অন্যরকম বউ | লেখকঃ Samadder Chayon
প্রথমেই পরিচয়টা দিই..আমি চয়ন।বাবা মায়ের দুইমাত্র ছেলে।বর্তমানে একটা কোম্পানিতে কর্মরত আছি..তাছাড়া বাবার ব্যাবসা দেখাশোনা করি..অবস্থা মোটামোটি ভালোই..
আর আজ আমার জীবনের একটা বিশেষ দিন আজকে আমার বিয়ে..আর আমার হবু বউ হচ্ছে ইতু..তাছাড়া আমাদের আরেকটা সম্পর্ক আছে আমার বেষ্ট ফেন্ড..
আমাদের প্রথম পরিচয় হয় অনার্স প্রথম বর্ষে..ঘটনাটা একটু খুলেই বলি..
অনার্স ভর্তি হওয়ার কিছুদিন পর আমরা গ্রাম থেকে শহরে আসলাম..
তাই বর্তমান কলেজ থেকে বিদায় নিয়ে..শহরের একটা নতুন কলেজে ভর্তি হলাম..
প্রথমদিন কলেজে যাচ্ছি..এখানে বন্ধুবান্ধব না থাকার কারনে একাই গেলাম..কয়েকটা ক্লাস করে প্রায় সবার সাথেই পরিচিত হলাম..তারপর বাসাতে চলে আসলাম।
২দিন ক্লাস করলাম..কিন্তু একটা বিষয় খুব অবাক লাগলো..
একটা মেয়ে কলেজে প্রতিদিন একটা কলেজে আসে একা ক্লাস করে আবার একাই চলে যায়..কেউ মেয়েটার ধারে কাছেও যায়না..
কিন্তু এর কোনো কারন খুজে পেলাম না..মেয়েটা দেখতে সুন্দর আবার পড়াশোনাতেও ভালো..তাহলে মেয়েটার বন্ধুবান্ধব নাই কেনো?
এই প্রশ্নের উত্তর জানার জন্য একটা কৌতুহল সুষ্টি হলো..তাই ভাবলাম আগামীকাল মেয়েটার সাথে বন্ধুত্ব করবো..তারপর এই বিষয় থেকে ওর কাছ থেকেই জানবো..
পরেরদিন একটু তাড়াতাড়ি কলেজে গেলাম..যদি ক্লাস শুরু হওয়ার আগে কথা বলা যায়..ক্লাস শুরু হলে ওর সাথে কথা বলা যাবেনা..কারন ক্লাস শেষেই চলে যায়।
কলেজে এসে খুজে খুজে পেলাম একটা গাছের নিছে..মেয়েটা বই পড়ছে..আমি মেয়েটার সামনে গিয়ে দাড়ালাম কিন্তু একবারও তাকালোনা..
:-হাই..(আমি)
:-…….
:-এই যে হ্যালো..শুনতে পাচ্ছেন?
:-জ্বী বলুন
:-আমি চয়ন..আপনার ক্লাসমেট
:-ওহ..আমি ইতু
:-আমরা কি ফ্রেন্ড হতে পারি?
:-না
:-কেনো?
:-আমার ফ্রেন্ড ভালো লাগেনা?দেখেন না আমি সবসময় একা থাকি?
:-হুম..কিন্তু কেনো?
:-আমার ভালো লাগে..আপনি যান
:-না..আমার সাথে বন্ধুত্ব না করলে যাবোনা
:-বললাম না..আমার বন্ধু লাগবেনা?
:-কিন্তু আমার লাগবে..
:-তো যান অন্য কারো সাথে বন্ধুত্ব করুন
:-না..আপনার সাথেই বন্ধুত্ব করবো
:-আচ্ছা আমার সাথেই কেনো বন্ধুত্ব করতে হবে?
:-এই যে আপনি একা থাকেন..তাই আপনাকে একটু সঙ্গ দিতে পারবো..
:-আমার সঙ্গ দেওয়া লাগবেনা..এখন আসতে পারেন।
:-না যাবোনা..আগে বলেন বন্ধু হবেন?
:-না হবোনা..আপনি থাকুন আমি যাচ্ছি
:-আরেএএ দাড়ান..
