না পাওয়ার অনুভুতি । লেখক মোস্তফা কামাল
প্রিয়া আমাকে ভুলে বিয়ে করে নিয়েছে ২০১৯ সালের জানুয়ারি মাসের ১০তারিখে। আমি নাকি পূরুষ মানুষ না আমার বন্ধু-বান্ধব ও আত্তিয়-স্বজন সবাই বলে যারা মেয়ে মানুষের জন্য কান্না করে তারা নাকি পূরুষ মানুষ না। আমি যানি সবাই আমাকে সান্তনা দেওয়ার জন্য এই কথা গুলো বলে। কিন্তু আমি তো কোন মেয়ে মানুষের জন্য কান্না করি না আমি আমার হৃদয়ের টুকরার জন্য কান্না করি আমি আমার হার্ট-বিটের জন্য কান্না করি যে ছাড়া আমার হার্টবিট স্টপ হয়ে যায় প্রায়, যাকে নিয়ে কোন খারাপ কথা শুনলেই মনে হয় পৃথিবী তোলপাল করে ফেলি। আর সেই প্রিয়া আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে আমার ভাবতেই অবাক লাগে প্রথম প্রথম ভাবতাম যে প্রিয়ার বিয়ে হতে পারে না প্রিয়া তো শুধু আমার। সবাই ভুল বলছে আর এটা হতে পারে না পৃথিবী উল্টে গেলেও এটা হতে পারে না। কিন্তু তাই হল।
মেনে নিতে আমার খুব কষ্ঠ হচ্ছে আমি গত এক মাস যে কিভাবে কাটিয়েছি তা বলতে পারবো না শুধু এতটুকই বলতে পারবো যে অফিস থেকে শো-কোচ খেয়েছি। বাধ্য হয়ে অফিস থেকে ১০ দিনের ছুটি নিয়েছি। আমি জানিয়া ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার অনুভুতি ক্যামন। আমি যানি না বিরহের অনুভুতি ক্যামন, শুধু জানি প্রিয়জনের কথা মনে হলে বুকের ভিতরটাতে ক্যামন যেন চিন চিন করে মনে হয়ে এই বুঝি হাট-বিট টা বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় এই বুঝি কলিজার মাঝে আর একটা ছিদ্র হয়ে যাচ্ছে। হৃদয় টা যদি কাওকে খুলে দেখানো যেত বিশেষ করে আমার প্রিয়াকে তাহলে সে আমাকে ছেড়ে যেতে পারত না। আমার বুকের ভিতর যত ক্ষত আছে তা দেখলে মনে হয় কোন অপারেশনের যাক্টারও ভয় পেয়ে যেত। বাহিরটা তো সবাই দ্যাখে কিন্তু ভিতরের ক্ষত যন্ত্রনা কেও দেখতে চায় না কেও বুঝতে চায় না।
No comments
info.kroyhouse24@gmail.com