভাববেন যে সে হয়তো
আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না!
আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও
আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও
বলবে না! এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই
পারবেন না যে সে আসলে কি চায়!
একতরফা আর দুইতরফা ছাড়াও একপ্রকার মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়..
যেখানে আপনি ভালোবাসেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে
এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে!
যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে,
যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে,
তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে
ভুল ভাবতে থাকবেন! ভাববেন যে আপনি নিজেই ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল!
সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সবসময়! এমন একটা
ঘোর যেখানে আপনি প্রতি মূহুর্তে ভাবতে থাকবেন যে,
সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না ?
আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন!
আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন!
তবুও দুরে যেতে পারেন না! সেই মিথ্যা মায়া কাটিয়ে উঠতে পারেন না!
এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই!
এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই!
এটাকে কোন সংজ্ঞায় ফেলা যায় না! না অবহেলার সংজ্ঞায় ফেলা যায়,
না অগ্রাহ্যর সংজ্ঞায় !
এটা এমন একটা ফাঁদ,
যেখান থেকে সহজে বের হয়েও আসতে পারবেন না,
এটা এমন একটা ফাঁদ,
যেখান থেকে সহজে বের হয়েও আসতে পারবেন না,
আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না.......।
ব্যাপারটা হচ্ছে এমন, সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে। বাট পাচ্ছেনা।
তাই আপনাকে অপশনে রাখছে। কাউকে পেলে আপনাকে সোজাসোজি বলে দিবে।
আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না।
সে চাচ্ছে ব্রেকাপটা আপনি করেন। দোষটা আপনার ঘাড়েই চাপুক।
সাপও মরল আর লাঠিও ভাঙ্গলোনা।
ভালোবাসা নিয়ে কনফিউসড্ হবেন না কখনো।
ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায়।
সে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন।
যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে পারেন। জীবন তো একটাই।
No comments
info.kroyhouse24@gmail.com