দ্বিতীয় বিয়ে | লেখকঃ Samadder Chayon | পর্বঃ০২
সেতু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে..সোজা আমার বেডরুমের দিকে চলে গেলো..তারপর কিছুক্ষন পরে মিথিকে কোলে নিয়ে বাইরে আসলো..তারপর মিথিকে ব্রাশ করিয়ে আনলো..
আমার অফিসের দেরি হয়ে যাচ্ছিলো তাই রান্নাঘরে আসলাম..সবেমাত্র রান্না চুলাতে বসিয়েছি..তখনি সেতু রান্নাঘরে এসে বললো..
:-তুমি গিয়ে মিথির কাছে বসো..আমি রান্না করে আনছি।
.
:-দরকার নাই..আমি রান্না করতে পারি
.
:-হুম জানি..তুমি যাও।আজ আমি তোমাদের রান্না করে খাওয়াবো..
.
:-সেতু এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে..মিথিকে দেখতে এসেছিলে..দেখা হয়ে গেলে যেতে পারো।তোমাকে কিছু করার দরকার নাই..
.
:-আমি যখন বলেছি রান্না করবো তখন করবোই..আর যদি বাধা দাও।তাহলে চিল্লানি দিবো..তখন সবাই যদি দেখে বাসাতে দেখে তাহলে কি হবে ভাবতে পারো?
.
:-আমিও কিন্তু ছেলে..আর তুমি একটা মেয়ে..একা পেয়ে তোমার সাথে যদি খারাপ কিছু করি তখন কি হবে সেটাও ভাবো..
.
:-আমি জানি তুমি এমন কিছুই করবেনা..বেশি কথা না বলে যাও(আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে)
.
আমি রান্না ঘর থেকে বেরিয়ে এসে মিথির কাছে এসে বসলাম..অনেকদিন পর বাবা মেয়ে মিলে খুনশুটি করলাম...সেতু এসে বললো..
:-বাবা মেয়ে খেতে আসুন খাবার রেডি
.
:-হ্যা চলো..
তারপর তিনজনে খেতে বসলাম..সেতু মিথিকে খাইয়ে দিচ্ছে..সেতুর রান্না খাবার খেতে ভালোই লাগছে..কারন এতদিন নিজের রান্না খেতে খেতে বোর হয়ে গেছিলাম..
খাওয়া দাওয়া শেষ করে করে আমি অফিসের জন্য রেডি হলাম..ওদিকে সেতু মিথিকে স্কুলের জন্য রেডি করে দিলো..
.
:-সেতু তুমি মিথি মামনিকে নিয়ে আসো..(আমি)
.
:-আসছি..
.
:-চলো তোমাকেও পৌছে দিই..(সেতু মিথিকে আমার কাছে আনার পর সেতুকে বললাম)
.
:-তুমি পিচ্চুকে নিয়ে বেরিয়ে পড়ো..আমি রুমগুলো গুছিয়ে পরে চলে যাবো..
.
:-তোমাকে আর কিচ্ছু করতে হবেনা..অনেক করেছো এবার চলো..
.
:-একা রেখে যেতে ভয় পাচ্ছো?ভয় পাওয়ার দরকার নাই..আমি কোন ডাকাত দলের সদস্য না..
.
:-আরেহ!আমি সেটা বলিনি।।আমার একটু কাজ আছে।তুমিই যদি মিথিকে স্কুলে নিয়ে যেতে..(মিথ্যা অজুহাতে সেতু নিয়ে যেতে চাইলাম)
.
:-থাক আর বাহানা দেখাতে হবেনা..পিচ্চুটাকে আমিই স্কুলে নিয়ে যাচ্ছি..
অতঃপর আমি অফিসে চলে আসলাম..
অপরদিকে সেতু মিথিকে নিয়ে অফিসে চলে গেলো..আমি অফিসের কাজে মন দিলাম।কাজ করতে করতে সময়ের কথা খেয়াল ছিলনা..ঘড়িতে দেখলাম ২টা বাজে..
মিথি প্রতিদিন ১টায় স্কুল শেষে অফিসে চলে আসে..কিন্তু আজ আসলো না কেনো?
