Breaking News

বউয়ের অবহেলা | পর্ব -৪

মিম:আমি আপনাকে স্বামী হিসেবে মানিনা।
আমি:কেন???
মিম: কারন আমি একজনকে ভালোবাসি।
মিমের কথায় যেন আমি আকাশ থেকে বল্লাম।
/
আমি:তাহলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন???
মিম:আমার আব্বু আম্মুর কথা রাখতে আমি আপনাকে বিয়ে করেছি।আপনি আমাকে কয়েকদিনের মধ্যে ডিভোর্জ দিবেন।আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারব না।
/
আমি:কিন্তু ছয়মাস আগে তো ডিভোর্জ পেপার হাতে আসেনা।আপনি এই ছয়মাস এখানে থাকতে হবে।
মিম:আপনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিবেন।আর আপনি আমাকে কোনো রকম ভাবে টার্চ করবেন না।
/
আমি:এটা নিয়ে আপনি চিন্তা করবেন না।কিন্তু অনুগ্রহ করে আমার মা-বাবার সামনে স্বামী-স্ত্রী অভিনয় করতে হবে।যাতে উনারা না বুঝতে পারে আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না।
/
মিম:আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব।
আমি:আপনি এখন ফ্রেশ হয়ে ঘাটে শুয়ে পড়েন।আমি সোফায় শুয়ে পড়ব নে।
/
আমি বালিশ কাথা নিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আমার সাথে কেন শুধু এইরকম হয়।আমার কি দোষ ছিল।আমিও একটা মেয়েকে ভালোবাসতাম।কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে।
/
এইজন্যে আমি বিয়েদে রাজি হচ্ছিলাম না।কিন্তু কপালই খারাপ আমার বিয়ের করা বউ অন্য কাউকে ভালোবাসে।
/
ভাবতে ভাবতে রাতে কখন ঘুমিয়েছিলাম মনে নেই,, সকাল এ মীম এর ডাকে ঘুম ভাঙ্গলো,,,ঘুম ঘুম চোঁখে মীমের দিকে তাকিয়ে আমিতো ক্রাস খাইলাম।।
/
নীল শাড়ি পরেছে ও চুল গুলো ভিজা।।
মনে হয় মাত্র গোসল করেছে।।
দেখতে এতো সুন্দর লাগছে যে আপনাদের বলে বুঝাতে পারবো না।
/
ইচ্ছে করছে কাছে টেনে একটু আদর করে দি।।
কিন্তু তা কোন ভাবে সম্ভব না,,,কারন মীম এর নিষেধ আছে ওকে যেন টাচ না করি।তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিলাম।
/
আমি:কি হয়েছে ডাকছেন কেন??
মিম:আসলে আম্মু আপনাকে ডাকছে ব্রেকফাস্ট করার জন্য।
/
আমি:আচ্ছা আপনি যান আমি আসছি।
/
কি আর করার তাই বাধ্য হয়ে উঠতে হলো। ফ্রেস হয়ে ওয়াসরুমের দিকে যাচ্ছিলাম,,হঠাৎ একটা কথা মনে হলো তাই আবার ফিরে এসে মীমকে
বললাম---
/
আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা যেন আমার পরিবারের কেউ না জানে।আমি আবার বল্লাম কথাটা।
কারন আমি চাই না আমার পরিবারের কেউ এসব জেনে কষ্ট পাক।।।
/
পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে।।
মীম বললো- আচ্ছা ঠিক আছে কেউ জানতে পারবে না। আর আমাদের ডিভোর্স এর কি হবে।।
আমি- ওটা নিয়ে টেনশন করবেন না।। ঠিক সময় মতো পেয়ে যাবেন।
/
আর কথা না বাড়িয়ে ফ্রেস হতে চলে গেলাম। ফ্রেস হয়ে এসে সরাসরি খাবার টেবিলে চলে গেলাম।
/
চুপ করে মাথা নিচু করে খাবার খাচ্ছি।আর মিম খাবার সবাইকে বেড়ে দিচ্ছে।
/
আম্মু:তুমিও বসে পড় মা।সবাই একসাথে খাই।
মিম:না মা আপনারা সবাই খেয়ে নেন।তারপরে আমি খাব নে।
/
আম্মু:কি বলো এইগুলো তুমি এই ঘরের বউ। তুমি কেন পরে খাবে।বস তুমি আমাদের সাথে।
/
আব্বু:বসে পড় মা।
