Breaking News

ম্যাডাম বউ | Writer:- Rabiul islam Rabi | ৪র্থ এবং শেষ পর্ব

২ বছর পর,
-এই উঠো।(মিম)
-উমম,আরেকটু বাবু।(রবি)
-না,এখনি উঠবা।কলেজে যেতে হবে না তোমাকে???
-আজকে ক্লাস তো ১১ টায়।আরেকটু ঘুমাই বাবু।
-তো কি???আমাকে ক্লাস নিতে হবে না???তাড়াতাড়ি উঠো।
-আজকে নাহয় একাই যাও।
-কিহ!!আমি একা যাবো।থাক তুই ঘুম নিয়া।আমি গেলাম।
-এই নাহ,বাবু।আমি উটতেছি।
-নাহ,তুই ঘুমা।আমি যাই।
-কই যাও???
রবি মিমের হাত ধরে টান দিয়ে তার বুকের উপর ফেলে বলল,
-কোথায় যেতে দিলে তো যাবে??
-কি হচ্ছে??ছাড়ো।সকাল বেলা দুষ্টামি শুরু করছো???
-উমমমমমমমমমম
-এই ছাড়োতো।
-আজ আর ছারতেছি না।
-আরে কলেজে যেতে হবে না??
-হুমমমম,নাস্তা রেডি??
-হুমমম।রেডি,আপনি ফ্রেশ হয়ে আসেন।আমি আর বাবা টেবিলে অপেক্ষা করতেছি।
রবি মিমকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেল।তাদের বিয়ে হয়েছে একবছর হয়ে
গেছে।সারাদিন খুনসুটি করে তাদের দিন কাটে।মাঝে মাঝে মিষ্টি ঝগড়া।নাস্তা
করে রবি আর মিম কলেজে রওনা দিল।
-আজকে বাইকে যাব না।রিক্সা আনো।
-আমার কাছে টাকা নাই।বাইকেই যাবো।
-আমি রিক্সা আনতে বলছি।রিক্সাই যাব।
-আমি রিক্সায় যাব না
-আমি বাইকে যাব না।
-আজব,তাহলে একা একা রিক্সায় যাও
-কিহ!!আমি একা যাব।আচ্ছা যাচ্ছি।
-এই আমিও যাব।দাড়াও।
অগ্যতা মিমের সাথে রিক্সায় ই যেতে হলো।মিমের জেদের কাছে সবসময়ই রবি হেরে
যায়।মাঝে মাঝেই ইচ্ছা করেই রাগায়।রিক্সায় যেতে যেতে রবি আবার মিম কে
রাগানোর জন্য একটা মেয়েকে দেখিয়ে বলল,
-দেখো, মেয়েটা কত সুন্দর।
-ভালো তো।
-কত্ত কিউট।দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে।
-তো যাও প্রেম করো।
-তোমার মত বুড়ি কে বিয়া কইরা তে আমি ফাইসা গেছি??
-আমি বুড়ি??
-হুমমম।বুড়িই তো।
-এই মামা রিক্সা থামাও।
-রিক্সা থামাইলা ক্যান??
-তুই নাম রিক্সা থেকে।
-কেনো???
-তোরে রিক্সা থেকে নামতে বলছি।
-রাস্তার মাঝে সিন ক্রিয়েট কইরো না।
-তুই নামবি???
-আচ্ছা নামতেছি।আমি ওয়ালেট আনিনি।কিছু টাকা দাও।
-কোন টাকা দিমু না
-আমি কি হেটে যাব নাকি???২০ টাকা দাও।
-দিমু না।হাইটাই যা।এই মামা চলেন।
মিম খুব রাগ করে রিক্সা নিয়ে চলে গেল।রবি মনে মনে হাসতেছে।রবির কাছে টাকা আছে।রবি আরেকটা রিক্সা নিয়ে কলেজে গেল।
কলেজ শেষ হলো ২ টায়।মিমের জন্য কাম্পাসে অপেক্ষা করতেছে।মিম বের হয়ে একা
একাই হাটা শুরু করল।প্রতিদিনের ন্যায় আজও রবি আগে বের হয়ে মিমের জন্য
অপেক্ষা করতেছে।কিন্তু মিম রবিকে রেখে একাই হাটা শুরু করল।রবি মিমকে চলে
যেতে দেখে দৌড়ে তার কাছে আসল।
-এই মিম আমাকে রেখে চলে যাচ্ছ যে??
