Breaking News

অভিমানি ভালোবাসা

মেয়ে -- আমার বিয়ে ঠিক হয়েছে।বিয়ের জন্য পরিবার থেকে জোর করছে। ছেলে ভালো চাকরি করে। ১ লক্ষ টাকা বেতন ছেলের।
ছেলে -- বিয়ে করে নাও।আমি চায় তুমি ভালো থাকো।।
মেয়েটা হঠাৎ ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে।এরপর ছেলেটাকে কিছু না বলেই চলে যায়।
দুইদিন পর মেয়েটার ছোট বোন এসে ছেলেটাকে একটা চিঠি দিয়ে যায়....
যাতে লেখা ছিল....
সহজে বলে দিলে বিয়ে করে নিতে। একটি বার ও ভাবলে না,,, আমার সব চাওয়া তোমাকে ঘিরে,,,,,
আমাকে সুখি দেখতে চাও।অথচ আমার সুখ কিসে তা তুমি জানো না।চাইলেই পারতাম বিয়েটা করে নিতে,,,,,
কিন্তু বিয়েটা হয়তো টাকাকে করা হতো।তোমাকে এত ভালোবাসি যে আমার জিবনে আর ভালোবাসা নেই।যা দিয়ে আবার নতুন করে শুরু করব।
যদি একটি বার বলতে যে..... আমাকে ছাড়া বাঁচতে পারবে না......
তাহলে সব ঝড়কে পারকরে বেচে থাকতাম। কিন্তু কার জন্যে বেচে থাকবো বলো??
তাই চলে গেলাম......
চিঠিটা পরে ছেলেটা চিৎকার করে কাঁদতে থাকে।।
হঠাৎ ছেলেটার মোবাইল বেজে উঠলো।।
ছেলে -- হ্যালো
মেয়ে -- কান্না থামলে বাহিরে আসো।। আমি তোমার জন্যে দাঁড়িয়ে আছি।।
কি করবো আমি তোমাকে ছাড়া মরে গিয়েও থাকতে পারবো না.......তাই মরতে পারি নি।।
সে দিন তুমি অভিনয় করেছো আজ আমি করলাম।
তখন ছেলেটা এসে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো.....
আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না,,,,,,,,,,,,,,

end

No comments

info.kroyhouse24@gmail.com