নিশি:ভাবি বসে পড়েন তো।
খাবার খাচ্ছিলাম হঠাৎ আব্বু বল্ল,,,,
/
আব্বু:আজকে দুপুরে তোমার শশুর বাড়ির থেকে লোক আসবে তোমাদেরকে নিতে।দুপুরে যাতে তোমাকে।ঘরে দেখি।
/
আমি:ঠিক আছে আব্বু।
খাওয়া দাওয়া করে ঘরে এসে বন্ধুদেরকে ফোন দিলাম।
আমি:হ্যালো ইশান তোরা সবাই এখন করিম চাচার দোকানে আয়।আমি আসতেছি তোদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে।
/
ইশান:আমরা তো সবাই করিম চাচার দোকানে আড্ডা দিতাছি।
আমি:তাহলে তোরা দাড়া আমি পাচঁ মিনিটের মধ্যেই আসতেছি।
/
ইশান:আরে মাম্মা বস বস।তা কি মনে করে এতো জরুরী তলব কেন জানতে পারি।
/
রাতের ঘটনা সব ওদেরকে খুলে বল্লাম।
ইশান:দোস্ত চিন্তা করিস না ভাবি তোকে দেখিস একদিন না একদিন ভালোবাসবে।
/
বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ ফোনটা বেজে উঠল।ফোনটা হাতে নিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে।ফোনটা রিসিভ করার সাথে সাথে বলা শুরু করল
/
আব্বু:ওই হারামজাদা কই তুই???
আমি:আব্বু আমি তো করিম চাচার দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি।
/
আব্বু:তরেনা বলছিলাম দুপুরে বাসায় থাকতে।
আমি:কেন????
আব্বু:কেন মানে তোর না আজকে দুপুরে শশুর বাড়ির থেকে লোক আসবে।তোকে আর মিমকে নিতে।
/
এইরে সব তো ভূলে গেছি।(মনে মনে)
আব্বু:কিরে কথা বলছিস না কেন??তুই পাচঁ মিনিটের মধ্যে বাসায় আসবি। না হলে তোর খবর আছে।
/
আমি:আব্বু আমি এখনই আসছি।ফোন কেটে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১:৩০মি বেজে গেছে।বন্ধুদেরকে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
/
কলিংবেল বাজানোর সাথে সাথে ছোট বোন দরজা খুলে দিল।ঘরের ভেতরে টুকে দেখি শশুর বাড়ির লোক আসছে।তাদেরকে সালাম করে নিচে ঘরে চলে যাই রেডি হওয়ার জন্য।
/
ঘরের ভেতরে টুকে দেখি মিম শাড়ি পাল্ঠাচ্ছে।মিমকে এই অবস্থায় দেখে নিজেকে কন্টোল করতে পারলাম না।সাথে সাথে পিছন থেকে জরিয়ে ধরেছি।
/
আমার আচমকা পিছন থেকে জরিয়ে ধরার কারনে মিম ভয় পেয়ে যায়।ঠাসসসস....
মিম:কুওার বা.....তোকে আমি ভালো মনে করেছিলাম।আর তুই আমাকে জরিয়ে ধরেছিস।কুওা,বান্দর।
/
আমি:সরি আমি ইচ্ছা করে এইরকম করেনি।বিশ্বাস করুন।আপনাকে এই অবস্থায় থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
/
মিম:তোদের মত থার্টক্লাস পোলাদেরকে আমার ভালো করে জানা আছে।এই পরে যদি কোনো সময় যদি আমাকে টাচ করার চেষ্টা করিস।তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবেনা।
/
এইগুলো বলে মিম চলে গেল।আর আমার চোখ থেকে কয়েক ফোটা নোনা জল গড়িয়ে পড়ল।ভাই আপনারই বলেন নিজের বউকে কি জরিয়ে ধরতে পারিনা।বুকে কষ্ট নিয়ে ফ্রেশ হতে ওয়াসরুমে চলে গেলাম।
/
ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে গাড়িতে করে শশুর বাড়িতে চলে গেলাম।গাড়িতে কেউ কারও সাথে কথা বলিনি।
/
শশুর বাড়ি পৌছাতে পৌছাতে সন্ধ্যা হয়ে যায়।মিম আর আমাকে সাদরে বরন করলেন।শশুর বাড়ির লোকেরা আমাকে আপ্যায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
/
চলবে............

No comments

info.kroyhouse24@gmail.com