Breaking News

সুখ আমার জন্য নয় | লেখক--Rj Jahid-জাহিদ হাসান

একটি ছেলে একটি মেয়েকে খুব পছন্দ করতো
ছেলেটির নাম জাহিদ এর মেয়েটির নাম তানজীম
কিন্তু জাহিদ কিছুতে তার মানের
কথা গুল বলতে পারছিল না
একদিন খুব সাহস করে তানজীমকে
তার মনের কথাটি বলে দিলো
তানজীম কিছু না বলেই চলে গেলো
—-
কয়েক দিন পর তারা একে অপরের
ভালোবাসার সাথে জরিয়ে পড়লো
কিন্তু তাদের ভালোবাসা বেশি দিন টিকলো না
জাহিদ তানজীম এর সাথে কথা বলা বন্দ করে দিলো
তানজীম জাহিদের জন্য খুব চিন্তা করতে লাগলো
কি হয়েছে ওর
তানজীম দেখলো জাহিদ অন্য একটি মেয়ের সাথে
জাহিদ তানজীমকে দেখে না দেখার ভান করে চলে গেলো
তখন তানজীম খুব কষ্ট পেয়ে
অঝরে কাঁদতে শুরু করলো
তানজীম পরে ভাবলো যদি তার ভালোবাসা সত্যি হয়
তাহলে জাহিদ আবারো তার কাছে ফিরে আসবে
—–
তার কয়েক দিন পর জাহিদ আবারো
তানজীম এর কাছে ফিরে আসলো
তানজীম আর না বলে নি কারণ
তানজীম তো জাহিদ আর অপেক্ষাই ছিল
তানজীম তার ভালোবাসা আবার ও ফিরে পেলো
কেয়েক দিন পর জাহিদ আবার ও
তানজীম কে ছেড়ে চলে গেলো
—-
তানজীম এবার অনেক কষ্ট পেয়ে শক্ত হল
জাহিদ কে ভূলে যাবার চেষ্টা করলো
কিন্তু পারলো না ,
প্রতি রাতে মেয়েটি চোখের পানি ঝরে
তানজীম এর জীবনে খুব কষ্ট নেমে আসলো
এর মধ্যে তানজীম এর বিয়ে
ঠিক করলো তার বাবা মা
তানজীম জাহিদ কে ভোলার জন্য বাবা মায়ের
কথা মতো বিয়ে করে ফেললো
কিন্তু তানজীম কিছুতেই ওই জাহিদ কে ভুলতে পারছিল না
———
তানজীম এর husband খুব খারপ ছিলো
বাসাই খুব রাত করে ফিরতো
নেশা ক্রত,মাঝে মাঝে
তানজীম কে খুব মারতো
সব কষ্ট মেনে নিয়ে তানজীম থাকতে পারছিলো না
তানজীম এর শেস সম্বল তার Husband
কিন্তু তানজীম তারও ভালোবাসা পাই না
তানজীম যেন একটি জেল খানায় আসে পরেছে
তাকে দেখার মতো কেও নেই
—-
১ বছর পর তানজীম এর বাবা মা
গাড়িতে চাপা পড়ে মারা গেলো
তানজীম এখন আরো একা হয়ে গেলো
জীবনে চলে আসলো আরো
এক কঠিন কষ্টের মুহুত্ত
এর পর তানজীম এর স্বামী আরো
খারাপ ভাবে অত্যাচার করতে লাগলো
তানজীম এর কষ্ট দেখার মতো আর কেও নেই
আর মনে পড়ে না তার জীবনের সুন্দর মুহুত্ত গুলো
তানজীম জাহিদের ছবি বুকে নিয়ে অঝরে কাঁদে
এখনো একটুও ভোলে নি জাহিদ কে
তানজীম একদিন খুব অসুস্ত হয়ে পড়লো
তাকে হাসপাতালে ভর্তি করা হলো
তানজীম কে দেখে ডাক্তার অবাক হয়ে গেলো
এত সুন্দর একটি মেয়ে-দেখে মনে
হয় তার জীবনে কোন সুখ নেই
তানজীম কে ডাক্তার চেকাব করে দেখলো
২ টি কিন্ডি নষ্ট হয়ে গেছে
ডাক্তার খবর টি বালার জন্য কাও কে পেলো না
তাই তানজীম কে বললো যে তোমার
২টা কিন্ডি নষ্ট হয়ে গেছে
তানজীম শুনে একটু ও কষ্ট পেলো না
তানজীম ডাক্তার কে বললো সত্যি
ডাক্তার হা বলাতে তানজীম হেসে উঠলো
