Breaking News

অপমানের পর ভালোবাসা | ৩য় পর্ব

মেঘঃএই তুমি আমার আইসক্রিম ফেলে দিলে কেনো???
অবনিঃবেশ করেছি ফেলে দিয়েছি।।।
মেঘঃএকদম ভালো কর নাই কত মজা ছিলো আইসক্রিম টা।।আমি।কত মজা করে খাচ্ছিলাম
আর তুমি সেটা নষ্ট করে দিলে???
অবনিঃদেখ মাথা গরম করাবি না বলে দিলাম
মেঘঃমাথা গরম করালে কি করবা শুনি???
অবনিঃতরে ইচ্ছা মত চড় মারবো।।
মেঘঃআচ্ছা দাও আজ এখনো চড় খাইনি অনেক মিস করছি 
চড় গুলোকে মিস করছি প্লিজ চড় দাও প্লিজ।।
অবনি অনেক রেগে গিয়ে মেঘকে আবার কতগুলো চড় মেরে 
দিলো আজ সে তার প্রিয় খাবার খেতে পারবে না তাই???
মেঘ চড় গুলো খেয়ে হাসছে
 
 
কারন আজ অবনিকে জব্দ করতে পেরেছে।।
আর এখন মেঘ অবনিকে অনেক বেশি ভালোবাসে তাই
অবনি এর সকল কিছু এখন মেঘ এর ভীষণ ভামলো লাগে...
চড় গুলোকে অবনি এর মতই ভালোবেসে ফেলেছে মেঘ তাই আজ একটু আগে
 ইচ্ছা করেই চড় গুলো খেলো মেঘ।।
অন্যদিকে অবনি এর কান্না পাচ্ছে
অবনি বলছে বদ মেঘ আজ ইচ্ছা করেই মনে হয় আমার জন্য ফুচকা আনলো না।।।
আমারই দোষ আমি তো মেঘ এর আনা ফুচকা মেঘ এর সামনে খাইনা
তাই হয়তো আনে নাই বদ একটা।।।
সুযোগ পাই আমি এর প্রতিশোধ নিয়ে সারবো
তারপর অবনি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো।।
মেঘ তো অনেক আগেই ঘুমিয়ে পরেছে।।
তারপর দিন সকালে অবনি মেঘ এরগায়ে পানি ঢেলে দিলো মেঘ সাথে 
সাথে বলে উঠলো আব্বা জান আপনি কোথায় আপনার বাসার ছাদ ফুটো হয়ে গেছে।।
 
 
বৃষ্টি এর পানি ঘর এর মধ্যে প্রবেশ করছে।।।
তখন অবনি হাসতে বললো কিরে কেমন লাগে।।
মেঘঃঅহহ তুমি তা তুমি আমার গায়ে পানি ঢাল্লে যে???
অবনি মন চাইছে তাই ঢালছি তোর আমারের ঘুম আমার সহ্য হচ্ছিলো 
না তাই পানি ঢেলে তোর ঘুমটা নষ্ট করলাম
অবনি মনে মনে বলছে দেখ এবার কেমন লাগে কাল রাত এ 
তো আমার জন্য ফুচকা আনিস নাই
এখন বুঝেক মজা।।।
মেঘ আর কিছু না বলে ফেশ হতে চলে গেলো এসে খেয়ে দেয়ে অফিস চলে গেলো
অফিস গিয়ে মেঘ....
ভাবছে আচ্ছা অবনি কি আমাকে কোনোদিনো ভালোবাসবে না।।
নাকি অবহেলা অপমান র দুষ্টুমি করে যাবে হ্যা মেঘের অবনির দুষ্টুমি 
গুলো অনেক ভালো লাগে কিন্তু তাই বলে অবনি এর অবহেলা অপমান এগুলো মেনে নেওয়া যায় না।।।
কিন্তু মেঘ একটা বিষয় ভেবে খুশি কারন অবনি এর ব্যাবহার আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে।।
কিন্তু অবনি এখনো মেঘকে তার কাছে যাবার সুযোগ দেই নাই।।
দুপুর বেলা মেঘ অবনিকে কল দিলো
হ্যা বলো
কি করছো খাইছো
অবনি বললো আচ্ছা তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই নাকি এতো অপমান করি তাও তুমি
কেনো এইসব জিজ্ঞাস করো আমার ভালো লাগে না এই সব এই বলে অবনি কলটা কেটে দিলো।।
মেঘ সেদিন রাত এ ফুচকা নিয়ে বাসায় আসলো
মেঘ অবনিকে দিত্র গেলো কিন্তু অবনি নিলো না
তাই মেঘ সেগুলো রেখে ঘুমিয়ে পড়লো মেঘ ঘুমালেও অবনি কিন্তু ঘুমায়নী 
কারন আজ সে তার প্রিয় খাবার খেতে পারবে।।।
 
