গল্প- কোলবালিশ বউ | লেখক - Niloy Ahmed
বউ আরে ও বউ
বলছি এই অবসরপ্রাপ্ত কোলবালিশটাকে আবার কেন আমাদের মাঝে হাজির করলা.!
এটাকে সরাও তাড়াতাড়ি। (আমি)
খবরদ্বার যদি কোলবালিশে হাত দাও তাহলে কিন্তু হাত ভেঙ্গে দিবো !! (অনিকা)
হে হে, তাহলে তো ভালই হবে তুমি নিজের হাতে খাইয়ে দিবে। (আমি)
উহ আমার ঠেকা, তোমাকে খাওয়াতে যাবো কোন দুঃখে। (অনিকা)
দুঃখে খাওয়াবে কেন ,, সুখে খাওয়াবা। (আমি)
দেখ. বক বক না করে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও?? (অনিকা)
তাহলে এই কোলবালিশটাকে মাঝখান থেকে সরাও? (আমি)
বললাম না কোলবালিশ এখানেই থাকবে !! (অনিকা)
বউ এমন করো কেন, আমার কিন্তু সেই রকম শীত লাগছে,
কম্বলের নিচেও কাপা কাপি শুরু হয়ে গেছে ” (আমি)
তো আমি কি করবো? (অনিকা)
তুমি কোলবালিশটাকে সরিয়ে আমাকে একটু…??? (আমি)
উফ,,তুমি চুপ করবে? না তোমার গায়ে পানি ঢেলে দিতে হবে।। (অনিকা)
উরে বাবা,, এই শীতে পানি? না থাক কোলবালিশ সরাতে হবে না,
আর আমাকেও জড়িয়ে ধরতে হবে না..হু??(আমি)
বউ ও বউ তুমি আজ এমন করছো কেন হঠাৎ করে বিনা ঘোষনায় হরতাল দেওয়ার মানে কি। (আমি)
ওই কথা বলতে নিষেধ করলাম না তোমায়, আবার কথা বলো কেন। (অনিকা)
ধুর আর ভাল্লাগেনা।
এই শীতের রাতে বউ ছাড়া কেমনে কি ” একই বিছানায় আছি একই কম্বলের নিচে আছি অথচ কেউ কাউকে ছুঁতে পারবো না। এমন অবিচার সহ্য হয়,, বিছানা ছেড়ে উঠে বসলাম, বাতি জ্বালিয়ে পানি খেলাম? অনিকা তখন দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে।
পানি খেয়ে বাতি নিভাতে গেলাম “তখন হঠাৎ ক্যালেন্ডারে চোখ পড়তেই অবাক। আজ ১২ জানুয়ারি,, হায় হায় আজতো অনিকার জন্মদিন। এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে! কি কারনে এই হরতাল আর কি কারনে কোলবালিশের আগমন তা মহুত্বেই বুঝে গেলাম। আজ অনিকার জন্মদিন আর এ কারনেই হয়তো সকালে কাজে বের হবার সময় বলেছিল তাড়াতাড়ি বাসায় আসতে??
নিজের মাথার চুল ছিড়তে চেষ্টা করছি,, কিন্তু পারছি না। পাঁচ বছর প্রেম করার পর আমরা বিয়ে করেছি ওই পাঁচ বছরে আমি একবার ও অনিকার জন্মদিনের কথা ভুলিনি,, অথচ বিয়ের প্রথম বছরে ভুলে গেলাম।
অনিকা ঘুমিয়ে গেছো নাকি। ও আমার আদুরে বউ রাগ করছো কেন.. সরি বলেছি তো আসলে কাজের চাপের কারনে তোমার জন্মদিনের কথা ভুলিয়ে গেছি। (আমি)
তাহলে যাও তোমার কাজ নিয়েই থাকো, আমার কাছে আসছো কেন।(অনিকা)
জান পাখিটা এদিকে আসো তোমাকে একটা পাপ্পি দেই তাহলে দেখবা রাগ কমে গেছে। (আমি)
দেখ, আমার মেজাজ খারাপ করবা না বলে দিলাম?? (অনিকা)
অনিকা কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়লো অনেক ডাকা ডাকি করলাম কিন্তু কোন লাভ হলো না, মাথাটা পুরা গরম হয়ে গেছে এখন সব রাগ গিয়ে পড়ছে কোলবালিশের উপর। ইচ্ছা করছে কোলবালিশটাকে চিবিয়ে খেয়ে ফেলি,, আচ্ছা কোলবালিশের ভিতরে তো তুলা,, তুলা খেতে কেমন লাগে কেউ জানেন..?? জানলে আমাকে একটু জানায়েন ”
ঘরের ভিতরে পায়চারি করছিলাম হঠাৎ….???
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com