Breaking News

অপমানের পর ভালোবাসা

অবনি হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে সে যা চায় তাই পায়।।
সে যখন জা চেয়েছে তার বাবা তখন তাই দিয়েছে
কখোনো কিছুতে না করেনি অবনি এর বাবা
আর এই কারনে অবনি এর মধ্যে জম্ম নিয়েছে
অহংকার
একদিন অবনি অনেক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলো।।।।
মেঘ নামক এক একটি ছেলে তখন রাস্তা পার হচ্ছিলো অবনি গাড়ি এর হর্ন দিচ্ছিলো কিন্তু মেঘ সেদিকে কান দেই নাই
আর সেই কারনেই হয়তো অবনি রেগে গিয়ে গাড়ি তা থামিয়ে বললো অই হর্ন দিচ্ছি তুই শুনতে পাস না নাকি???
তখন অবনি মেঘ কে কষে একটা চড় মারলো।।
তখন মেঘ ও উল্টো অবনিকে চড় বসিয়ে দিলো সেটা পাবলিক প্লেস হওয়াতে অবনি একটু অপমান বোধ করলো।।
তাই অবনি মনে মনে অনেক অপমান বোধ করলো তাই সে
প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক মেঘ কে তার অপমান এর জন্য নাস্তানাবুদ করতে হবে।কিন্তু কিভাবে করবে হঠাৎ অবনি এর মাথায় আসে
বিয়ে করে নাস্তানাবুদ করলে কেমন হয়
তাই অবনি বাসায় গিয়ে তার আব্বুকে বললো আব্বু আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই
ও হ্যা অবনি মেঘ এর সম্পর্কে সব জেনে এসেছে মেঘ কি করে কোথায় থাকে ইত্যাদি
অবনি বাসায় এসে তার আব্বুকে বলার পর তার আব্বু আর মানা করতে পারলো না
এই কথা বলে অবনি সেখান থেকে চলে গেলো।।।
তারপর অবনি এর আব্বু মেঘদের বাসায় গিয়ে মেঘ এর আব্বু আম্মুর সাথে মেঘ আর অবনি এর বিয়ে ঠিক করে আসলো।।।।
কিছুদিন পর মেঘ এর অবনি এর বিয়ে।।।
মেঘ যখন জানতে পারলো অবনি এর সাথে তার বিয়ে সে প্রথমে রাজি হলো না
কিন্তু তার বাবা মায়ের জুরাজুরিতে মেঘ রাজি হলো।।।
একদিন মেঘ অফিসে বসে কাজ ভকরছে ঠিক সেই সময়
অবনি এসে বললো চলো আজ আমরা শপিং এ যাবো।।।ম
মেঘ বললো আমি তোমার সাথে কোথাও যেতে চাই না বুঝলে।।
অবনিঃনা আমি বুঝি নাই।।
তুমি আমার আমার সাথে শপিং এ যাবা এটাই বড় কথা আমি এর বাহিরে কোনো কথা শুনতে চাই না
চলো আমার সাথে
এই বলে অবনি মেঘ এর হাত ধরলো।।
সাথে সাথে মেঘ বললো হাত ছাড়ো আমি যাবো না তোমার সাথে না।।
তখন অবনি এর আব্বু এসে বললো যাও বাবা মেঘ
মেয়েটা যেহেতু এতো করে বায়না করছে
মেঘ আর কিছু বলতে পরলো না
তাই অবনি এর সাথে বের হলো।।
অবনি গাড়ি ড্রাইভ করছে
কিন্তু আবল তাবোল ড্রাইভ করছে
তাই মেঘ বললো ঠিক মত ড্রাইভ করো।।
তখন অবনি বললো আমার গাড়ি আমি যেভাবে ইচ্ছা ড্রাইভ করবো তোমার কি।।।
