আমার অনুভুতি
একটা জিনিস ভেবে দেখো তুমিই খুব সুন্দর তো তোমার বাবা যদি গরীব ও হয় তবুও তুমি একটা ভালো জামাই পাবে। এবং অনেক বড়লোকের ছেলে তোমমাকে প্রপোজ করবে। আর একটা বিষয় ভেবে দেখো একটা গরীব ছেলে। ছেলেটার চেহারা যতই সুন্দর হোক না কেন। ছেলেটার বাবা যদি গরীব হয় তো সে ছেলেটার দিকে কেউ ফিরেও চাইনা, সেক্ষেত্রে ছেলেটা যতই সুন্দর হোক না কেনো। আবার একটা বড়লোক ছেলের পিছে কিন্তু অনেক মেয়ে লাইন দেয়। তোমার মতো অনেক ছেলে মেয়ে বলে যে “আমি তাকে চাই যে আমাকে খুব ভালোবাসবে”.….। সেক্ষেত্রে আমি বলি তোমাদের এই কথাটা ভুল। কেনো একটা মেয়েকি পারে না একটা খারাপ ছেলে/একটা গরীব ছেলেকে ভালোবাসতে? একটা খারাপ ছেলেকে ভালোবেসে তার খারাপ অভ্যাস গুলোকে পাল্টিয়ে দিতে। তার মনে মনে কি তোমার জন্য ভালোবাসা তৈরি করতে । আবার অনেক ছেলে বলে “কালো মেয়ে হলেও সুন্দর মনের হতে হবে” এটা শুধু মেয়েদের আকর্ষিত করার জন্য বলে। আসলে কোনো ছেলেই একটা কালো মেয়েকে কখনো তার খাটে আশ্রয় দেবে না। সো একটা গরীব মেয়েকে যদি বিয়ে করেও আনে সে কিছু না বললেও তার পরিবার বা সমাজ তো ছেড়ে কথা বলবে না।তারা মেয়েটাকে নানান খোটা দিবে(মেয়টা যদি গরীব হয়)কাউকে দেখে তার মনে কি আছে সেটা বোঝা যায় না। কত ছেলেরা যে তো তোমাকে আপু আপু করে কিন্তু মনে মনে বলে তুই একটা চরম মাল। সে রকম তোমার সাথে যদি কেউ ভালোবাসার অভিনয় করে থাকে তোমার সেটা ধরার ক্ষমতা নেই। কারণ তুমি তো তাকে ভালোবাসো
এবার আসি ছেলেদের দিকে।
একটা মেয়ে কিন্তু একটা কুৎসিত ছেলেকে দেখে ক্র্রাশ খায়না। একটা খারাপ ছেলেকে কি সে তার ভালোবাসা দিয়ে ভালো করে তুলতে পারে না? একটা লাস্ট বেন্সের খারাপ ছাত্রের পাশে থেকে ক্লাসের ফার্স বয় করে তুলতে ? একটা মেয়ে এমন একটা ছেলেকে চায় যে তাকে খুব ভালোবাসবে। ভালো তো সবাই বাসতে পারে। তবে কেনো একটা গরীব ছেলেকে /একটা ক্ষ্যাত ছেলেকে দেখে ক্রাশ খায়না। গরীব ছেলেরা কি ভালোবাসতে পারে না। গরীব ছেলেরা কি তার মনের রাজকুমার হতে পারে না? একটা গরীব/খ্যাত ছেলেকে সে কখনোই নিজের বয়ফ্রেন্ডের আসনে বসায় না। একটা মেয়ের পরিবার চায় তার মেয়ে সুখে থাক তাই তার পরিবার বড়লোক ঘরে বিয়ে দেয়। মেয়েদের পরিবার একটা বেকার ছেলেকে কখনোই মেনে নেয় না।
No comments
info.kroyhouse24@gmail.com