স্কুল লাভ | লেখক - মাজিদুল | ২য় পর্ব
অনেক ভাবলাম, বিয়ের দিনের বাকী মাত্র ৫ দিন।
এর মধ্যেই কিছু একটা করতে হবে।
এসব ভাবতে ভাবতে দুই দিন চলে গেল।
আমার মামাতো ভাই এক দিন মীনার কার্রটুন দেখ ছিলো।
পর্বের নাম ছিলো ""বিয়ের বয়স হয় নাই ""
পরে মনে হলো প্রিয়ার তো ১৪-১৫ বছর।
তার মানে বাল্য বিবাহ আইন বিরুধী।
আমি ঢাকা শহর বেশি চিনি না তাই মামাকে নিয়ে পুলিশ স্টেশনে গেলাম।
তাদের ব্যপার টা বুঝিয়ে বললাম পুলিশ বলল ঠিক আছে আমরা দেখবো।
বিয়ে দিন আর পুলিশ আসে না
পরে জানতে পারি ঐ ছেলেটি পুলিশকে ঘুশ দিয়ে আসতে না করে দিয়ে।
এ দিকে বিয়ের কাজ শুরু হয়ে গেছে।
আমি লুকিয়ে সব দেখছি। হঠাৎ বাহিরে তাকিয়ে দেখলাম একটা পুলিশ যাচ্ছে।
আমি দৌড়ে গিয়ে বললাম " এই বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে "
সে বলল আমি এজন্যই এখানে এসেছি।
আমি অবাক হলাম এবং বললাম----আপনাদের ঐ ছেলেটি ঘুশ দিয়েছে না।
সবাই কিন্তু খারাপ না।
বাড়িতে ডুকে সরাসরি সন্ত্রাসীকে গ্রেফতার করল।
এই বিয়ে বন্ধ হওয়ায় প্রিয়ার পরিবারের সাবই খুশি হলো।
একটু পরে মামাও আসল মামাকে বললাম তুমি গিয়ে বুঝাও এখন বিয়ের বয়স না।
পড়াশোনা করতে থাক।
মামা তাই বুঝালো আরও উপদেশ মুলক কিছু কথা বলল।
তারপর প্রতিদিন স্কুলে যেত আমরা দুই বেন্ঞ্চে বসলেও পাশা পাশি বসতাম।
ক্লাশের ফাক পেলেই দুজনে কথা বলতাম
এক দিন শিক্ষা সফরে গেলাম। আমরা তখন ১০ম শ্রেণীতে পড়ি। আমরা পাশাপশি বসলাম।
দুই জনে গল্প করতে করতে সময় কখন চলে গেলো বুঝতেই পারলাম না।
সে সময় যা কথা হলো তা হলো
আমি---- তুমি আমায় কখন থেকে ভালোবাস।
প্রিয়া-----কেনো।
আমি---- জানার ইচ্ছা করছে তাই।
প্রিয়া----- বলবো না।
আমি---- প্লিজ বলনা।
প্রিয়া---- ক্লাস 2 থেকে,,,,,,,,,,তুমি...........?
আমি--- তখন তুমি এসব বুঝতে।
প্রিয়া----- না তবে.......... ভালো লাগতো। অহহ.... তুমি বললে না তো।
আমি---- ক্লাস 7 থেকে।আসলে আমি আগে এসব বুঝতাম না । তবে তুমি কিন্তু বলনি যে আমায় ভালোবাস।
প্রিয়া---- কিভাবে বলবো।
আমি----- অন্যরা যে ভাবে বলে।
অনেক সময় পরে
আমি----- এবার গ্রামের বাড়ি যাবে না
প্রিয়া """ হঁ্যা """😃😃😃
এবাবে চলে এল এপ্রিল মাস, মানে এই মাসে ১৪ তারিখ বৈশাখী মেলা
আমি ভাবলাম আমরা এক সাথে গ্রামে যাব। মামা বলল আমার সাথে কাল যাবি।
আগামীকাল বৈশাখী মেলা।
রাতে হঠাৎ ভূমিকম্প হলো
প্রিয়া যে বাসায় থাকত শুনলাম সেই এপার্টমেন্ট নাকি বেঙ্গে গেছে।
আমি ছুটলাম ঐ দিকে,,,শুনলাম মানুষ কিছু আঘাত পেয়েছে আর ১০-১৭ জন মানুষ মারা গেসে।😭😭😭😭
আমি আজ্ঞান হয়ে যাই
