অসমাপ্ত ভালোবাসা | লিখাঃ Sabrina Akhtar Sumi
,,,,ফোনে কথা হচ্ছে,,,,
নীলা = তোমার এই ঘ্যানঘ্যান প্রতিদির আমার আর
ভালো লাগেনা!
আকাশ = ভালো লাগে না মানে!
তুমি কি বলতে চাও?
নীলা = আমি বলতে চাই , আমি আমাদের সর্ম্পক
আমি আর টানতে পারবো না!
আকাশ = টানতে পারবো না মানে কি?
নীলা = মানে না বোঝার তো কিছু নেই,
আমি ব্রেকাআপ চাইছি!
আকাশ = ব্রেকআপ!
নীলা = হাঁ ব্রেকআপ!
আকাশ = সিরিয়াসলি বলঝো!
নীলা = হুম সিরিয়াসলি,
…. Bye…
কিছুক্ষণ পর!
আকাশ নীলাকে ফোন করলো….
নীলা = বললাম তো ব্রেকআপ আবার কি!
আর কিছু বলার আছে?
আকাশ = হুম আছে!
নীলা = দেখো তোমার আর কোন কথা শুনার ইচ্ছে নেই।
আকাশ = শুনতে হবে না, আমি তোমার সাথে দেখা
করবো।
নীলা = আমি আসতে পারবো না!
আকাশ = আসতে পারবে না মানে!
তাহলে কি আমি তোমার বাড়িতে আসবো?
নীলা = এই না,
তুমি থাকো আমি আসছি!
….এক ঘন্টা পরে…
আকাশ ও নীলার দেখা হল।
আকাশ = তুমি তখন কি বলছো,
আমাদের ব্রেকআপ তাই না?
নীলা = হুম!
আকাশ = আবার বলো………
নীলা = ব্রেকআপ!
আকাশ = সিরিয়াসলি বলো…
নীলা = এক কথা কত বার বলবো!
আকাশ = আচ্ছা!
এইটা আমাদের কত তম ব্রেকআপ?
নীলা = আমার মনে নেই,
হবে হয়তো ২১৬/২১৭ তম!
আকাশ = তোমার মাথার চুল এত পাতলা কেন?
নীলা = তুমি কি এগুলার আস্ত রাখছো।
তোমার মেজাজ গরম হলে তো এগুলার উপর
হামলা হয়।
আকাশ = মাইর চর কবে খাইছো মনে আছে?
নীলা = আমি কি সত্যি সত্যি এগুলা বলছি,
তুমি এত রেগে যাচ্ছো কেনো?
আকাশ = তাহলে ফোনে কি যেন বলেছিলে?
নীলা = সেতো আমি এমনি বলেছি!
আকাশ = এমনি বলছো তাই না?
নীলা = সেতো তুমিও বলছো!
আকাশ = হাঁ বলি, যখন আমি….
নীলা = আচ্ছা থাক না এই সব!
আকাশ = চল……
তারপর দুজন হাটতে হাটতে কথা বলছে………..
নীলা = জানো আমাদের এই ছোট ছোট ব্রেকআপ গুলা
মাঝে মাঝে এই ভাবে খুব কাছে নিয়ে আসে!
আকাশ = তোমাকে আজ দারুণ লাগছে,
অনেক টা পাগলির মত!
নীলা = জানি, চল ওই দিকটায় বসি!
এই ভাবে চলতে থাকে তাদের
!!!…. অসমাপ্ত ভালোবাসা….!!!
সমার্প্ত
No comments
info.kroyhouse24@gmail.com