Breaking News

গল্পঃ ভুল লেখকঃ নীল মির্জা

গত সাতদিন ধরে নিশা মানে আমার স্ত্রী বাসায় নেই।এই সাতদিনে ও বাবার বাড়ি দিব্যি ঘুরে বেড়ালে ও আমাকে ঠিকই হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে বৌ ছাড়া পুরুষ কত্ত অসহায়। এই কয়েকদিন রান্না করে টুকটাক খেয়েছি। কিন্তু আজ আর গলা দিয়ে কিছু নামছে না, তাই অনেকটা বাধ্য হয়েই রেস্টুরেন্ট এ খেতে গেলাম। আমার পাশেই একজন ভদ্রলোক বেশ আয়েশি ভঙ্গিতে খাচ্ছে। সত্যি বলতে নিজের হাতের থার্ডক্লাস খাবার খেয়ে লোকটির কাচ্চি খাওয়া দেখে আমার জিবটা পানিতে ভরে গেলো। ওয়েটার আসতেই কাচ্চি আর বোরহানির ওর্ডার দিয়ে নিশাকে বাদ দিয়ে কাচ্চির কথা ভাবতে লাগলাম। হঠাৎ এক হোটেল বয় এর হাতে ধাক্কা লেগে পানি পড়ে গেল আমার পাশের ভদ্রলোকটির গায়ে।
-স্যার ভুল হয়ে গ্যাছে, মাফ করে দেন,ছেলেটির আকুতি। লোকটি ওর কথার ভ্রুক্ষেপ না করে সাথে সাথে ছোটলোকের বাচ্চা বলে ওই এটো হাতেই ছেলেটির গায়ে হাত তুলল। সাথে সাথে ম্যানেজার কে ডেকে ও বকাঝকা।
-কেমন কর্মচারী আপনাদের? আমার জামা নষ্ট হল এর কি হবে? এই সব ছোট লোকের বাচ্চাকে কেন রাখেন??
ম্যানেজারের ঝাড়ি খেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে চুপচাপ চলে গেল।আমরা সবাই নীরব দর্শক এর মত চুপচাপ দেখলাম।
ইতোমধ্যে কাচ্চি চলে এসেছে।আমি খেতে খেতে নিশা- র কথাই ভাবছিলাম।হঠাৎ ভাবনায় ছেদ পড়ল।ঠাশ করে আমার গালে কি যেন লাগল। ২/৩ মিনিট পড়ে বুঝতে পারলাম সেই ভদ্রলোকটি কাটা চামচ দিয়ে কাচ্চি ছিড়তে গিয়ে একটা হাড় আমার মুখে ছুড়ে ফেলেছে!!
Sorry brother, sorry!
Please forgive me... হঠাৎ ফসকে গেছে।
.
হাসি পাচ্ছিল ভীষণ, তাই হেসে হেসেই বললাম ওই বাচ্চা ছেলেটিও তো আপনাকে সরি বলছিল ভাই, মাফ ও চাচ্ছিল।কই তাকে তো মাফ করেন নি?
লোকটি নিশ্চুপ!
আমি বললাম ভাই,দেখুন আমি কিছু মনে করিনি। শুধু বুঝাতে চেয়েছি এই ছোট খাটো ভুল আমরা সবাই করি। ওই পানি কিংবা এই মাংসের এর হাড় আমার হাত থেকে ও পরতে পারত, তাইনা?
তাহলে একটা ছোট্ট ভুলে কেন এত দোষারোপ করি আমরা?? একজন মানুষ হিসেবে আর একজন মানুষকে এই ছোট ভুলের জন্য ক্ষমা তো করাই যায়, তাই নয় কি??
লোকটি মুখ কালো করে ফেললো। আমি এক ঢোক বোরহানি খেয়ে পুনরায় কাচ্চিতে মন দিলাম!!


আরো নতুন নতুন গল্প পড়তে এখানে ক্লিক করুন

No comments

info.kroyhouse24@gmail.com