মামা আমাকে সেখান থেকে নিয়ে আসে।
NEXT
এর মধ্যেই কিছু একটা করতে হবে।
এসব ভাবতে ভাবতে দুই দিন চলে গেল।
আমার মামাতো ভাই এক দিন মীনার কার্রটুন দেখ ছিলো।
পর্বের নাম ছিলো ""বিয়ের বয়স হয় নাই ""
পরে মনে হলো প্রিয়ার তো ১৪-১৫ বছর।
তার মানে বাল্য বিবাহ আইন বিরুধী।
আমি ঢাকা শহর বেশি চিনি না তাই মামাকে নিয়ে পুলিশ স্টেশনে গেলাম।
তাদের ব্যপার টা বুঝিয়ে বললাম পুলিশ বলল ঠিক আছে আমরা দেখবো।
বিয়ে দিন আর পুলিশ আসে না
পরে জানতে পারি ঐ ছেলেটি পুলিশকে ঘুশ দিয়ে আসতে না করে দিয়ে।
এ দিকে বিয়ের কাজ শুরু হয়ে গেছে।
আমি লুকিয়ে সব দেখছি। হঠাৎ বাহিরে তাকিয়ে দেখলাম একটা পুলিশ যাচ্ছে।
আমি দৌড়ে গিয়ে বললাম " এই বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে "
সে বলল আমি এজন্যই এখানে এসেছি।
আমি অবাক হলাম এবং বললাম----আপনাদের ঐ ছেলেটি ঘুশ দিয়েছে না।
সবাই কিন্তু খারাপ না।
বাড়িতে ডুকে সরাসরি সন্ত্রাসীকে গ্রেফতার করল।
এই বিয়ে বন্ধ হওয়ায় প্রিয়ার পরিবারের সাবই খুশি হলো।
একটু পরে মামাও আসল মামাকে বললাম তুমি গিয়ে বুঝাও এখন বিয়ের বয়স না।
পড়াশোনা করতে থাক।
মামা তাই বুঝালো আরও উপদেশ মুলক কিছু কথা বলল।
তারপর প্রতিদিন স্কুলে যেত আমরা দুই বেন্ঞ্চে বসলেও পাশা পাশি বসতাম।
ক্লাশের ফাক পেলেই দুজনে কথা বলতাম
এক দিন শিক্ষা সফরে গেলাম। আমরা তখন ১০ম শ্রেণীতে পড়ি। আমরা পাশাপশি বসলাম।
দুই জনে গল্প করতে করতে সময় কখন চলে গেলো বুঝতেই পারলাম না।
সে সময় যা কথা হলো তা হলো
আমি---- তুমি আমায় কখন থেকে ভালোবাস।
প্রিয়া-----কেনো।
আমি---- জানার ইচ্ছা করছে তাই।
প্রিয়া----- বলবো না।
আমি---- প্লিজ বলনা।
প্রিয়া---- ক্লাস 2 থেকে,,,,,,,,,,তুমি...........?
আমি--- তখন তুমি এসব বুঝতে।
প্রিয়া----- না তবে.......... ভালো লাগতো। অহহ.... তুমি বললে না তো।
আমি---- ক্লাস 7 থেকে।আসলে আমি আগে এসব বুঝতাম না । তবে তুমি কিন্তু বলনি যে আমায় ভালোবাস।
প্রিয়া---- কিভাবে বলবো।
আমি----- অন্যরা যে ভাবে বলে।
অনেক সময় পরে
আমি----- এবার গ্রামের বাড়ি যাবে না
প্রিয়া """ হঁ্যা """😃😃😃
এবাবে চলে এল এপ্রিল মাস, মানে এই মাসে ১৪ তারিখ বৈশাখী মেলা
আমি ভাবলাম আমরা এক সাথে গ্রামে যাব। মামা বলল আমার সাথে কাল যাবি।
আগামীকাল বৈশাখী মেলা।
রাতে হঠাৎ ভূমিকম্প হলো
প্রিয়া যে বাসায় থাকত শুনলাম সেই এপার্টমেন্ট নাকি বেঙ্গে গেছে।
আমি ছুটলাম ঐ দিকে,,,শুনলাম মানুষ কিছু আঘাত পেয়েছে আর ১০-১৭ জন মানুষ মারা গেসে।😭😭😭😭
আমি আজ্ঞান হয়ে যাই
মামা আমাকে সেখান থেকে নিয়ে আসে।
NEXT
No comments
info.kroyhouse24@gmail.com