মেঘ আর কিছু বললো না।।
তারপর তারা শপিংমল এ পৌছে গেলো।।।
যাবার পর অবনি এমন এমন সব ড্রেস পছন্দ করছিলো যা একজন বাংলি মেয়েকে মানায় না।।।
তাই মেঘ বললো এই সব জামা না কিনে একটু ভালো ড্রেস কিনো তাতে তোমাকে ভালোই লাগবে।।
তখন অবনি বললো অই ফকির এর বাচ্চা তরে সাথে এনেছি কি উপদেশ দেবার জন্য নাকি চুপ চাপ দাঁড়িয়ে থাক।।
আমার ব্যাপার এ নাক গলাতে আসবি না বলে দিলাম অসহ্য।।।
তখন মেঘ বললো আমি তো তোমার সাথে আসতে চাইনি তুমি নিজেই তো আমাকে সাথে আনার জন্য জোড় করলে এখন আবার আমাকে অসহ্য বলছো কেনো।।
ওকে আমাকে যখন তোমার এতোই অসহ্য মনে হচ্ছে তাহলে আমি চলে গেলাম।।।
তখন অবনি বললো তকে তো চলে যাবার জন্য আমার সাথে আনি নাই।।।
তাই যতক্ষণ আমার কাজ শেষ না হচ্ছে তুই কোথাও যাবি না এই বলে দিলাম।।।মেঘ
আর কিছু বললো না কারন শপিং মলে অনেক মানুষ ছিলো।।।
শুধু শুধু মানুষকে না হাসানোই ভালো।।চ।
অনেক ঘুরাঘুরি করে অবনি কিছু জামা কিনে বাসায় আসলো।।।
আর আসার আগে মেঘকে তার বাসায় নামিয়ে দিয়ে আসলো।।।
মেঘ তখন কিছু বলতে গিয়েও বলতে পারলো না।।
বাসায় আসার পর অবনি এর মাথায় আর একটা বুদ্ধি আসলো কিভাবে মেঘ এর অপমানন এর প্রতিশোধ নেওয়া যায়।।
অবনি খুব ভালো একটা বুদ্ধি পেয়েও গেলো ।।
তাহলো প্রথমে মেঘ এর সাথে মিথ্যা ভালোবাসার নাটক করবে।।।ফকির টাকে একটা উচিত শিক্ষা দিবে।।।।
তারপর দিন অবনি মেঘকে একটা পার্কে দেখা করতে বললো।।।
মেঘ প্রথমে আসতে চাইছিলো না।।।কিন্তু অবনি বার বার বলার পর মেঘ রাজি হলো।।।
সেদিন অবনি মেঘকে খুশি করার জন্য একটা নীল রঙ এর শাড়ি পড়ে গেলো।।।
অবনি অনেকক্ষণ যাবত বসে আছে কিন্তু মেঘ এর আসার কোনো খবর নাই।।।
অবনি মনে মনে মেঘকে অনেক গালি দিতে লাগলো।।।
কারন অবনি কারো জন্য কখনো অপেক্ষা করে নাই সবাই তার জন্য অপেক্ষা করে সেখানে আজ কিনা অবনিকে একটা ফকির এর জন্য।।।
অপেক্ষা করতে হচ্ছে যেটা অবনি মানতে পারছে না।।
অনেকক্ষণ পর মেঘ আসলো আসার পর
বললো হ্যা বলুন ম্যাডাম আমাকে এখানে ডাকার কারন কি???
অবনি;আসলে আমি আমার ব্যাবহার এর জন্য অনুতপ্ত।। তোমার সাথে অনেক খারাপ ব্যাবহার করে ফেলেছি তুমি প্লিয আমাকে মাফ করে দাও।।
মেঘঃআমি আপনাকে মাফ করার কে বলুন তো ম্যাডাম আপনি হলেন মালকিন আর আমি সামান্য এক শ্রমিক।।। আপনি আপানার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক।।।
তবে হ্যা মাডাম আপনাকে না শাড়িতে অনেক সুন্দর লাগছে।।
আপনি নিজেই বলুন তো শাড়ি পরে আপনার কেমন লাগছে??