-হোয়াট ননসেন্স,তুমি আমাকে তুমি করে এবং নাম ধরে ডাকতেছো ক্যান??
-মানে??
-মানে, ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না??
-জ্বী,জানি।তো আপনাকে কি এখন ম্যাডাম বলে ডাকতে হবে??
-হুমমমম।আর কখনো যেন আমার নাম ধরে ডাকতে না দেখি।
-জ্বী,ঠিক আছে।এখন কি আমরা যেতে পারি???
-আমি কেনো তোমার সাথে যাব???স্টুডেন্ট স্টুডেন্ট এর মতো থাকবা।
-ঠিক আছে ম্যাডাম।আসি,আসসালামু আলাইকুম।
-ওয়ালাইকুম আসসালাম।
রবি মিমের কাছ থেকে চলে যায়।ভাবতে থাকে,আমার সাথে ম্যাডামগীরি।দাড়াও এর
রিভেন্জ যদি আমি না নেই,তাহলে আমার নাম রবি না।এইসব ভাবতে ভাবতে রবি
জুনাইদের বাসায় চলে গেল।এখন আর সে বাসায় যাবে না।
রবি বাসায় আসলো রাত ১০ টায়।কলিং বেল বাজাতেই মিম দরজা খুলে দিল।
-কোথায় ছিলে এতক্ষণ??
-জ্বী ম্যাডাম,বন্ধুর বাসায় ছিলাম।
-ম্যাডাম কি??আর বন্ধুর বাসায় ছিলা মানে??রাতের খাবার বন্ধ।
-হুমমমম।
রবি আগেই জানত এমন টা হবে।তাই সে আগেই জুনাইদের বাসায় খেয়ে এসেছে।রুমে
ড্রেস চেন্জ করে একট। বালিশ নিয়ে বের হচ্ছিল এমন সময় মিম রুমে আসলো।
-বালিশ নিয়ে কোথায় যাচ্ছো??
-গেস্টরুমে।
-কেনো??
-ঘুমাইতে??
-তাইলে আমি কার সাথে ঘুমাবো??
-আমি কি জানি আপনি কার সাথে থাকবেন??
-আপনি আপনি করতাছো ক্যান??
-দেখুন,ম্যাম।ম্যাম এর মতো থাকবেন।আমি গেস্ট রুমে গেলাম।খবরদার ডিস্টার্ব করবেন না।
-আহারে,আমার বয়েই গেছে আপনারে ডিস্টার্ব করতে।আমি একা থাকতে পারি, হুহহহ।
-ওকে গুড নাইট।
রবি গেস্ট রুমে ঢুকে দরজা লাগাইয়া শুয়ে পড়ল।মাঝরাতে বুকের উপর কোন
কিছুর চাপে ঘুম ভেংঙে গেল।মিম তার বুকের উপর ঘুমাচ্ছে।।রবি জানে মিম একা
ঘুমাইতে পারে না।তাই ঘুমানোর আগে দরজা খুলে রেখেছিল।ঘুম অবস্হায় মিমকে
অস্পরির মত লাগতেছে।
-এইভাবে কি দেখতেছো???
মিমযে কখন ঘুম ভেংঙে গেছে রবি টের ই পায় নি।
-কিছুনা।তো ম্যাডাম,আপনি এখানে কেন??তখন তো খুব বলছিলেন একা ঘুমাইতে পারি???
-পারিই তো।তুমি দরজা খোলা রেখে ঘুমাইছো ক্যান??
-বুঝলাম।তো আমার বুকে মাথা রেখে আছেন ক্যান??এইটা কি বালিশ নাকি??
-রাখমুই তো।এইটা আমার সম্পত্তি।কাথা বালিশ যা ইচ্ছা বানামু।তোমার কি??
-নাহ,আমার কিছুই না।
-শীত লাগতাছে।
-কাথা নিয়া আসেন
-নাহ,তুমি জরাইয়া ধরো।
-পারমু না।
-ধরবি না??
-ধরতেছি তো।
-ভালবাসি খুব।
-আমিও ভালবাসি ম্যাডাম বউ।
হাজার বছর বেচে থাকুক মিম রবির ভালবাসা।হাজার বছর খুশি থাকুক রবি তার ম্যাডাম বউ কে নিয়ে।
ভালবাসার জন্য কোন কিছুই ফ্যাক্ট না।শুধু দুটি মনের অটুট বন্ধন থাকতে হয়।তাহলে পুরা বিশ্ব টাকেই জয় করা যায়।ধন্যবাদ।
#সমাপ্ত।।।।।।

No comments

info.kroyhouse24@gmail.com