যাহ..চলে গেলো।কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র না..ইতুর সাথে বন্ধুত্ব করবোই..
২দিন ট্রাই করে অবশেষে ইতুকে রাজি করিয়েছি..মানে আমরা বন্ধু হয়েছি..
:-আচ্ছা এখন তাহলে আমরা বন্ধু(আমি)
:-হুম..
:-ওকে..আমাদের বন্ধুত্বের কিছু শর্ত থাকবে..এই আমাদের দুজনের জন্য।
:-দেখুন..আপনি আমাকে বন্ধুত্বের জন্য পাগল করে দিয়েছেন।তাই বন্ধু হয়েছি।অতএব কোন শর্ত মানতে পারবোনা।
:-উহু..বন্ধু যখন হয়েছো।তখন বন্ধুর দাবি মানতেই হবে
:-উফফ..তোমার সাথে কথাই পারবোনা।বলো কি শর্ত?
:-ওকে..আমরা একে অপরকে তুই করে বলবো..কেউ কাউকে থ্যাংস দিবোনা।ব্যাস এতটুকুই
:-ওকে..
:-আচ্ছা চলো..আজকে আমাদের ফ্রেন্ডশিফ্ট ডে সেলিব্রেট করবো
:-না..এখন আমি বাসায় যাবো
:-প্লিজ চল..মাত্র ১ঘন্টা
:-আচ্ছা চল..কিন্তু যাবো কোথায়?
:-প্রথমে শপিংমলে..তারপর পার্কে।
:-শপিংমলে যাবো কেনো?
:-সেটা গেলেই বুঝতে পারবি
:-ওকে
অতঃপর ইতুকে নিয়ে একটা শপিংমলে আসলাম..উদ্দেশ্য ইতুকে একটা শাড়ি গিফ্ট করবো..
:-দোস্ত তোর কি কালার পছন্দ?
:-সবুজ..কেনো?
:-আচ্ছা তাহলে এই সবুজ শাড়িটা দেখতো কেমন লাগে?
:-ভালোই..শাড়ি কার জন্য?
:-তোর জন্য
:-দোস্ত আমি শাড়ি পরিনা
:-তো কি হইছে?এখন থেকে পরবি।
:-সত্যি আমি শাড়ি পরিনা..পরতেও পারিনা
:-পারিসনা..তোর মায়ের কাছ থেকে শিখে নিবি..
:-আচ্ছা তোর যা ইচ্ছা..
:-নে ধর শাড়িটা..আর হ্যা বিকালে শাড়িটা পরে পার্কে আসিস
:-সময় হবেনা..
:-প্লিজ অল্প একটু সময়ের জন্য আসিস..
:-আচ্ছা চেষ্টা করবো
:-উহু..আসতেই হবে
:-আচ্ছা আসবো..এখন তাহলে যাই?
:-আচ্ছা সবাধানে যাস
:-তুই..চল একসাথে যাই?
:-না..একটু কাজ আছে পরে যাবো
:-আচ্ছা গেলাম..
:-হুম
ইতুকে রিক্সাতে উঠিয়ে দিয়ে..একটা বেকারীতে এসে একটা কেকের অর্ডার করলাম..আজকে খুব ভালো লাগছে।অবশেষে ইতুতে বন্ধু বানাতে পেরেছি..তাই এসব পাগলামি করতে ইচ্ছে করছে..কেনো জানি ভালো লাগছে পাগলামি করতে..
অতঃপর বিকালে বেকারী থেকে কেকটা নিয়ে পার্কের একটা বেধ্ঞে বসে আছি ইতুর অপেক্ষায়..
ফোন নামবার নেই এজন্য খোজ নিতে পারছিনা..তাই অপেক্ষা করা ছাড়া বিকল্প ঊপায় নেই..
অবশেষে ইতুকে আসতে দেখলাম..ইতু নীল শাড়িটা পরেই আসছে..দুর থেকে ভালোই সুন্দর দেখাচ্ছে..কিন্তু কাছে থেকে আরো বেশি সুন্দর লাগছে…
:-কিরে হা করে তাকিয়ে আছিস কেনো?
