দুষ্টু হাসির মিষ্টি মেয়ে
ওই মেয়েটা হাসে বড্ড বেশি দুষ্টু হাসা,
কথায় পটু; দেখলে জাগে ভালোবাসা।
বোরকা ঢাকা হাসি মাখা বেশ,
যায় না দেখা কেমন তারই কেশ।
কতো হাসে, আরো হাসে, শুধুই সে হাসে,
হাসতে বুঝি মেয়েটা বড়ই ভালোবাসে!
যতো দেখি তারে হাসি তার মুখে,
তারই হাসি দেখে ভাসলো মন সুখে।
লেখা-পড়া ভালো করে, জ্ঞান বুদ্ধি ঢের,
দেখলে পরে পাওয়া যায় টের।
হাসি দিয়ে গড়ছে সুখের পাহাড়,
ঐ পাহাড়ের পদচারী দেখবে হাসির বাহার।
আড্ডা দিতে ভালোবাসে, বসায় আড্ডার আসর,
জানি না সে কেমনে কাটায় হাসি দিয়ে বাসর।
কে যে তার আপন বেশি, আমি তো আর নই,
দুষ্টু হাসা দেখলে ভাবি- সেই তো আমার সই।
দুষ্টু কথা কইতে জানে, কইলো আমায় সে,
আমি নাকি “হুজুর শালা”, কি যে দুষ্টু মেয়ে!
ওর কথাতে লাগলো ভালো, মন জুড়ালো মোর,
দুষ্টু কথায় মিষ্টি পেলো তেতো মনের ঘোর।
জানি নে সে কোথায় থাকে, কি-ই বা তার নাম,
দুষ্টু কথা ভুলবো নাকো; দিলুম ছড়ার খাম।
হাসি নিয়ে, আড্ডা দিয়ে কাটুক তারই দিন,
রইলো শুধু ওই দুষ্টু কথার ঋণ।
No comments
info.kroyhouse24@gmail.com