Breaking News

সত্য লিখতে ভয় তো নয়-ই, লজ্জাটুকুও নেই আমার

আমার ভাবনায় যা কিছু আসে তা লিখে ফেলি। কবিতা, ছড়াকাব্য, প্রবন্ধ লিখতে পছন্দ করি। মনে ও চোখে ভেসে ওঠা নীতিকথাগুলো লিখতে ভুল করি না।

লেখালেখি করাটা আমার খুবই পছন্দনীয়, একরকম নেশায় পরিণত হয়েছে। আবার পছন্দ বললেও কিছুটা ভুল হবে, অনেকটা লেখার প্রয়োজনেই লিখি।ঘরে-বাইরে, হাঁটতে চলতে, শুয়ে-বসে যখনই কিছু ভাবনায় আসে তা সাথে সাথে লিখে ফেলি। তবে যা কিছু লিখেছি, আর লিখবো, তা আমার নিজস্ব মতবাদ।

লেখায় সবসময় অধর্ম, অসত্য ও অসুন্দরকে একেবারেই পরিহার করি। তবে সত্য লিখতে ভয় তো নয়-ই, লজ্জাটুকুও নেই আমার।

No comments

info.kroyhouse24@gmail.com