Breaking News

গল্প- নেতার মেয়ে |পর্ব-২

এই ছেলে নাম কি তোমার?

– রবি।

– আমাকে না দেখে চলে যাচ্ছিলে কেনো?

– কে আপনি?

– এলাকায় নতুন নাকি? (পাশে থাকা আরেকটা
মেয়ে)

– হুমম

– কোথায় উঠেছো?

– কেনো?

– কারন,,এই মিম হল এই এলাকার নেতার
মেয়ে। সো সবাই তাকে সম্মান করে,,মাথা
নিচু করে চলে,, এমনি তাকে সবাই
দেখে,,কারন সে হল সেরা সুন্দরী.।

– হাহাহাহাহা..

– হাসলে কেনো? (মিম)

– আপনি নাকি সেরা সুন্দরি??

– হুমমম সেরাই তো…(চুল গুলো একটু ঠিক করলো)

– কোথাকার কোন পেত্নী আইছে..আবার কই
সুন্দরী

কথাটি বলেই চলে আসলাম সোজা সেখান
থেকে। একটু দুরে আসতেই পিছনে ফিরে
তাকিয়ে দেখি সবাই হা করেই আমার দিকে
তাকিয়ে আছে।

যাকগে সে আমার কী। তবে মিম দেখতে
আসলেই সুন্দর।

।।
এই এলাকায় নতুন এসেছি আমরা। আব্বুর
চাকরির সুবাদে এসেছি। আমার পড়াশোনাও
শেষ। একটা চাকরির খোজে আছি।

একটা টিউশনি করতেই এই গলি দিয়ে আসা

আমার। এখানে এসেছি ৪ মাস মত হল।

তখনি
পাশের এক বড় ভাই টিউশনিটা খুজে দেয়। আর
আজই তার প্রথম দিন।

যথারীতি ছাত্রের বাড়িতে গেলাম। পড়িয়ে
চলেও আসলাম। কিন্তু আসার সময় আর
মিমকে দেখিনি। সাঙ্গ পাঙ্গ নিয়ে
ঘোরে।
পরেরদিন আবারো যাচ্ছি…

– এই যে মি.রবি সাহেব
(শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলাম)

– ও হেলো..ডাকছি তোমাকে..(মিম)

– কি বলুন..

– প্রেম করবা?

– কার সাথে?

– কেনো আমার সাথে?

– হিহিহিহি..

– হাসছো কেনো?

– ছেলেদের সাথে আমি প্রেম করিনা

কথাটি বলেই চলে আসলাম। আজো দূরে যেয়ে
তাকিয়ে দেখি মেয়েগুলোর দল আমার দিকে
হা করে তাকিয়ে আছে।

হয়ত ভাবছে এই ছেলেটাই একমাত্র লোক যে
ওদের অপমান করে বেচে ফিরে যাচ্ছি।

আর ছেলে কেনে বলবো না? সবসময় শার্ট আর
প্যান্ট পরে থাকবে। কেমন যেনো লাগে
দেখতে।

.
পড়ানোর শেষে আবার চলে আসলাম। কিন্তু
আসার সময় কোনোদিন তাকে দেখিনা। সন্ধ্যা
হয়ে যায় আসতে আসতে তাই হয়ত থাকে না।

বাসায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। তখনি

আম্মু বললো…

– রবি

– কী..

– তুই কি কোনো ঝামেলা করেছিস নাকি?

– এ মা আমি আবার কি করলাম?

– না মানে করিস নাই। তবে করতেও তো
পারিস।

– হুরর কি যে বলো না,,আমি না ভালো ছেলে?

– হয়ছে আর ঢোল পিটানো লাগবে না। আর
শোন,,পাড়ার ঐ গলিতে বেশি যাবি না।

ওখানে নাকি এই এলাকার নেতার মেয়ে
আড্ডা দেয়। ও নাকি খুব ডেন্জারেস।

– হাহাহাহাহা..

– হাসিস কেনো?

– কিছু না মা,,যাও তো…মেয়েরা আবার
ডেন্জারেস হয় নাকি??

