গল্প:-সেইমেয়েটি | লেখক:- কষ্টের ফেরীওয়ালা Md Refayet
বড় লোক বাবার একমাত্র ছেলে আমি।
আমার নাম অয়ন।
ম্যানেজমেন্টে ডিগ্রী নিয়ে দেশে ফিরেছি কয়েক দিন হলো।
এখনো বাবার অফিসে জয়েন করি নাই।
তবে খুব দ্রুত করবো।
সবুজ ধান ক্ষেতে হাটতে ইচ্ছা হয়।
আমাদের নিচ তলার ভাড়াটিয়া আংকেলের সাথে আমি মাঝে মাঝে দাবা খেলি।
আজ উনি আমাকে ওনাদের সাথে গ্রামের যাওয়ার জন্য প্রোপোজ করলেন।
আমিও কোন কিছু না ভেবেই হ্যা বলে দিলাম।
বাসায় এসে আম্মু-আব্বুকে বললাম।
ওনারাও সম্মতি দিলেন।
আমরা রাতে বের হবো তাই ড্রাইভারকে বললাম গাড়ি ফুল ট্যাংক করে আনতে।
আমরা বেরোবো এমন সময় দেখি আংকেলের পাশে একটা কালো পরি দাড়িয়ে আছে।
কালো পরি বলছি এজন্য যে সুন্দরি বালিকাকে কালো রংয়ের থ্রি পিচ পরায় একদম পরির মত লাগছে।
আমি আংকেলের কাছে জানতে চাইলাম কে এই বালিকা??
আংকেল-এ হচ্ছে আমার একমাত্র মেয়ে অধরা। দ্বাদশ শ্রেনিতে পড়ে।
আমি- হাত বাড়িয়ে।
হাই,
আমি অয়ন।মেয়েটি পরিস্থিতির স্বীকারে ইচ্ছা না থাকায়ও হাত বাড়িয়ে দিল।
আমি-আংকেল এখন বেরোনো যাক??
আংকেল- হুমমম চলো।
আমি ড্রাইভারকে বললাম চাবি দিতে।
কারন ড্রাইভার নিবো না।
আমি নিজেই ড্রাইভ করে যাবো।
আমি ভেবে ছিলাম হয়তো আংকেল সামনে বসে আমায় দিক নির্দেশনা দিবেন ওনাদের গ্রামে পৌছানোর জন্য।
কিন্তু সামনে এসে বসলো অধরা।
মনে মনে অধরাকে আমার খুব পছন্দ হোল।কিন্তু বলতে লজ্জা লাগছে। যদি না বলে দেয় তাহলে সম্মানের একটা ব্যাপার আছে তো।
অধরার দিক নির্দেশনায় এক সময় তাদের গ্রামে পৌছে গেলাম।
গাড়ি পার্কিং করে।গাড়ি থেকে নামলাম।তারপর অধরা আমাকে তাদের বাড়ির ভেতরে নিয়ে গেলো।
বাড়ির সবাই আমাদের খুব যত্ন করছে।
গোসল করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিশ্রাম করতে যাচ্ছি। অধরা আমাকে
একটা সুন্দর পরিপাটি রুমে নিয়ে গেল।বললো এটাই আমার থাকার জায়গা।
তারপর বালিশটা ঠিক করে, বিছানা ঝেড়ে দিল, দেখে মনে হচ্ছিল আমার বউ আমার রুম গোছাচ্ছে।
আমি ভদ্র ছেলের মত বিছানায় শরীরটাকে বিছিয়ে দিলাম।
কোন এক মেয়েলি কন্ঠের ডাকে আমার ঘুম ভেঙ্গে গেল।চোখ মেলে দেখি অধরা দাড়িয়ে আছে।
অধরা- আর কত ঘুমোবেন। এখন বিকাল চারটা।
আমি- ওহ।বুঝতে পারি নাই।
অধরা- একি। আপনি বিছানায় ঘুমিয়ে ছিলেন না কি হা ডু ডু খেলছিলেন?
আমি-সরি, ঠিক করে দিচ্ছি।
অধরা-থাক আপনার ঠিক করা লাগবে না, আমি ঠিক করছি।
আপনি দ্রুত রেডি হন ঘুরতে যেতে হবে।
আমি আচ্ছা।
আমি রেডি হয়ে অধরারর সাথে ঘুরতে বের হলাম।
বিকালের রোদে পাশাপাশি হাটছি দুজন। মন চাচ্ছে অধরার হাত ধরে হাটতে।কিন্তু,,,,,
#চলবে
No comments
info.kroyhouse24@gmail.com