Breaking News

গল্প ফিরে পাওয়া | লেখা মোঃ রফিক | পার্ট -৩

তুমি এমনে তে যে হারে বই পড় দেব দাশ হয়ে থাকতে হবে।
_ তাহলে সমস্যা কি হলে হলাম।
_ হুম কিন্ত আমার একটু জলবে আরর কি।
_ কেন তোমার ঝলবে কেন।
_ এত কথা না বলে বাদাম নিয়া আসো।
_, পকেটে বিশ টাকা ছিল তাই আনা যাবে নয়ত আজকে অধরার সামনে মাথা নিচু করতে হত।
_ তাই চললাম বাদাম নিয়ে আসার জন্য।
,,,
_ হাঠছি আর ভাবতেছি আমার মত একটা ছেলে অধরার মত একটা মেয়ের ফ্রেন্ড হলাম, তবে আমি অধরার সাথে তো পাল্লা দিয়ে চলতে পারবো না অধরার সমপর্কে তেমন কিছু না যানলে ও এটা বেশ ভাল করে বুঝতে পারছি যে অধরা কোন ধনীর আদরের দোলালী।
_ এই মামা বাদাম দেন তো।
_ তারপর বাদাম নিয়ে ফিরে আসলাম।
_ অধরাকে দূর থেকে দেখা যাচ্ছে বাতাসে তার চুল উরছে ইচ্ছা করছে নিজ হাতে তার চুল দরে ঘ্রান নেই কিন্ত জানি না কোন দিন ইচ্ছা পূরন হবে কি না এসব ভাবতে ভাবতে চলে এসেছি অধরার সামনে।
,,
_ এই নাও তোমার বাদাম।
_ হুম দাও, এত্ত গুলা ধন্যবাদ তোমাকে।
_ হুম,, বাদাম ছিলছে আর ভাবছি না অধরার সাথে আর বন্ধুত্তটা আগাবো না কারন আজকে অধরা আমার কাছে ছিম্পল বাদাম চাইছে আরেকদিন বড় কিছু চাইবে তাই বেটার হবে সামনের দিকে না আগানো এসব ভাবছিলাম তখন অধরা বললো।
_ কি হল রাফি এভাবে চুপচাপ থাকবে নাকি? আমরা কি কোন মৃত ব্যাক্তির জন্য নীরবতা পালান করছি নাকি।
_ না ভাবছিলাম কি বলা যায়।
_ হুম তুমি সারা জীবন এই ভাবার মধ্যে থাকো।
_ আচ্ছা অধরা তুমি আমার মত একজন গ্রামের ছেলের সাথে বন্ধুত্ত করলে কেন তোমার পেছন অনেক স্মার্ট ছেলে তো ঘুড়ে।
_ প্রথম কথা হল গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় তারা মানুষকে দোকা দেয় না, তারপর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল,, স্মার্ট সুধু ভাল কাপর পরলে হয় না স্মার্ট মানুষের মানুষত্তের দিক দিয়ে ফুটে উঠে বুঝেছো হাবলু।
_ জী ম্যাম।
_ আমার সাথে চল একটু কাজ আছে আবার সন্ধার আগে ফিরতে হবে।
_ কি কাজ।
_ তুমি কি পুলিশ নাকি,,
_ আরে তা হবে কেন চল তো।
_ হুম চল।
_ তারপর আমি আর অধরা একটা রিক্সা উঠলাম , এই প্রথম কোন মেয়ে মানুষের সাথে রিক্সা উঠা তাই কেমন জানি ফিল হচ্ছে, কিছুটা জোর সোর হয়ে বসেছি তা দেখে অধরা বলে উঠলো।
_ কি হল রাফি রিক্সা থেকে লাফ দিবা নাকি।
_ না তা কেন দেমো।
_ তাহলে এই ভাবে বসেছো কেন ঠিক করে বস।
_ আচ্ছা এটা বলবা আমরা যাচ্ছি কোথায়।
_ গেল দেখতে পারবে এত কথা বল কেন।
_ তারপর রিক্সা গিয়ে থামলো একটা সপিং মলের সামনে।