জানের ডাক্তার এটা আমার কাছে কতো খুশির খবর
ডাক্তার কিছু না বলে অবাক হয়ে চলে গেলো
তানজীম এর স্বামী তাকে বাসাই নিয়ে গেলো
বাসাই যাবার পর তানজীম বললো
আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসবে তুমি
আর তুমি তো জানো আমার অবস্তা
তাই তুমি নতুন একটি বিয়ে করে নাও
আমি আমার বাসাই গিয়ে থাকি
তানজীম কে বাসাই দিয়ে আসলো ওর স্বামী
আর নতুন একটি বিয়ে করে নিলো
তানজীম বড় একা হয়ে গেলো
কেও নেই তার পাশে
তানজীম খুব যন্ত করে একটি ডাইরি লিখলো
তার ভালোবাসার মানুষ জাহিদ কে দেওয়ার জন্য
তানজীম তার মনের কথা গুলো সব লিখে রাখে ডাইরি তে
তানজীম এর ইচ্ছে ছিল মারার আগে
জাহিদ কে একবার দেখবে
কিন্তু তার দে ভাগ্য হলো না
তানজীম তার এক বান্ধুবি কে বললো
ডাইরি টা জাহিদ কে দিতে
তানজীম এর কথা মতো ডাইরি টা
জাহিদ এর কাছে দিলো
কিন্তু আজ জাহিদের বিয়ে
তাই খুব ব্যাস্ত থাকার করনে ডাইরি তার
দিকে মন দিতে পারলো না
জাহিদ ডাইরি টা ঘরে রেখে দিলো
এদিকে তানজীম খুব অসুস্ত- হাসপাতালে
নেবার পথে তানজীম মারা গেলো
জাহিদ তার নতুন জীবন শুরু করলো
একদিন জাহিদ এর ডাইরি টার কথা মনে পড়লো
তারপর সে ডাইরি টা নিয়ে
বারান্দাই বসে পড়তে শুরু করলো
——–
কেমন আছো তুমি
জানি ভালো আছো
ভালো থাকার কথা , আমি সব সময় দুয়া করি
তুমি যেন ভালো থাকো
কষ্ট কখনো তোমাকে ছুতে না পারে
কষ্ট কি জিনিস তা আমার
থেকে ভালো আর কেও যানে না
জানো অনেক শপ্ন ছিল তোমাকে নিয়ে
ভেবেছিলাম তুমি অনেক খারাপ
কিন্তু না আমি এমন একটা মেয়ে
যার জন্য ভালোবাসা জন্ম হয় নি
জানো এখনো ও মনে হয় তুমি ফিরে আসবে
কিন্তু এটা সম্ভব না
তুমি চলে যাবার পর যে কষ্ট গুলো আমি পেয়েছি
তার কাছে প সকল কষ্ট হার মানবে
এখন ও মনে হয় তুমি আমার পাসে বসে থাকো
তোমাকে এখনো অনুভব করি
বাবা মা মারা গেছে-
আমি ও আর বেশি দিন চাইলে বাঁচতে পারবো না
কারণ আমার ২ টা কিন্ডি নষ্ট হয়ে গেছে
ইচ্ছা ছিলো মরার আগে তোমাকে দেখবো
কিন্তু তা তো আর হবে না
যদি সময় হয় কবর টি দেখে যেও
তুমি ভালো থেকো সুখে থেকো
———
ডাইরি টি পড়ার পর জাহিদ নিজেকে বড় অপরাধী মনে হল
একটি লাল গোলাপ নিয়ে ছুটে গেলো
তানজীম এর বাসার সামনে
গিয়ে দেখলো ৩ টি কবর এর মধ্যে
১ টি নতুন করে দেওয়া হয়েছে
জাহিদ এর চোখ থেকে এই প্রথম
তানজীম এর জন্য পানি ঝরছে
লাল গোলাপ টি তানজীম এর কবরে
দিয়ে কান্না করে বাসাই আসলো
এভাবে প্রতি বছর গোলাপ দিয়ে যাই জাহিদ
””””সমাপ্ত””””
””তখন কষ্টটা বোঝা যাবে
যখন কারো জন্য তুমি
নিজেই কাঁদবে”’
কাওকে কষ্ট দেওয়ার আগে একটু ভাবে নিবেন
ভালোবাসা সবার জীবনে বার বার আসে না

।।।।।।।।।ধন্যবাদ।।।।।।।

No comments

info.kroyhouse24@gmail.com