 
অবনি সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়লো এভাবেই চলছে মেঘ সব সময় অবনি
 এর খোজ খবর নেয় কিন্তু অবনি ভুলেও কোনো দিন মেঘ এর ব্যাপারে কিছু জানত্র চাইনি।।
অবনি মেঘকে সহ্য করতে পারে না।।
অফিস ছুটি ছিলো তাই মেঘ ভাবলো আজ অবনিকে নিয়ে একটু ঘুরে আসলে 
কেমন হয় যেই ভাবা তেমন কাজ
মেঘ অবনি এর কাছে গিয়ে বললো এই অবনি ঘুরতে যাবা
অবনিঃনা আমি তোমার সাথে ঘুরতে যেতে পারবো না
মেঘবপ্লিজ চলো না চলো সেই যায়গা টায় আগে যেখানে প্রতিদিন একজন আর 
একজন এর হাত ধরে ঘুরে বেড়াতাম।।
অবনি এই কথা শুনে মেঘকে কষে কয়েকটা চড় দিলো
আর বলতে লাগলো অই ফকির তরে একবার বললাম আমি তোর সাথে ঘুরতে যাবো না
তর কান দিয়ে সেগুল ঢুকে নাই।।
আর আগে ঘুরতাম বাধ্য হয়ে তোর মত ফকির এর সাথে ঘুরে নিজেকে অনেক
 ছোট করেছি আর করতে পারবো না যা দূর হ আমার চোখ এর সামনে থেকে
 
 
মেঘ কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে গেলো
সে পর্কে গিয়ে বসে আছে একদম একা তার সঙ দেবার
মত কেও সেখানে এই।।সবার যে যে যার প্রিয় মানুষ কে নিয়ে এসেছে।।
মেঘ সেগুলো দেখছে আর নীরবে চোখ এর পানি ফেলছে
কারন কিছুদিন আগেও মেঘ এর অবনি এভাবেই ঘুরে বেরিয়েছে
কিন্তু আজ অবনি মেঘকে বললো তার মত ফকির এর সাথে ঘুরলে নাকি সমাজে তার সম্মান নষ্ট হবে।।
মেঘ এই সব ভাবছে আর চোখ এর পানি ফেলছে।।
মেঘ অনেক রাত অবধি বাহিরে কাটিয়ে আসলো আর এসেই
অবনিকে কিছু না বলে বিছানা না করেই ঘুমিয়ে পরলো
অবনি বেশ অবাক হলো আজ মেঘ সারা দিন এ একবার কথাও বলেনি এখনো বললো না...
আবার আজকে ফুচকা বা আইসক্রিম কিছুই সাথে আনেনি অবনি তো ভেবেই পাচ্ছে না মেঘ এর কি হলো
পরদিন সকালে মেঘ উঠে অবনিকে ডেকে তুললো।।
সেদিন অবনি মেঘকে কিছু বলেনি।।
অবনি উঠে ফ্রেশ হতে গেলো
মেঘ খাবার টেবিলে অবনি এর জন্য অপেক্ষা করছে
অবনি আর মেঘ পাশাপাশি বসে খায়
তানাহলে অবনি এর আব্বু কিছু সন্দেহ করতে পারে তাই
সবাই মিলে খাচ্ছে
 
 
তখন অবনি এর আব্বু বললো তা বাবা এখন তোমাদের মধ্যে সব বোঝা পড়া হয়ে গেছে 
তো একজন অপর জন কে বুজতে পেরেছো তো।।
তখন মেঘ বললো আব্বু আপনি কি বলছেন জানেন আমরা একজন অপরজন
 কে ছাড়া একটু সময় থাকতে পারি না
আমি তো খুব ভালোবাসি আপনার মেয়েকে
আর আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে
মেঘ এই কথা বলার ফাকে একটু অবনি এর দিকে তাকালো
দেখলো অবনি রাগি একটা লুক নিয়ে তার দিকে চেয়ে আছে
মেঘ আর কিছু না বলে খাবার না খেয়ে অফিস এর জন্য বের হয়ে গেলো
কিন্তু অফিস গিয়ে শুনতে পারলো তার অফিস এর যে বস তার নাকি প্রথম সন্তান হয়েছে তাই সবাই কে যেতে বলেছে সাথে তাদের স্ত্রী স্বামী কে নিয়ে যেতে বলা হয়েছে
অহহ আপনাদের তো বলাই হয়নী মেঘ অন্য একটা কোম্পানি তে চাকরি করে তার শশুর মশায় অনেক বার তা কোম্পানি তে জয়েন করতে বলেছিলো
কিন্তু মেঘ জয়েন করেনী।।।
মেঘ তো কথাটি শুনে ভীষণ চিন্তায় পরে গেলো কি
করে অবনিকে নিয়ে যাবো
অবনিতো তার সাথে কিছুতেই যাবে না কিন্তু না গেলেও মানসম্মান থাকে না।
কারন অফিস এর সবাই জানে মেঘ কিছুদিন আগে বিয়ে করেছে
মেঘ রাত করে বাসায় ফিরলো,,,
 