:-এই সুন্দর করে সেজেছিস..চোখ ফেরাতে পারছিনা
:-পাম বাদ দিয়ে বল কেনো পার্কে আসতে বলেছিস?
:-আমাদের ফেন্ডশিপ ডে সেলিব্রেট করবো তাই..নে ধর কেকটা কাটি
:-বাব্বাহ কেক?এতসব কখন করলি?
:-করেই সকালেই..নে আগে কেকটা কাটি
:-হুম
অতঃপর দুজনে কেকটা কাটলাম..
তারপর আমি ইতুকে আর ইতু আমাকে খাইয়ে দিলো..তারপর দুজনে দুষ্টামি করে দুজনের মুখে লাগিয়ে দিলাম..সারাদিন অনেক মজা করে বাসাতে ফিরলাম..
.
দুষ্টামি,কেয়ারিং,ঘোরাফেরা,আড্ডা এসব করেই আমাদের ফ্রেন্ডশিপ ৬মাস হয়ে গেলো..
এখন আমি বুঝতে পারছি আমি ইতুকে ভালোবেসে ফেলেছি..তাই ভেবেই ইতুকে ভালোবাসার কথা জানিয়ে দিবো..
আজ সেই উদ্দোগ্যে কলেজে হাজির হলাম..ইতুকে একটা গাছের নিচে বসা দেখে আমি গিয়ে ওর পাশে বললাম..
:-কিরে দোস্ত আজকে এত তাড়াতাড়ি আসলি?(ইতু)
:-এমনিই..তোকে একটা কথা বলার ছিলো।
:-হ্যা বল..
:-রাগ করবিনাতো?
:-সেইটা তোর কথার উপর নির্ভর করছে..তুই নির্ভয়ে বল
:-দোস্ত আমাদের সম্পর্কটা কি তুমিতে আনা যায়?
:-মানে?
:-আমি তোকে ভালোবেসে ফেলেছি..I Love You Etu
:-দোস্ত এইটা সম্ভব না..
:-কেনো?
:-দোস্ত আজকে তোকে সত্যিটা বলতেই হবে..তারপর ভেবে দেখিস।তবে একটা অনুরোধ করবো বন্ধুত্বটা নষ্ট করবিনা
:-আচ্ছা করবোনা বল..
:-দোস্ত আমি…….
আর আজ আমার জীবনের একটা বিশেষ দিন আজকে আমার বিয়ে..আর আমার হবু বউ হচ্ছে ইতু..তাছাড়া আমাদের আরেকটা সম্পর্ক আছে আমার বেষ্ট ফেন্ড..
আমাদের প্রথম পরিচয় হয় অনার্স প্রথম বর্ষে..ঘটনাটা একটু খুলেই বলি..
অনার্স ভর্তি হওয়ার কিছুদিন পর আমরা গ্রাম থেকে শহরে আসলাম..
তাই বর্তমান কলেজ থেকে বিদায় নিয়ে..শহরের একটা নতুন কলেজে ভর্তি হলাম..
প্রথমদিন কলেজে যাচ্ছি..এখানে বন্ধুবান্ধব না থাকার কারনে একাই গেলাম..কয়েকটা ক্লাস করে প্রায় সবার সাথেই পরিচিত হলাম..তারপর বাসাতে চলে আসলাম।
২দিন ক্লাস করলাম..কিন্তু একটা বিষয় খুব অবাক লাগলো..
একটা মেয়ে কলেজে প্রতিদিন একটা কলেজে আসে একা ক্লাস করে আবার একাই চলে যায়..কেউ মেয়েটার ধারে কাছেও যায়না..
কিন্তু এর কোনো কারন খুজে পেলাম না..মেয়েটা দেখতে সুন্দর আবার পড়াশোনাতেও ভালো..তাহলে মেয়েটার বন্ধুবান্ধব নাই কেনো?
এই প্রশ্নের উত্তর জানার জন্য একটা কৌতুহল সুষ্টি হলো..তাই ভাবলাম আগামীকাল মেয়েটার সাথে বন্ধুত্ব করবো..তারপর এই বিষয় থেকে ওর কাছ থেকেই জানবো..
