ভালোবাসি তোমায় অনেক বেশি | Writer: Rabiul islam Rabi.
জয়া: রবি তুমি কি আমাকে সত্যি অনেক ভালোবাস।
।
আমি: হুম
।
জয়া: আমার জন্য সব করতে পারবে
।
আমি: হুম পারবো কিন্তু তুমি হঠাত করে এসব কথা বলতেছো কেন
।
জয়া: তুমি তো চাও আমি সব সময় সুখে থাকি তাই না
।
আমি: হুম তাই
।
জয়া: তাহলে আমার সুখের জন্য তোমাকে যে একটা কাজ করতে হবে
।
আমি: কাজ টা কি বলো আমি তোমার জন্য সব কাজ করবো
।
জয়া: আমি তোমার সাথে থাকলে সুখি হতে পারবো না
।
আমি: মানে কি বলতে চাও তুমি
।
জয়া: আমি ব্রেকআপ চাই। আর আমি শামিম কে লাভ করি ওর সাথে আমি সুখে থাকবো
।
আমি বুকের মধ্যে অনেকটা কষ্ট চেপে রেখে বললাম
।
আমি: সত্যি তুমি ওর কাছে সুখে থাককবে
।
জয়া: হুম
।
আমি: আমি কেন তোমাকে সুখে রাখতে পারবো না
।
জয়া: দেখ টাকা জার আছে তার কাছেই আমি সুখে থাকবো আমি বেশি
।
আমি: ও ভালো তো
।
জয়া: আমি এখন যাই শামিম আমার জন্য ওয়েট করতেছে।আর হ্যা আমাকে কোন রকম কল বা ম্যাসেজ দিবা না
।
আমি: ওকে যাও ( এই কথাটা বলার সময় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পরতেছে)
।
জয়া আমার সময় দিয়ে হেটে চলে গেলো আমি শুধু ওর চলে যাওয়াই দেখলাম
।
কারন আমি চাই ও সুখে থাক আর আমার মত গরিভ এর বাচ্ছা কখনো ওকে সুখে রাখতে পারবে না
।
ও হ্যা চলেন আগে আমাদের পরিচয় টা দিয়ে নেই
।
আমি হচ্ছি রবিউল ইসলাম রবি এবার এ অনার্স পাশ করে বাড়িতে বসে আছি কোন চাকরি নেই। আর প্রতি নিয়তো বাবার গালি খেতে হচ্ছে
।
আর যার সাথে ব্রেকআপ করলাম সে হচ্ছে জয়া অনার্স ফাইনাল ইয়ার বড়লোক বাবার এক মাত্র মেয়ে
।
নিজেই এসে আমাকে প্রোপোজ করছিলো আজ আবার নিজের ইচ্ছায় চলে গেলো।
।
যাই হোক পরিচয় দিতে দিতে আমার বাড়িতেই চলে আসলাম
।
যখন আমি বাড়িতে ডুকতে যাবো তখনি বাবার কন্ঠ আমার কানে পড়লো আর বাবা বলতেছে
।
বাবা: ওই রকম কুলাংকার ছেলের আমার দরকার নাই। ওই রকম ছেলে মরলে ও আমার কিছু যায় আসে না
।
ও যেন আর আমার বাড়িতে ডুকতে পারে না। ও আজ বাড়িতে ডুকলে ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দিবো
।
আমি তো বাবার বলা কথা গুলো শুনে থ হয়ে গেলাম
।
কারন বাবা প্রতিদিন আমাকে গালি দেয় আমি কোন কাজ করি না তাই
।
কিন্তু বাবা আজকে তার গালি দেয়ার সিমা ছেড়ে গেছে। বাবার কথা শুনে
।
খুব জোরে আমি কান্না করতেছি আর ভাবতেছি আম্মু থাকলে আজকে আর
।
আমাকে এত কষ্ট করা লাগতো না সকাল থেকে আমি না খেয়ে আছি
।
কারন বাড়িতে কোন খাবার নেই আমি তওন বেলো মিলে এক বেলা খাই শত মা ভালো করে খেতে ও দেয় না
