Breaking News

গল্পঃ গুন্ডা বাবার ভদ্র ছেলে VS ভদ্র বাবার গুন্ডি মেয়ে | Writer: Rabiul islam Rabi.


 মিম: এই রবি দাড়াও

আমি: হাটতেইছি( না শোনার ভান করে)

মিম: দাড়াও না প্লিজ প্লিজ প্লিজ। না দাড়ালে কিন্তু আমি

মিমের এই কথাটা শেষ না হতেই আমি দাড়িয়ে বললাম

আমি: কি হয়েছে বল

মিম: কোথায় যাইতেছিস তুই

আমি: বাসায়

মিম: এখনো তো ৫ টা ক্লাস এই আছে এতো তারা তারি কেন

আমি: ভালো লাগতেছে না তাই

মিম: না তোকে থাকতেই হবে ক্লাস শেষ করে এক সাথেই যাবো

আমি: নারে তুই থাক আমি এখন যাই

এই কথা বলেই আমি বাড়ির দিকে হাটা শুরু করলাম

কিছুদুর যাওয়ার পর পিছনে ঘুড়ে দেখলাম মিম মন খারাপ করে ওখানেই দাড়িয়ে আছে

আর আমার মন খারাপ করে চলে যাবার কারন টা ও হলো মিম

ও যদি কারো সাথে হেসে হেসে কথা বলে তাহলে আমার অনেক কষ্ট হয়।

আর আমার কষ্ট পাওয়ার কারন টা হচ্ছে আমি ওকে অনেক ভালোবাসি তাই।

তাই তো ওকে রাজ এর সাথে কথা বলতে দেখে আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম

ওকে মুখ ফুটে কখনেই আমি বলতে পারি না যে ওকে আমি অনেক ভালোবাসি

কারন ওরা অনেক বড়লোক আর আমি গরিব তাই। আমি কিন্তু

আবার গরিব ও না কারন আমার বাবা অনেক টাকা পয়সা এর মালিক। কিন্তু আমরা একটি টাকা পয়সা ও তার নেই না।

যাই হোক এসব ভাবতে ভাবতে আমি বাড়িতে চলে আসলাম

বাড়িতে এসে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি মিম আমাকে

১০ বার কল দিছে। আমি ওটা দেখে মিম কে কল দিলাম

আমি: হ্যালো মিম বল কেন ফোন দিয়েছিলি

মিম: তোকে কয় বার ফোন দিয়েছি

আমি: কেন ১০ বার

মিম: ফোন কেন রিসিভ করিস নাই

আমি: ঘুমাইছিলাম তাই

মিম: আয় আগে আমার কাছে তার পর তোর ঘুমটা আমি বের করতেছি

আমি: আরে রাগ করতেছিস কেন সেটা তো বল

মিম: আমি ১ ঘন্টা ধরে জেলা স্কুল মাঠে দাড়িয়ে আছি। আর নবাব জাদার আসার কোন নাম নেই। আমি তো রাগ না করে ডান্স দিবো এখানে একা একা

ও হ্যা বন্ধুরা আমার তো মনেই নেই যে মিম আমাকে বিকাল

৫ টার সময় দেখা করতে বলছিলো

আমি: ও দারাও ওখানে আমি এখনি আসতেছি

বলেই আমি বাড়ি থেকে রহনা দিড়াম বেশি দুরে না মাত্র ২০ মিনিট এর রাস্তা

যানি না আমার ভাগ্যে আজকে কি আছে কারন বেচারি ১ ঘন্টা যাবো ত আমার জন্য ওয়েট করতেছে

ও হ্যা চলেন যেতে যেতে আমাদের পরিচয় টা দিয়ে নেই

আমি: রবিউল ইসলাম রবি ইন্টার এ পড়ি

আর ও হলো বড়লোক বাবার এক মাত্র সুযোগ্য কন্যা মিম ও এবার এ ইন্টারে

ও হ্যা পরিচয় দিতে দিতে আমি তো চলেই এসেছি। আমি ওর কাছে গিয়ে বললাম

আমি: বসতে পারি

মিম: কে গো তুমি। কি চাও এখানে

আমি: রাখ তোর ফাজলামি কেন ডাকছিস সেটা আগে বল

মিম: দেড়ি করে এসে আবার উল্টা আমাকে রাগ দেখাচ্ছিস

আমি: ওকে বাবা সরি বল এখন কেন ডাকছিস

মিম: এই দিকে আয় তো একটু

আমি: হুম বল

মিম: ঠাসস ঠাসস ঠাসস

আমি তো অবাক কারন মিম আমাকে কোন দিন ও মারে নাই আজকে কেন মারলো

আমি আমার গালে হাত দিয়ে বললাম

আমি: মারলি কেন

মিম: চুপ করে ওখানে দাড়িয়ে থাক। না হলে কিন্তু আবার দিবো চার টা( দেখলাম মিমের চোখ টা লাল হয়ে গেছে)

