আমি তোমার চোখের কাজল হবো
মধ্যে রাতে বায়না ধরে তোমার চোখে কাজল
একেঁ তোমার দৃষ্টি করে আমার ভালোবাসায় তোমাকে মুগ্ধ করে তোমার আদর নিবো...!
আমি তোমার ঠোঁটের আইলেনার না সোজা লিপস্টিক হবো যত্ন করে গাড়ো রংয়ের কালার হবো তারপর তোমার ঠোঁটের ছোয়াঁ পেতে তোমার গালে বাস করবো..!
আমি তোমার কপালের ছোট্র একটা টিপ হবো তারপর তোমার দুই ভুরুর কচকে যাওয়া দেখে মাতাল হওয়া অভিমান ভাঙার সুর হবো..!
আমি তোমার ঠোঁটের আইলেনার না সোজা লিপস্টিক হবো যত্ন করে গাড়ো রংয়ের কালার হবো তারপর তোমার ঠোঁটের ছোয়াঁ পেতে তোমার গালে বাস করবো..!
আমি তোমার কপালের ছোট্র একটা টিপ হবো তারপর তোমার দুই ভুরুর কচকে যাওয়া দেখে মাতাল হওয়া অভিমান ভাঙার সুর হবো..!
আমি তোমার শাড়ির আচলঁ হয়ে তোমার হৃদয়ে সংঘটিত হবো...! তারপর তোমার বুকপাজরের তিল গুলো একটা দুইটা করে গুনার সুযোগ করবো..!
আমি তোমার হাতের রিনিঝিনি কাচেরঁ চুড়ি হবো তারপর তোমার হাতের স্পর্শে আমার মনে প্রেমের বাগান বানাবো..!
আমি তোমার কোমড়েরই বিছা হবো. তারপর সারাখন তোমার পিছুপিছু ঘুরঘুর করে তোমাকে জ্বলিয়ে ছেড়ে তোমার টোল পড়া গালের রাগ হওয়ার মহিমা দেখবো..!
আমি তোমার পায়ের নুপুর হবো নুপুরের ছন্দে তালে তালে তোমাকে নিজের মতন করে গড়ে তুলে ভালোবাসা শিখাবো..!
আমি তোমার বুকে আমার ভালোবাসা দিয়ে রাজমহল বানাবো তারপর রাজকুমার হয়ে তোমার হাত টা খুব যত্ন করে আগলে রেখে তোমাকে আমার বউ রাণী করে রাখবো..!
আমি তোমার হাতের রিনিঝিনি কাচেরঁ চুড়ি হবো তারপর তোমার হাতের স্পর্শে আমার মনে প্রেমের বাগান বানাবো..!
আমি তোমার কোমড়েরই বিছা হবো. তারপর সারাখন তোমার পিছুপিছু ঘুরঘুর করে তোমাকে জ্বলিয়ে ছেড়ে তোমার টোল পড়া গালের রাগ হওয়ার মহিমা দেখবো..!
আমি তোমার পায়ের নুপুর হবো নুপুরের ছন্দে তালে তালে তোমাকে নিজের মতন করে গড়ে তুলে ভালোবাসা শিখাবো..!
আমি তোমার বুকে আমার ভালোবাসা দিয়ে রাজমহল বানাবো তারপর রাজকুমার হয়ে তোমার হাত টা খুব যত্ন করে আগলে রেখে তোমাকে আমার বউ রাণী করে রাখবো..!
No comments
info.kroyhouse24@gmail.com