_ তার মানে অধরা,এখন সপিং করবে আমি তো বেহুশ অনেক কষ্টে রিক্সা বাড়া বাচিয়ে ১০ টাকার বাদাম খাওয়াইছি কিন্ত সপিং কি করে সম্ভব আল্লাহ তুমি মাটি একটু ফাক করে দাও আমি ভিতরে ঢুকে যাই।
_ তারপর অধরার কথায় বাস্তবে ফিরলাম।
_ কি হল রাফি এখনে দারিয়ে কি ভাবছো।
_ বলছিলাম কি অধরা,,,,
_ এত কিছু বলতে হবে না এই বলে অধরা এক প্রকার জোর করে আমাকে ভিতরে নিয়ে গেল,, এত বড় মলে এই প্রথম ঢুকলাম আমি আর ঢুকবই বা কি করে জন্মের পর থেকে বরে উঠেছি অভাবী পরিবারে দেখেছি পরিবারের অনেক দুর্সময় কিন্ত আমার কাছে তো কোন টাকা নাই মেসে ও যাওয়ার সময় হেটে যেতে হবে, আসার সময় রিক্সা ভাড়াটা যদি ও অধরা দিয়েছে কিযে করি বুঝতে পারতেছি না কেন যে বড়লোক মেয়ের বন্ধু হতে গেলাম এখন তার খেশারত গনতে হচ্ছে।
_ তারপর অধরার ঢাকে চিন্তার জগত থেকে ফিরলাম।
_ রাফি তোমি এত কি ভাবো।
_ কিছু না,, আচ্ছা একটা কথা বললে তোমি কিছু মনে করবে না তো।
_ না বল।
_ মানে বলছিলাম কী এত বড় মল থেকে তোমাকে সপিং করে দেয়ার মত টাকা আমার কাছে নাই।
_ তারপর অধরা একটা হাসি দিয়ে বললো চলতো।
_ এখন অনেক টেনশনে আছি নয়ত অধরার এই হাসিটার উপর যে কি পরিমানে ক্রাশ খাইতাম আল্লাহ যানে।
_ এই রাফি দেখতো এই ড্রেসটা কেমন লাগে।( গোলাপি একটা ঢ্রেস দেখিয়ে।)
_ আমি বললাম তোমার কাছে ভাল লাগলে ভাল।
_ বেশি কথা বললে না একদুম মাথা ফাটিয়ে দেবো যা বলি চুপচাপ তার উত্তর দেবে।( অনেকটা রেগে গিয়ে মেয়েটা কে রাগ করলে ও বেশ দারুন দেখায় এই রাগি চেহারাটা টা এই প্রথম দেখলাম।)
_ হুম ঠিক আছে।
_ বল এটা কেমন লাগছে (একটা কালো ঢ্রেস হাতে নিয়ে)
_ হুম অনেক সুন্দর।
_ আর ওইটা।
_ ভাল।
_ এই ভাবে আর ও দুইটা ঢ্রেস কিনে এবার ছেলেদের কাপরের দোকানে দিকে ঢুকলো কিন্ত আমার মাথায় ঢুকছে না অধরা ছেলেদের মলে ঢুকছে কেন, যাই হোক ম্যাডামের পেছন পেছন ঘুড়া ছাড়া আমার আরর কোন কাজ নাই।
_ রাফি দেখতো এই টি শার্ট টা কেমন,,( নিল একটা টি শার্ট হাতে নিয়ে)
" হুম অনেক সুন্দর।
_তারপর ছেলেদের আর কিছু জিনিস কিনলো কিন্ত বুঝতে পারছি না কেন এত কিছু কিনতেছে বা কার জন্য।
_ সপিং শেষে অধরা বিলটা দিল,মনে মনে ভাবলাম,, কেন যে বলতে গেলাম ওই সময় যে আমার কাছে টাকা নাই, তারপর অধরা একটা রিক্সা ঢাকলো কিন্ত বলছে না কোথায় যাচ্ছে, তবে সপিং গুলো আমার হাতে বিনা টাকার কর্মচারী হয়ে গেলাম।
,,
সকলে নামায আদায় করুন।
,,,,
_ লেখার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
;
::::::::::: চলবে ::::::::::::::::

No comments

info.kroyhouse24@gmail.com