পরেরদিন একটু তাড়াতাড়ি কলেজে গেলাম..যদি ক্লাস শুরু হওয়ার আগে কথা বলা যায়..ক্লাস শুরু হলে ওর সাথে কথা বলা যাবেনা..কারন ক্লাস শেষেই চলে যায়।
কলেজে এসে খুজে খুজে পেলাম একটা গাছের নিছে..মেয়েটা বই পড়ছে..আমি মেয়েটার সামনে গিয়ে দাড়ালাম কিন্তু একবারও তাকালোনা..
:-হাই..(আমি)
:-…….
:-এই যে হ্যালো..শুনতে পাচ্ছেন?
:-জ্বী বলুন
:-আমি চয়ন..আপনার ক্লাসমেট
:-ওহ..আমি ইতু
:-আমরা কি ফ্রেন্ড হতে পারি?
:-না
:-কেনো?
:-আমার ফ্রেন্ড ভালো লাগেনা?দেখেন না আমি সবসময় একা থাকি?
:-হুম..কিন্তু কেনো?
:-আমার ভালো লাগে..আপনি যান
:-না..আমার সাথে বন্ধুত্ব না করলে যাবোনা
:-বললাম না..আমার বন্ধু লাগবেনা?
:-কিন্তু আমার লাগবে..
:-তো যান অন্য কারো সাথে বন্ধুত্ব করুন
:-না..আপনার সাথেই বন্ধুত্ব করবো
:-আচ্ছা আমার সাথেই কেনো বন্ধুত্ব করতে হবে?
:-এই যে আপনি একা থাকেন..তাই আপনাকে একটু সঙ্গ দিতে পারবো..
:-আমার সঙ্গ দেওয়া লাগবেনা..এখন আসতে পারেন।
:-না যাবোনা..আগে বলেন বন্ধু হবেন?
:-না হবোনা..আপনি থাকুন আমি যাচ্ছি
:-আরেএএ দাড়ান..
যাহ..চলে গেলো।কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র না..ইতুর সাথে বন্ধুত্ব করবোই..
২দিন ট্রাই করে অবশেষে ইতুকে রাজি করিয়েছি..মানে আমরা বন্ধু হয়েছি..
:-আচ্ছা এখন তাহলে আমরা বন্ধু(আমি)
:-হুম..
:-ওকে..আমাদের বন্ধুত্বের কিছু শর্ত থাকবে..এই আমাদের দুজনের জন্য।
:-দেখুন..আপনি আমাকে বন্ধুত্বের জন্য পাগল করে দিয়েছেন।তাই বন্ধু হয়েছি।অতএব কোন শর্ত মানতে পারবোনা।
:-উহু..বন্ধু যখন হয়েছো।তখন বন্ধুর দাবি মানতেই হবে
:-উফফ..তোমার সাথে কথাই পারবোনা।বলো কি শর্ত?
:-ওকে..আমরা একে অপরকে তুই করে বলবো..কেউ কাউকে থ্যাংস দিবোনা।ব্যাস এতটুকুই
:-ওকে..
:-আচ্ছা চলো..আজকে আমাদের ফ্রেন্ডশিফ্ট ডে সেলিব্রেট করবো
:-না..এখন আমি বাসায় যাবো
:-প্লিজ চল..মাত্র ১ঘন্টা
:-আচ্ছা চল..কিন্তু যাবো কোথায়?
:-প্রথমে শপিংমলে..তারপর পার্কে।
:-শপিংমলে যাবো কেনো?
:-সেটা গেলেই বুঝতে পারবি
:-ওকে
অতঃপর ইতুকে নিয়ে একটা শপিংমলে আসলাম..উদ্দেশ্য ইতুকে একটা শাড়ি গিফ্ট করবো..
:-দোস্ত তোর কি কালার পছন্দ?
:-সবুজ..কেনো?
:-আচ্ছা তাহলে এই সবুজ শাড়িটা দেখতো কেমন লাগে?
:-ভালোই..শাড়ি কার জন্য?
:-তোর জন্য
:-দোস্ত আমি শাড়ি পরিনা
:-তো কি হইছে?এখন থেকে পরবি।
:-সত্যি আমি শাড়ি পরিনা..পরতেও পারিনা
:-পারিসনা..তোর মায়ের কাছ থেকে শিখে নিবি..
