Breaking News

কলিগের মেয়ে | লেখকঃ Samadder Chayon

অফিসে যাবো বলে উপর থেকে নিচে নামছিলাম..সিড়ির ভিতর দেখা হলো বাড়িওলার সাথে..তিনি সাথে সাথেই আমাকে একটা দুঃসংবাদ দিলেন..মানে আমাকে ২দিনের মধ্যে বাসা খালি করে দিতে হবে।কারন তিনি একটা ভালো পরিবার পেয়েছেন।আর আমিও বাসা ছাড়তে বাধ্য।কারন কথা ছিলো যেকোন সময় আমাকে বাসা ছেড়ে দিতে হতে পারে..একটা ব্যাচেলরের কাছে এটাই সবথেকে বড় দুঃসংবাদ..অনেক কষ্ট বাসাটা ভাড়া পেয়েছিলাম..প্রমি আমাকে বাসাটা ঠিক করে দিয়েছিলো..প্রমি হলো আমার সাবেক প্রেমিকা..এখন আর নেই।সে নিজেই আমার থেকে মুক্তি চেয়েছিলো..আমিও তাকে মুক্তি দিয়ে দিয়েছি..আমাদের প্রেমের শুরু কলেজ লাইফ থেকে..আমি যখন অনার্স ২য় বর্ষে পড়ি।প্রমি তখধ ইন্টার ২য় বর্ষে পড়তো।ওর মাথাতে বিশাল লম্বা চুল ছিলো।যা আমাকে আকৃষ্ট করেছিলো..ব্যাস আমি একদিন প্রপোজ করলাম।কিছুদিন আমাকে ঘোরানোর পর গ্রহন করেছিলো..

