Breaking News

ঝগড়াটে জুটির বিয়ে | লেখকঃ Samadder Chayon

-মা আমি কলেজ গেলাম…(আমি)
:-তৃনাকে সাথে নিয়ে যা…(মা)
:-ওকে নিয়ে যেতে হবে কেনো?ও একাইতো যেতেই পারে..
:-পারে কিন্তু এখন থেকে পারবেনা..এখন থেকে তুই নিয়ে যাবি..
:-আমি পারবোনা…
:-আজ থেকে হাত খরচ আর পাবেনা….
:-আচ্ছা..তৃনাকে নিয়ে যাচ্ছি…
:-হুম..যা
অতঃপর নিচে নেমে আসলাম…এবার পরিচয় পর্বটা সেরে ফেলি..আমি চয়ন..বাবা মায়ের একমাত্র ছেলে..বাবার নিজস্ব ব্যাবসা আছে..আর সাথে শেয়ারে আছে তৃনার বাবা..আমার বাবা আর তৃনার বাবা খুব ভালো বন্ধু..শুনেছি তৃনার বাবা ছোট থেকেই আমাদের এখানে থাকে..আমাদের বাড়িটা দোতলা উপর তলাতে আমরা থাকি নিচ তলাতে তৃনারা থাকে..আমি এবার অনার্স ৩য় বর্ষে পড়ি..আর তৃনা অনার্স শেষ বর্ষে..তবে আমরা সমবয়সী…এইস.এস.সি পরীক্ষার সময় টাইফয়েড জ্বরের কারনে পরীক্ষাটা দেওয়া হইছিল না..তাই তৃনা আমার থেকে এগিয়ে গেছে…আমি আর তৃনা একই কলেছে পড়ছি..
নিচে এসে দেখতে পেলাম কাকি(তৃনার মা) ঘর গোছাচ্ছে..তাই কাকিকে জিজ্ঞাস করলাম..
:-ও কাকি তৃনা কই গো?
:-ওর ঘরে আছে…
:-তৃনা কলেজ যাবেনা?
:-হুম..রেডি হচ্ছে..গিয়ে ডাক দে..
অতঃপর আন্টির ওখান থেকে তৃনার রুমের সামনে আসলাম..দরজা ভেজানো ভিতর থেকে গুন গুন গানের আওয়াজ আসছে..তৃনার কন্ঠস্বর অনেকে সুন্দর..
আসার সময় আন্টি বললো তৃনা রেডি হচ্ছে..তাই আমার ঘরে ঢোকা ঠিক হবেনা..সেজন্য বাইরে থেকেই ডাক দিলাম..
:-ঘৃনাআআ..এই ঘৃনা..?
:-কিরে কুত্তা..চিল্লাস কেন?
:-তুই নাকি আমার সাথে কলেজ যাবি?
:-কে বলেছে?
:-মা বললো…
:-হু..যাবো।তুই বাইরে থাক ভিতরে আসবিনা..
:-হুম..তাড়াতাড়ি আসবি
:-হু..
আমি তৃনার রুমের সামনে থেকে সোজা রান্না ঘরে আসলাম..যতদুর দেখছি কাকি কিছু একটা ভাজছে..এগিয়ে গিয়ে দেখলাম মাছ ভাজছে..আমি একটা মাছ তুলে নিয়ে খেতে খেতে বাইরে চলে আসলাম..
কিছুক্ষন পর তৃনা আসলো…
:-জুনিয়র চল..(তৃনা কলেজে জুনিয়র বলেই ডাকে)
:-চলেন মিস.ঘৃনা….
:-কুত্তা…
অতঃপর দুজনে কলেজে চলে আসলাম..তারপর দুজনে দুদিকে..কারন দুজন আলাদা ইয়ারের..
আমি ২য় ক্লাস শেষ করে ক্যাম্পাস দিয়ে হেটে আরেকটা ক্লাসে যাচ্ছি..তখন তৃনা এসে বললো…
:-বাড়ি যাবিনা?
:-এখনো ২টা ক্লাস বাকি আছে..ক্লাস শেষ হলেই যাবো
:-তাহলে আমি কি হুদাই বসে থাকবো?
:-কেনো?ক্লাস নেই?
:-আজ আর নেই..
:-ওহ..তাহলে বাড়িতে চলে যা..আমি ক্লাস ২টা শেষ হলে যাবো।
:-আমি একা যেতে পারবোনা..
:-কেনো?
:-মা,কাকি(আমার মা)দুজনেই তোর সাথে যেতে বলেছে..