– হুমম সাবধানে থাকিস।
কথাটি বলেই মা চলে গেলো। কিন্তু

মেয়েটাকে তো আমার ডেন্জারেস মনে হল
না।

মনে হল একটা আস্তো গাধী। আর যারা ওর
সাথে থাকে তারা আস্তো ছাগী

কিন্তু কথা হলো গিয়ে, আম্মু জানলো
কিভাবে?

যাক গে,,কাল যেহেতু পড়াতে যেতে হবে।
কাল দেখা যাবে।
(পরেরদিন)
– এই যে হনুমান।
এইবার আমি দাড়িয়ে গেলাম। বলে কি
মেয়েটা? আমি নাকি হনুমান?
– এই ছেমড়ি আমি হনুমান?
– আসতে আসতে (পাশে দাড়ানো মেয়েটা)
– রাখেন আসতে আসতে…যত্তসব পেত্নীদের
দল।
কথাটি বলে চলে আসতে যাবো..ঠিক তখনি
অদ্রিতা প্যান্টের পকেট থেকে একটা চাকু
বের করলো…
হায়রে এটা কি? বললো..
– এটা কি দেখেছো?
– আপেল কাটবেন বুঝি (আমি)
– ঐ চুপ…তোর নাম্বার দে
– আমি তো সিম দিয়ে কথা বলি না,,
– মানে?
– মানে আমি মেমোরি দিয়ে কথা বলি।
জামার কলার ধরে অদ্রিতা বললো…
– ঐ নাম্বার দিতে বলেছি দে,,,না হলে এখনি
পেটে চালান করে দেবো..
অগত্যা নাম্বার দিতে হল..নাম্বার দেয়ার পর
বললাম…
– আপনি সত্যিই মেয়ে তো?
– মানে?
– কদিন পর আপনারে আমি একটা লুঙ্গী গিফট
দিমু।
কথাটি বলেই সোজা হেটে চলে আসলাম। আর
ঠিক তখনি মনে পড়লো,,ভয়ে ভুলে বন্ধ সিমের
একখান নাম্বার দিয়ে এসেছি।
যাক গে সে সব,,আমারই ভালো হলো..
আজো আসার সময় মেয়েটাকে দেখিনি। তবে
আজ লক্ষ্য করেছি, পড়ানোর সময় কেউ একজন
আমাকে পর্দার আড়ালে দেখে।
এটা যে কে জানা দরকার। তবে ছাত্রের
কাছে এ ব্যাপারে জানতে চাইতে কেমন
লাগছে।
বাসায় চলে আসলাম। এসে খেয়ে দেয়ে,
ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে ঘুমিয়ে পড়লাম।
(পরেরদিন)

– এই হারামি? (মিম)

আজও গলি দিয়ে হেটে যাচ্ছিলাম।

– আমি কি??

– তোর ফোন দে

– এ্যাঁ…ছিনতাই করবেন?

– হুটটট,,ফোন দে..

দিলাম আর কি করার…একটু পরেই দিয়ে
দিলো…

– এই নে,,এই দেখ আমার নাম্বার সেভ করে কল
দিছি। রাতে ফোন দিমু। যদি না কথা বলিস,,

তোর কপালে দুঃখ আছে বলে দিলাম।

– যত্তসব শ্যাওড়া গাছের ভুত।
কথাটি বলেই চলে আসলাম সেখান থেকে।

দুরে যেয়ে ফিরে তাকালাম। তখনি দেখলাম
সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে।

হয়ত ভাবছে পেত্নী বাদে ভূত কেনো বললাম।
কারন, যে হারে ওরা ছেলেদের প্যান্ট আর
শার্ট পরছে,,না জানি কবে আমাদের জন্য
ঐগুলো কম পড়ে যায়। শেষমেশ আমাদের শাড়ী
পরে বের হতে হয়কি…

পড়াচ্ছি ছাত্রকে…আজো দেখলাম জানালার
পর্দায় কেউ একজন বসে আছে। আর আমাকে
দেখছে।

কাহিনি কি?

– আচ্ছা রফি,,তোমাদের বাসায় কে কে
থাকে?………waiting for next part….বন্ধুরা পরের পার্ট পেতে আমার প্রোফাইলে যান।।

No comments

info.kroyhouse24@gmail.com