২বছর খুব ভালোই চলেছিলো..কিন্তু যেদিন আমি চাকরি পেলাম।এবং খবরটা প্রমিকে দেওয়ার জন্য দেখা করলাম..সেদিন প্রমি হটাৎ করেই ব্রেকাপ চাইলো..আমি ব্রেকাপ দিয়ে দিয়েছিলাম..কারন আমি জানি জোর করে ভালোবাসা হয়না..
পুরানো কথা বাদ দিলাম..আজ ১ বছর ধরে একটা কোপ্পানিতে চাকরি করছি..যা পায় তা দিয়ে আমার ভালোভাবেই চলে যায়..আমি কোনদিন বাবা মাকে দেখিনি..এতদুর এসেছি নিজের চেষ্টায়...
মনটা খারাপ করেই অফিসে চলে আসলাম।কারন আমার বাসা খুজতে হবে তাও আবার ২ দিনে ভেতর..এত্তগুলা চিন্তা নিয়েই ডেস্কে বসলাম..
:-কি ছোটভাই মন খারাপ নাকি?(সবুজ দাদা)
[সবুজ দাদা এই অফিসের অভিজ্ঞ&পুরানো একজন কর্মচারী..১বছর ধরে পাশাপাশি ডেক্সে কাজ করাই পরিচয় আছে ভালোই]
:-হ্যা দাদা..(আমি)
:-কেনো?কোন সমস্যা?
:-হুম..বাসাটা দুইদিনের মধ্যে ছেড়ে দিতে হবে..এত তাড়াতাড়ি আমি নতুন বাসা পাবো কোথায়?
:-ও এই ব্যাপার?
:-হু দাদা..ব্যাচেলর মানুষ এত দ্রুত বাসা ভাড়া পাবো কোথায়?
:-তুমি যদি চাও তবে আমার বাসার চিলেকোঠার রুমটাতে থাকতে পারো..তবে ভাড়া দিবোনা..
:-ধন্যবাদ দাদা..অনেক বড় উপকার করলেন..
:-আচ্ছা কবে উঠছো?
:-কাল?
:-আচ্ছা..যাওয়ার সময় ঠিকানা নিয়ে যেও
:-আচ্ছা..
সারাদিন অফিস শেষে..আসার সময় সবুজ দাদার কাছ থেকে ওনার বাসার ঠিকানা নিয়ে বাড়িতে চলে আসলাম..
বাসায় এসে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে একটা ঘুম দিলাম..
সকালে ঘুম থেকে উঠে অফিস গেলাম এবং অফিশ থেকে ২ঘন্টার ছুটি নিলাম..তারপর একটা গাড়ি ভাড়া করে বাসার সব জিনিসপত্র নিয়ে সবুজ দাদার বাসাতে গেলাম..সবুজ দাদার বৌ আমার রুম দেখিয়ে দিলো..একটাই রুম।খাওয়া দাওয়া ওনাদের সাথেই..যাহোক সব জিনিসপত্র রুমে সাজিয়ে অফিসে চলে আসলাম..
অফিস শেষে আমি আর সবুজ দাদা আমার বাইকে চলে আসলাম..আমি একটু ফ্রেশ হয়ে ছাদে বসে ফেসবুক চালাচ্ছিলাম..
কিছুক্ষন পর পেছন থেকে নারীকন্ঠ ভেসে এলো..
:-এইযে খেতে আসুন..
কন্ঠটা খুব চেনা চেনা লাগছে..তাই একটু কৌতুহল নিয়ে পেছনে তাকালাম..দেখি প্রমি।প্রমিও আমাকে দেখে অবাক হয়েছে..
:-তুমি এখানে?(প্রমি)
:-আসলে আমি জানতাম না এইটা তোমাদের বাসা..জানলে কখনো আসতাম না..আগের বাসাটা হটাৎ করে ছেড়ে দিতে হলো আর সবুজ দাদা বললো তার এখানে থাকার জন্য..তাই আমি রাজি হয়ে গেছি..আমি সত্যিই জানতাম না এটা তোমাদের বাসা..
:-এত কথা আমি শুনতে চাইনি..খেতে ডাকছে খেতে আসো..
:-আচ্ছা..
প্রমি আমাকে বলেছিলো আমি যেনো কখনই তার সামনে না যাই..কিন্তু এখন ওর বাসাতেই থাকতে চলে এসেছি..
নিচে খেতে চলে আসলাম..খাওয়ার টেবিলে নতুন করে সবুজ দাদা প্রমির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিলো..প্রমি এমন ভাব নিলো যেনো আমাকে চিনেই না..আমিও তাই করলাম..খাওয়া শেষে রুমে চলে আসলাম..
এর পর থেকে যতটা সময় বাসাতে থেকেছি..সবসময় রুমে বসেই কাটিয়ে দিয়েছি।কারন রুম থেকে বের হলেই প্রমির সাথে দেখা হয়ে যেতে পারে..এভাবেই কেটে গেলো মাসখানিক..
রুমে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম তাই আজ আবার ছাদে উঠলাম..কিন্তু যেতেই প্রমিকে ছাদে দাড়িয়ে থাকতে দেখলাম..তাই আমি নিচে চলে আসছিলাম।তখন প্রমি পিছন থেকে বললো..
:-চলে যাচ্ছো কেনো?এদিকে আসো
:-না থাক পরে এক সময় আসবো..
:-আমি আসতে বলেছি তোমাকে(রেগে গিয়ে)
প্রমির এই রাগান্বিত রুপকে বরাবরই ভয় পেয়েছি..আজও ব্যাতিক্রম হয়নি।তাই প্রমির কাছে গিয়ে দাড়ালাম..
:-খাওয়ার টেবিলে ছাড়া দেখাই যাইনা..সারাক্ষন রুমে কি করো?
:-কেউ একজন বলেছিলো তার সামনে না যেতে..তাই রুমে থাকি..
:-এখন ভালোবাস আমাকে?
:-আমার ভালবাসা এতটা হালকা নয় যে..এক নিমিষেই মুছে যাবে..
:-আমি যদি ফিরে আসতে চাই..আমাকে গ্রহন করবে?
:-একবার মন ভেঙ্গে গেলে..তা ওত সহজে জোড়া লাগেনা..
:-আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে জোড়া লাগিয়ে দিবো..
:-তোমার ভালবাসা অতটাও গাড়ো নয়..
:-প্লিজ একটা সুযোগ দাও..
:-আবার ফিরে আসতে চাও কেনো?
:-কারন আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই
:-তাহলে আমি বিয়ের আয়োজন শুরু করে দিই(আমি কিছু বলার আগেই পিছন থেকে বলে উঠলো)
পিছনে তাকিয়ে দেখি সবুজ দাদা..তিনি আবার বললো..
:-যাক ভালোই হয়েছে।তোমরা একে অপরকে ভালোবাসো..আমি চেয়েছিলাম প্রমির সাথে তোমার বিয়ে দিতে..তোমার প্রেম করো..আমি বিয়ের আয়োজন করি..
কথাটি বলেই সবুজ দাদা চলে গেলো..আর প্রমি আমাকে জড়িয়ে ধরে বলো..
:-প্লিজ একটা সুযোগ দাও..অনেক ভালবাসবো..
:-ঠিক আছে দিলাম..তবে এটাই শেষ সুযোগ..এবার ছেড়ে গেলে খবর আছে..
:-জীবন থাকতে আর তোমাকে ছেড়ে যাবোনা..
:-মনে থাকে যেনো?
:-খুব মনে থাকবে..
:-পাগলি আমার..
:-হুম পাগলের পাগলি..হি হি হি
অতঃপর আবার নতুন শুরু...

                                                                   >>THE END<<

No comments

info.kroyhouse24@gmail.com