:-এই কাহিনী কি বল দেখি..এতদিন তো একাই যাতয়াত করেছিস..তাহলে শেষ সময়ে কেনো আমার সাথে যাওয়া আসা করতে বললো..
:-চল যেতে যেতে বলছি..(হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে)
:-আরে আমার ক্লাস..
:-রাখ তোর ক্লাস..খুব খিদা পেয়েছে।
:-ধ্যাত দুইটা গুরুত্বপূর্ন ক্লাস বাদ গেলো..
:-এত ক্লাস করে কি হবে বলতো..তুই সারাজীবন ক্লাস করে যা রেজাল্ট করিস..আর আমি ক্লাস না করেই সেই রেজাল্ট করি..
:-তুই ভালো ছাত্রী তাই তোর ক্লাস করা লাগেনা..কিন্তু আমার লাগে।
:-হুম..
:-এবার বল আমার সাথে যাওয়া আসা করার কারন..
:-গত পরশু কলেজ থেকে ফিরছিলাম..ওই সময় কিছু বখাটে আমাকে বাজে কথা বলেছিলো..তাই বাড়ি এসে বললাম..এজন্য মা আর কাকী বলেছে তোর সাথে যাওয়া আসা করতে..
:-তারমানে আমাকে তোর বডিগার্ড বানিয়ে পাঠিয়েছে?
:-এটা মা,কাকিই ভালো বলতে পারবে..
:-আমার একটা কথা মাথায় আসছেনা..বখাটের তোকে কেনো উত্ত্যাক্ত করবে?
:-কেনো করবেনা?আমি অনেক সুন্দর না..
:-দাড়া হেসে নিই..হা হা হা
:-হাসার কি হলো?
:-তুই সুন্দর..?
:-কেনো?আমি সুন্দর নয়?
:-উহু..সুন্দর হয় ছেলেরা..আর মেয়েরা হয় সুন্দরী।তুই বাংলার স্টুডেন্ট হয়ে কিভাবে এমন ভুল কিভাবে করলি?
:-ইচ্ছে করে করেছি নাকি?ভুল করে ভুল হয়ে গেছে..
:-হা হা..ভালো
:-দাত মেলানো বন্ধ করে রিকশা থেকে নাম
:-ওহ..নামছি
অতঃপর রিকশা থেকে নেমে দুজন বাসাতে চলে আসলাম..আমি আমার রুমে এসে ব্যাগ রেখে শুয়ে পড়লাম..ঘুম থেকে উঠলাম রিংটোনের শব্দে…তৃনার ফোন..
:-হ্যালো..
:-কই তুই?
:-ঘরে শুয়ে আছি..
:-নিচে আয় খেতে..
:-কেনো?
:-আজ মা আর কাকী একসাথে রান্না করেছে..
:-আচ্ছা আসছি..
অতঃপর ফ্রেশ হয়ে নিচে গেলাম..বিশাল আয়োজন মানে অনেক খাবার রান্না করা হয়েছে…কারনটা জানতে পারলাম।কাকু আর কাকীর বিবাহবার্ষিক আজ..অনেক রকমের খাবার রান্না হয়েছে..
:-চয়ন দাড়িয়ে আছিস কেনো?খেতে বস(কাকি)
:-হ্যা কাকি বসছি..কাকি তোমাকে আজ সুন্দর লাগছে..
:-পাকামো বাদ দিয়ে..খাওয়া শুরু কর..
:-আচ্ছা..
অতঃপর জমপেশ খাওয়া দাওয়া হলো..অনেকদিন পর তৃপ্তি করে খেলাম..দুপুরে খাওয়ার পরে আমার ঘুমানো অভ্যাস..তাই নিজের রুমে এসে বিছানাতে গা এলিয়ে দিলাম..
বিকাল ৫.০০টায় ঘুম ভাঙলো..ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিড়ি দিয়ে নামছিলাম..
তখন তৃনা সিডি দিয়ে উপরে উঠছিল..আমাকে দেখে থেমে গেলো..আর বলল…
.
[ভুলত্রুটি মার্জনীয়..চোখের সমস্যার কারনে পর্ব ছোট হবে..]
>>Tnx For Reading<<
To Be Continue…….

No comments

info.kroyhouse24@gmail.com