:-আচ্ছা তোর যা ইচ্ছা..
:-নে ধর শাড়িটা..আর হ্যা বিকালে শাড়িটা পরে পার্কে আসিস
:-সময় হবেনা..
:-প্লিজ অল্প একটু সময়ের জন্য আসিস..
:-আচ্ছা চেষ্টা করবো
:-উহু..আসতেই হবে
:-আচ্ছা আসবো..এখন তাহলে যাই?
:-আচ্ছা সবাধানে যাস
:-তুই..চল একসাথে যাই?
:-না..একটু কাজ আছে পরে যাবো
:-আচ্ছা গেলাম..
:-হুম
ইতুকে রিক্সাতে উঠিয়ে দিয়ে..একটা বেকারীতে এসে একটা কেকের অর্ডার করলাম..আজকে খুব ভালো লাগছে।অবশেষে ইতুতে বন্ধু বানাতে পেরেছি..তাই এসব পাগলামি করতে ইচ্ছে করছে..কেনো জানি ভালো লাগছে পাগলামি করতে..
অতঃপর বিকালে বেকারী থেকে কেকটা নিয়ে পার্কের একটা বেধ্ঞে বসে আছি ইতুর অপেক্ষায়..
ফোন নামবার নেই এজন্য খোজ নিতে পারছিনা..তাই অপেক্ষা করা ছাড়া বিকল্প ঊপায় নেই..
অবশেষে ইতুকে আসতে দেখলাম..ইতু নীল শাড়িটা পরেই আসছে..দুর থেকে ভালোই সুন্দর দেখাচ্ছে..কিন্তু কাছে থেকে আরো বেশি সুন্দর লাগছে…
:-কিরে হা করে তাকিয়ে আছিস কেনো?
:-এই সুন্দর করে সেজেছিস..চোখ ফেরাতে পারছিনা
:-পাম বাদ দিয়ে বল কেনো পার্কে আসতে বলেছিস?
:-আমাদের ফেন্ডশিপ ডে সেলিব্রেট করবো তাই..নে ধর কেকটা কাটি
:-বাব্বাহ কেক?এতসব কখন করলি?
:-করেই সকালেই..নে আগে কেকটা কাটি
:-হুম
অতঃপর দুজনে কেকটা কাটলাম..
তারপর আমি ইতুকে আর ইতু আমাকে খাইয়ে দিলো..তারপর দুজনে দুষ্টামি করে দুজনের মুখে লাগিয়ে দিলাম..সারাদিন অনেক মজা করে বাসাতে ফিরলাম..
.
দুষ্টামি,কেয়ারিং,ঘোরাফেরা,আড্ডা এসব করেই আমাদের ফ্রেন্ডশিপ ৬মাস হয়ে গেলো..
এখন আমি বুঝতে পারছি আমি ইতুকে ভালোবেসে ফেলেছি..তাই ভেবেই ইতুকে ভালোবাসার কথা জানিয়ে দিবো..
আজ সেই উদ্দোগ্যে কলেজে হাজির হলাম..ইতুকে একটা গাছের নিচে বসা দেখে আমি গিয়ে ওর পাশে বললাম..
:-কিরে দোস্ত আজকে এত তাড়াতাড়ি আসলি?(ইতু)
:-এমনিই..তোকে একটা কথা বলার ছিলো।
:-হ্যা বল..
:-রাগ করবিনাতো?
:-সেইটা তোর কথার উপর নির্ভর করছে..তুই নির্ভয়ে বল
:-দোস্ত আমাদের সম্পর্কটা কি তুমিতে আনা যায়?
:-মানে?
:-আমি তোকে ভালোবেসে ফেলেছি..I Love You Etu
:-দোস্ত এইটা সম্ভব না..
:-কেনো?
:-দোস্ত আজকে তোকে সত্যিটা বলতেই হবে..তারপর ভেবে দেখিস।তবে একটা অনুরোধ করবো বন্ধুত্বটা নষ্ট করবিনা
:-আচ্ছা করবোনা বল..
:-দোস্ত আমি…….
>>Tnx For Reading<<
To Be Continue……..
To Be Continue……..
No comments
info.kroyhouse24@gmail.com