 
সাথে ফুচকা নিয়ে,,,
মেঘ ফুচকা গুলো রেখে ফ্রেশ হতে গেল
ফ্রেশ হয়ে এসে মেঘ অবনিকে বললো অবনি তোমার সাথে আমার কিছু কথা ছিলো
অবনিঃহ্যা বলো কি বলবে???
মেঘঃনা মানে কালকে অফিস এর বস এর বাসায় একটা পার্টি আছে
সবাই কে যার যার স্বামী স্ত্রী কে সাথে নিয়ে যেতে বলেছে,,,
তাই তোমাকেও আমার সাথে যেতে হবে
অবনিঃনা আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না।।।
মেঘঃকিন্তু
অবনিঃকোনো কিন্তু নয়
আমি যেতে পারবো না ব্যাস
মেঘ বুঝলো অবনিকে বলে কিছু হবে না
তাই মেঘ অবনিবের আব্বুর কাছে গিয়ে সব বুঝিয়ে বললো।।।
তখন অবনি এর আব্বু অবনি কে ডেকে বললো অবনি মা শুধু কালকের দিন এর জন্যই যা না
আর এমনি তেও তুই এখনো মেঘ এর সাথে বাহিরে বের হোস নাই।।
যা একটু ঘুরে আয় ভালো লাগবে।
 
 
অবনি তখন কিছু বললো না বললো হ্যা সে যাবে মেঘ এর সাথে কিন্ত মনে মনে
একটা প্লান করেছে সেটা কালকে কাজে লাগাবে
মেঘ তাদের রুম এ এসে ঘুমিয়েয়ে পরলো
কিছুক্ষণ পর অবনি এসে চুরি করে ফুচকা গুলো
খেয়ে অবনিও ঘুমিয়ে পরলো
পরদিন তাড়া দুজন মিলে পার্টি তে গেলো।।।
অবনি নিজের গাড়ি করে গেলো
বস এর বাসায় এসে সবার সাথে কিছু কথা বললো মেঘ সবার সাথে অবনি এর পরিচয় করিয়ে দিচ্ছে এতে
অবনি অপমানিত বোধ করছে তারপর সবাই মিলে পার্টি এর অনুষ্টান উপভোগ করতে লাগলো
একসময় তারা গান এর তালে তালে নেচে উঠলো
মেঘ অবনি এর কোমর ধরলো নাচার সময়
তখন সব কিছু কেমন জানি জীবন হীন হয়ে গেলো কেনো হলো জানেন
অবনি মেঘকে অনেক গুলো চড় মারলো।।
আর তা দেখেই সবাই চুপ হয়ে গেলো।।
তারপর অবনি বলতে লাগলো অই ফকির এর বাচ্চা তরে না সেদিন বলেছি
 তুই আমার ধারেই কাছে আসবি
না তাও তুই আজ আমাকে স্পর্শ করলি কেনো।।।
ফকির তর সাথে আসাই তাই ভুল হয়েছে এভাবে অপমান করতে লাগলো মেঘকে 
এটাই ছিলো অবনি এর প্লান এখানে এসে মেঘকে অপমান করবে।।।
আর সেটাই সফল হলো অবনি অবনি সেখানে না থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে গেলো
আর মেঘ সেখানেই চুপ করে দাঁড়িয়ে ছিলো
 
 
তখন বস এসে বললো মেঘ সাহেব আমি সরি আমার জন্যই আপনার এরকম অপমান হলো
মেঘ বললো স্যার আপনি সরি বলছেন কেনো
সরি তো আমি বলবো আমার জন্য আপনাদের আনন্দ মাটি হয়ে গেলো।।
সবাই বললো মেঘ সাহেব এভাবে বলবেন না।
চিন্তা করবেন না ভাবি এক সময় তার ভুল বুঝতে পারবে
আপনি মন খারাপ না করে আসুন আমাদের সাথে আমরা অনেকেই এখনো সিজ্ঞেল আছি।।
আপনি আমাদের সাথে আসুন
মেঘ তাদের সাথে।মিশে তার কষ্ট টাকে একটু দূর করতে চাইলো।।।
হঠাৎ মেঘ এর ফোন টা কেপে উঠলো মেঘ ফোন এর স্কিনে দেখলো 
তার শশুর মশাই কল করছে মেঘ রিছিভ করে বললো হ্যা বাবা
অবনি বাসায় গেছে
অবনি এর আব্বু কাদতে কাদতে বললো বাবা তুমি এখনি হাসপাতাল চলে আসো।
অবনি এর গাড়ি এক্সিডেন্ট করেছে
অবনি এর অবস্থা বিপদজনক


চলবে

No comments

info.kroyhouse24@gmail.com