।
তাই আর এত অপমান সহ্য করতে না পেরে বাড়িতে না ডুকে
।
সেখান থেকেই হাটা দিলাম শহরের দিকে। আমি শহরের ভালো করে কোন যায়গা চিনি না
।
কেউ নেই আমার এত বড় শহরে যত সময় যাইতেছে তত খুদা বাড়তেছে আমার
।
অনেকেরেই দারে দারে গিয়েছি যে আমি তাকে কাজ করে দিবো
।
তার বিনি ময়ে আমাকে একটু যেন খেতে দেয় কিন্তু সবাই আমাকে চোর ডালাত ভেবে কাজে নেই নি
।
সেদিন সারা রাত পানি খেয়ে রাস্তার ধারে কাটিয়ে দিয়েছি সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তার পাশেই
।
কিছু বিরিয়ানি পরে আছে দেখে মনে হচ্ছে কেউ খেয়ে বাকিটা ফেলে দিছে
।
আমি সেগুলো নিয়ে খেলাম মজা হয়েছিলো অনেক। আর ভাবতেছি আর একটু যদি
।
পেতাম তাহলে আমার পেট টা একটু ভরতো
।
ওই গুলো খেয়ে আমি হাটা শুরু করলাম হাটতো হাটতে ভাবতেছি
।
কেন আমার জন্ম বড়লোক এর ঘড়ে হলো। আজ তারা কত সুন্দর করে জীবন যাপন করতোছে
।
আমি কেন পারি না মানুষ আমাকে একটু খাবার ও দেয় না কেন
।
আজকে খুব জয়ার কথা মনে পড়তোছো কত সুখেই না ছিলাম আমরা দুজন
।
হঠাত করে আমার জীবন টা কেন যেন তচনচ হয়ে গেলো
।
আমার ভাগ্যে কি আল্লাহ এত কষ্ট লিখে রাখছিলো নাকি
।
এসব ভাবতে ভাবতে হাটছিলাম আমি এমন সময় দেখতে পেলাম
।
এক বয়স্ক মহিলা রাস্তা দিয়ে যাবার সময় কিছু ছেলে তার পথ আট কিয়ে ধারালো
।
সেটা দেখে আমি ওই খানে একটা বড় লাটি হাতে নিয়ে ওদের
।
দওকে দৌড় দিলাম আমার আসা দেখে ছেলে তিন টা ওনাকে
।
ছেড়ে দিয়ে পালিয়ে গেলো( আমার আগে থেকে মারপিট করা একটু অভ্যাস আছে)
।
কারন কলেজ লাইফে আমার একটা দল ছিলো। আর আমি মারা মারি
।
খুনা খুনি ডাকাতি সহ সব করতাম আমার দলের লোক দের দিয়ে
।
আর যে ছেলে তিন টাকে দেখলাম তারাও এক সময় আমার
।
দলেই ছিলো তাই তো আমাকে দেখে ওরা পালিয়ে গেলো। কিন্তু ওরা রংপুর থেকে ডাকায় ডাকাতি করতে আসছে কপন
।
আমি জয়ার কথায় সব খারাপ কাজ বাদ দিয়ে দিয়ে ছিলাম
।
ওর কাছে শপত করছিলাম যে আর খারাপ কাজে লিপ্ত হবো না
।
তাই তো আজকে আমি রাস্তায় রাস্তায় ফকিরের মত ঘুড়ে বেরাচ্ছি
।
এসব ভাবতে ভাবতেই
।
আমি মহিলার কাছে গিয়ে বললাম
।
আমি: আন্টি আপনি এখন যান কেউ আর আপনাকে ধরবে না
।
আন্টি: কে বাবা তুমি আর কোথায় থাক তুমি
।
আমি: আমি রবি আর রাস্তায় রাস্তায় থাকি আমি। আমার আপন বলতে কেউ নেই তাই
।
আন্টি: আমি একটা কথা বলি রাখবা তুমি
।
আমি: ওকে বলেন আন্টি
।
আন্টি: তুমি যদি কিছু মনো না করতে তাহলে...............
.............চলবে........................
No comments
info.kroyhouse24@gmail.com