গল্পঃ তুমি না পাওয়াই রয়ে গেলা
পাগলিটার সাথে আজ অনেক দিন হলো কথা হয় না,
আজ প্রায় দুই বছর হবে…!!
বড্ড পাগলামি করতো ও যা বলতো তাই হতো,
কিন্তু আজ কেউ পাগলামি করে না,
আজ কেউ পাগলামি করে বলে না তুমি কিন্তু আজ নীল পানজাবী পড়ে জুম’আর নামাজে যাবা,
কেউ বলেনা তুমি না খেলে আমিও খাবো না,
কেউ বলে না এই আবির দেখো আকাশে চাঁদ উঠেছে তুমি আর আমি কত দূরে হলে কি হবে…?
দুজনে তো এক সাথেই চাঁদ দেখছি মজা না..?
কেউ রাত একটা বা দুই টায় ফোন করে বলে না এই তুমি কি ঘুমিয়েছো তোমার সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করছে…
কেউ পাগলামি করে ফোন দিয়ে বলে না আজ ফজরের নামাজ এ না গেলে তোমার সাথে দুই দিন কথা বলবো না…..!!
মেয়েটা বড্ড ভালোবাসতো
আমিও বুঝতাম….
একটু বকা দিলেই ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো, আর বলতো আমাকে কাঁদালে তো তোমার ভালো লাগে আরো কাঁদাও..
আমি ফোনের ওপাশ থেকে মিটিমিটি হাসতাম…
আমি কি করবো একটু বকা দিলেই কেদে বিনাশ করতো,
একদিন কি হয়েছে জানেন..?
আমি বলছিলাম খাবা না…?
বলছিলো সন্ধ্যায় খাইছি আজ আর রাতে খাবো না…
আমি বলছিলাম না খেলে ফোন বন্ধ করে রাখবো…
ও বলছে কথা না বলে থাকতো পারলে রাখো,
আমিও কি জানি কি মনে করে ফোন বন্ধ করে রাতে ঘুমিয়ে পড়ি….!!
সকালে ফোন অন করতেই দেখি মেসেজ আর মেসেজ আর সাথেই সাথেই কল,
আর কি কান্না আমি তো কান্না থামাতেই পারছিনা,
বলতেছে সবসময় শয়তানি মজা লাগে না..?
তুমি যে ফোন অফ করে ঘুমাইলা আমি যে সারারাত ঘুমাইলাম না,
আমি আর কিছু বলার মতো ভাষা পাচ্ছিলাম না….
সেদিন বুঝতে পারছিলাম পাগলিটা সত্যিই ভালোবাসে
ওর ভালোবাসায় আমি কখোনো শূন্যতা খুজে পাইনি…
সবসময়ই একটা কথাই বলতো আবির আমায় ছেড়ে যাবা না তো…?
এভাবে ভালোই চলছিলো কিন্তু কথায় আছে না সুখ সবার কপালে সয় না…
হঠাৎ পাগলিটা একদিন ফোন করে বললো আবির তুমি আর আমায় ফোন দিবা না,
আমি ভাবছিলাম হয়তো দুষ্টামি করে বলতেছে এমন তো কত বলে পরে কয়েক ঘন্টা পরেই ঠিক হয় যায়….
কিন্তু এটা যে সত্যি, ওর মোবাইল নাম্বার তো আর খোলা পাওয়া যাচ্ছে না..।
দুই দিন কথা না হওয়া কেমন যেন হয়ে গেলাম,
ঠিক মতো নামাজ নাই, খাওয়া নাই, অফিস নাই কেমন যে অগোসালো হয়ে গেলাম..!!
সারাদিন ওর কথা ভাবতাম কি হলো পাগলিটার যে একদিন কথা বলা ছাড়া থাকতে পারতো না ও আজ কেমনে এতো গুলা দিন কেমন কাটাচ্ছে..?
যে বলতো আমায় কখোনো ছেড়ে যাবা না তো…?
সেই আজ আমায় ছেড়ে চলে গেলো…??
এসব ভাবলে তো আর জীবন চলবে না তাই আবার নতুন ভাবে সব কিছু করলাম…
কিন্তু পাগলিটাকে সারাক্ষন মনে পড়তো…
হয়তো আজও ভুলতো পারি নি তাই তো ওরে নিয়ে লেখছি…
ছয় কি সাত মাস হবে অফিসে বসে কাজ করছিলাম…
হঠাৎ ফোনে একটা
মেসেজ আছে
দেখি পাগলি মেসেজ
পাঠিয়েছে ……
আবির আশা করি ভালোই আছো…
হয়তো আমার প্রতি তোমার অনেক রাগ অভিমান..!
হয়তো এখন আর কেউ তোমায় জ্বালায় না…?
আবির আমি তোমার জীবন থেকে চলে যাইনি চলে যেতে বাধ্য হয়ে….
জানো আমার অনেক বড় একটা রোগ হয়ছে আমি আর বেশিদিন বাচবো না ডাক্তার বলছে আর পাঁচদিন কি ছয়দিন…
তোমার সাথে ফোনে আর ফেসবুকে কথাই বলতাম কিন্তু কোনদিন তো তোমায় দেখিনি তাই বড্ড দেখতে ইচ্ছা করছে আসবা কি কিশোরগজ্ঞ..?
আমি মেসেজটা পড়া শেষ করার পর বুঝতে পারলাম আমার চোখ দিয়ে জল পড়ছে..!!
পাগলের মতো ছুটে গেলাম গিয়ে দেখা করলাম কথা বলতে পারে না শুধু ফেল ফেল করে চেয়ে আমায় দেখলো আর আমার হাতটা ধরে অনেক কষ্টে বললো তুমি না পাওয়াই রয়ে গেলা
আবির তোমায় না দেখে সত্যি ভালোবেসেছিলাম এবং এখোনো বাসি..!!
আর বলছিলো যদি পারো এই কয়টা দিন আমার পাশে থাকো তোমায় এই কয়টা দিন মন ভরে দেখবো,
এই কয়টা দিন কেন..?
আমি তো চাইছিলাম সারাজীবন তোমার পাশে থাকতে কিন্তু ভাগ্য তো সইলো না….
পাঁচ দিনের মাথায় রাত তিনটার দিকে পাগলিটা পৃথিবীর মায়া ত্যাগ করে…
যাওয়ার সময় আমায় একটা ডায়রী দেয়…
ডায়রীতে দেখি আমার প্রতিটা কথা খুব সুন্দর করে লেখে রাখছে কোন কথাই বাদ পড়েনি……!!
দোয়া করি পাগলিটা যেন জান্নাতবাসী হয়….
No comments
info.kroyhouse24@gmail.com