আমি: ওকে দাড়ালাম

২০ মিনিট পর আমি বললাম

আমি: এখন একটু বসি

মিম: যানিস এই খানে তুই আসার আগে কিছু ছেলে আমাকে খুব বিরক্ত করছে

আমি: তোকে বিরক্ত করছে

মিম: হ্যা আমাকে

আমি: হাহাহা হাসা লি আমাকে রে

মিম: কেন

আমি: কারন যে মানুষ সারাদিন ছেলে দেরকে দৌড়ের উপর রাখে তাকে আবার কেউ বিরক্ত করে আমার বিশ্বাস হয় না

এই কথা বলার পর এই দেখতে পেলাম মিমের চোখ দুটো আরো লাল হয়ে গেলো

মনে হয় ওর চোখ দিয়ে এখনেই পানি পরবে

ওর এই অবস্থা দেখে বললাম

আমি; সরি বুঝতে পারি নাই সত্যি কি খুব বিরক্ত করছে

মিম: কান্না করতে করতে বললোনা ঠিক আছে

আর তখনি আমি বুঝলাম আসলেই ওর সাথে খারাপ কিছুই হয়েছে মনে হয়। তাই ওকে বললাম ছেলে গুলো কে চিনতে পারবা

ওর সাথে যদি কখনো বন্ধুর চেয়ে বেশি কিছু ভেবে কথা বলি তখন আমি ওকে তুমি বলে কথা বলি

মিম: হুম পারবো

আমি: কোন দিকে গেছে ওরা

মিম: ওই দিকে

আমি: চলো তো দেখি

কিছু দুর যাওয়ার পর মিম বললো

মিম: ওই যে ওই ছেলে গুলা

আমি: ওকে চলো তোমাকে আজ বাসায় নামাই দিয়া আসি। কালকে ঘুড়তে যাবো

আমি: ওকে চলো

তার পর আমি মিম কে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম

বাড়িতে এসে আম্মুকে বললাম

আমি: আম্মু আমি একটু বাবার কাছ থেকে আসতেছি

আম্মু আমার কথা শুনে চমকে গেলো কারন আমার মুখে বাবার কথা কোন দিন ও শুনে নি

আম্মু: কেন যাবি

আমি: বাবার কাছে একটা দরকার আছে আমি এখন যাই

বলেই বাসা থেকে বের হয়ে আসলাম

ও হ্যা আমরা বাবার সাথে কেন থাকি না আপনারা যানেন বাবা হলো এই শহরের মাফিয়া

আর আমরা তার পাপের টাকা দিয়ে চলতে চাই না তাই আমি আর মা ৮ বছর আগে আলাদা হয়ে গেছি

আমার সাথে বাবার মাঝে মাঝে কথা হয় ফোনে তাই বাড়ি টাও চিনা আছে

মা আমাকে বাবার সাথে কথা বলতে কখনো মানা করে নাই কিন্তু মা কথা বলে না

যাই হোক কথা বলতে বলতে আমি এসে গেছি

বিশাল বড়ো বাসা। বাসাতে ডুকতেই তো বাবা অবাক কারন আমি কখনেই এখানে আসি নাই

বাবা আমাকে পেয়ে খুশি তে তো আত্যহারা হয়ে গেছে

আমি বাবাকে বললাম

আমি: বাবা একটা কাজের জন্য এসেছি

বাবা: বল কি কাজ

আমি বাবাকে বিকালের ঘটনা টা খুলে বললাম এবং মোবাইলে তুলে আনা ছবি টা বাবাকে দিলাম

আমি: বাবা কালকের মধ্যে আমি একে চাই

বাবা: ওকে মাই সন

আমি; বাবা আমি এখন আসি পরে আবার আসবো

বাবা: আজকে থেকে যা এখানে। আর হ্যা তোর মা কেমন আছে

আমি: মা ভালো আছে আর আজকে যাই পরে আসবো

বলেই আমি ওখান থেকে চলে আসলাম

আমার বাবা যে এত বড় গ্যাংষ্টার সেটা আমার পরিচিত কেউ যানে না। আর আমি বাবার ক্ষমতা কখনো দেখাই নি

বাবার এত কিছু থাকার পর ও আমরা তার কিছুই নেই নাই

আমি সেদিন রাতে বাসায় এসে খাওয়া করে ঘুমিয়ে পরলাম

সকাল বেলা ঘুম থেকে উঠে তো আমি অবাক

কারন মিম......................চলবে.....................

No comments

info.kroyhouse24@gmail.com