একটু ভয় হলো..মিথি ছোট হলে ভালই ফোন ব্যাবহার করতে পারে।ও একা থাকে তাই ওর কাছেও একটা ফোন থাকে..মিথির নাম্বারে ফোন দিলাম..সাথেই সাথেই ফোন রিসিভ হলো..
:-মিথি মামনি কোথাই তুমি?অফিসে আসনি কেনো?
.
:-পিচ্চু ঘুমাচ্ছে..আমি সেতু
.
:-(এই মেয়েতো বলেছিলো ও ডাকাত বাহিনীর সদস্য না..কিন্তু এখন মনে হচ্ছে কিডন্যাপার বাহিনীর সদস্য।আমার মেয়েটাকে কিডন্যপ করেছে কিনা কে জানে?)
.
:-কি হলো চুপ করে আছো কেনো?
.
:-মিথি কোথাই?আর মিথির ফোন তোমার কাছে কেনো?
.
:-আমি পিচ্চুকে বাসায় এনে ঘুম পাড়িয়ে দিয়েছি..
.
:-তুমি আবার বাসায় গেছো?
.
:-হুম..সকালে রুমগুলো গোছাতে পারিনি..তাই এখন এসে গোছাচ্ছি।
.
:-এমন পাগলামো করছো কেনো?তোমাকে এসব কিছু করা লাগবেনা..তুমি নিজের বাসাতে যাও
.
:-কাজ শেষ হলে তারপর যাবো..টুট টুট
.
যাহ ফোন কেটে দিলো..এই মেয়ের মতিগতি আমি কিছুই বুঝতে পারছিনা..কেনো এসব করছে?
.
অফিসের কাজগুলো দ্রুত শেষ করলাম..তারপর বিকালের দিকে বাড়িতে ফিরে আসলাম..
বাড়িতে এসে দেখি সব রুমগুলো বেশ পরিপার্টি করে সাজানো হয়েছে..এই সব কাজ সেতু করেছে..এই মেয়ের উদ্দেশ্যটা কি এখনো বুঝতে পারছিনা।একটা অপরিচিত মানুষের বাড়ি এসে এসব করার কারন কি?আর বাইরের মানুষ এগুলো ভালো চোখে দেখছেনা।এটাই স্বাভাবিক..একটা বিপত্নিক ছেলের বাসাতে একটা অবিবাহিত যুবতি মেয়ের আসা যাওয়াটা একটু রহস্যাজনক হওয়াটাই স্বাভাবিক..ভাবছি এই মেয়ের থেকে দুরে থাকবো..কিন্তু সেটা কোনমতেই সম্ভব নয়..কারন সেতু আমার অফিস,বাসা আর মিথির স্কুল সবটাই চিনে..
:-বাবাই তুমি এসে গেছো?
.
:-হুম মামনি..ঘুম ভেঙ্গে গেলো তোমার?
.
:-হ্যা..সেতু আন্টি কোথাই?
.
:-আমিতো এসে দেখি নাই..হয়ত চলে গেছে
.
:-ওহ..
এভাবেই দিনগুলো চলে যাচ্ছিলো..সেতুকে বারন করা সত্তেও বাসাতে আসতো..এটা ওটা করতো..তাই ভাবলাম ওর বাসাতেই সব কিছু বলবো..
একদিন রাতে মিথিকে বুকে নিয়ে শুয়েছিলাম..তখন মিথি বললো..
.
:-বাবাই আমাকে একটা মা এনে দিবা?
.
:-মামনি মা কোথাই পাবো?
.
:-তুমি বিয়ে করলেই আমি মা পেয়ে যাবো..
.
:-তোমার বাবাইকে কেও বিয়ে করবেনা..আর বিয়ে করলেও নতুন মা তোমাকে ভালোবাসবেনা!
.
[ভুলত্রুটি মার্জনীয়..পরবর্তী পর্বে শেষ।দয়া করে কেউ next লিখে মন্তব্য করববেন না..আপনারা না চাইলেও পরবর্তী পার্ট দিবো]
.
To Be Continue...........
No comments
info.kroyhouse24@gmail.com