অবনি খুব ভালো লাগছে আমার(মনে মনে বললো আদিক্ষেতা দেখে গা জ্বলে যায়।।
তারপর অবনি আর মেঘ এর কিছু কযথা হলো এরপর যে যার যার বাসায় চলে গেলো।।
আর অন্যদিকে তাদের বিয়ের দিনো সামনে চলে আসছিলো
কিন্তু অবনি এর ইচ্ছা বিয়ের আগে যেভাবেই হোক মেঘকে তার ভালোবাসার জালে জড়াতে হবে।।নাহলে তার অপমান এর প্রতিশোধ নেওয়া হবে না।।
এরপর থেকে অবনি মেঘ এর সাথে অনেক ফ্রি ভাবে মিশতে থাকে।।।
অবনি যেখানেই যায় মেঘকে সাথে করে নিয়ে যায়।।।
মেঘ এর কথা মত কাজ করতে থাকে।।।একসময় মেঘ মনে মনে অবনিকে ভালোবেসে ফেলে কিন্তু তা প্রকাশ করে না কারন অবনি মেঘকে নানা ভাবে অপমান করে এই ভয়ে মেঘ অবনিকে আর কিছু বলে নাই।।একদিন অবনি।মেঘকে আবার জরুরী তলব করলো মেঘ গেলো যাবার পর অবনি মেঘকে জড়িয়ে ধরে বললো আমি তোমাকে ভালোবাসি মেঘ অনেক ভালোবাসি তোমাকে প্লিজ আমাকে ফিরিয়ো না
কিন্তু এটা ছিলো অবনি এর সাজানো একটা নাটক কারন তাছাড়া মেঘ এর অপমান এর প্রতিশোধ নিতে পারবে না।।
তারপর মেঘ বললো কি করছো ছাড়ো আমাকে।।। তুমি যা চাইছো তা কিছুতেই সম্ভাব না।।
কোথায় তুমি আর কোথায় আমি
তখন অবনি বললো আমি এতো কিছু শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসবে এটাই শেষ কথা।
মেঘ তো মনে মনে এটাই চাচ্ছিলো যেনো অবনি তাকে ভালোবাসে।।
তারপর থেকে তারা নানান যায়গায় ঘুরে বেড়াতো।।
অবনির এ সব কিছু অসহ্য লাগতো কিন্তু তাও বাধ্য হয়ে এই সব করতো।।
এরপর তাদের বিয়ের দিন চলে আসলো
এবিং ভালোই ভালোই তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেলো।।
তারপর মেঘ অবনিকে নিয়ে নিজের বাসায় আসলো
বাসর ঘর এ মেঘ প্রবেশ করলো।।।
গিয়ে দেখে অবনি শুয়ে আছে
মেঘ কিছুটা অবাক হলো কারন এই সময় অবনি এর শুয়ে থাকার কথা নয়।।
তাই মেঘ অবনিকে জিজ্ঞাস করলো কি হয়েছে তোমার তুমি এই সময় শুয়ে আছো যে।।
এই বলে মেঘ অবনিকে স্পর্শ করলো।।
সাথে সাথে অবনি মেঘ এর গায়ে অনেন গুলো চড় বসিয়ে দিলো আর বলতে লাগলো অই ফকির তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেবার।।
মেঘ অনেকটা অবাক হয়ে জিজ্ঞাস করলো তুমি একি বলছো অবনি আমি তোমার স্বামী আমার অধিকার আছে তোমার কাছে যাবার তোমার স্পর্শ করার।।
এই কথাটি শুনে অবনি হেসে দিলো আর বললো তোকে কে অধিকার দিলো।।
মেঘঃকেনো তুমি আমায় ভালোবাসো না???
অবনিঃকি বললি তুই তোকে ভালোবাসবো আমিঃহাহাহা কোনো দিনো না।
মেঘঃতাহলে এতোদিন যা করেছো তা কি ছিলো।।
অবনিঃআর এ ওটা শুধু মাত্র এটা নাটক ছিলো যাতে তুই আমাকে বিয়ে করতে রাজি হোস।।।
আমি তকে কেনো বিয়ে করেছি তুই জানোস যাতে তর আমাকে অপমান করার প্রতিশোধ আমি এক এক করে নিতে পারি।।
মেঘঃশুধু মাত্র প্রতিশোধ নিবে বলে তুমি আমায় বিয়ে করেছো।।।
অবনিঃতা নয় তো কি।।তোর মত ফকির এর বউ হবার কোনো ইচ্ছায় আমার ছিলো না।
আর শুন তুই কিন্তু ভুলেও আমার কাছে আসবি না এই বলে দিলাম।।আর আমার কোনো ব্যাপারে তুই মাথা গলাবি না এটাও বলে দিলাম।।
মেঘঃবললো তোর মত নিচু প্রকৃতির মেয়ের কাছি যাবার কোনো ইচ্ছায় আমার নেই।।
তুই তোর মতন করেই থাক এই বলে মেঘ একটি বালিশ নিয়ে ফ্লোর এ শুয়ে পরলো।।
কিন্ত মেঘ এ ভীষণ কান্না পাচ্ছে কারন সে অবনিকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে।
কিন্তু অবনি তার সাথে কেনো এমন করো গরিব বলে কি তার ভালোবাসার কোনো অধিকার থাকবে না নাকি???
মেঘ কিছুদিন আগের অবনিকে আর এই অবনিকে একদম চিনতে পারছে না
অবনি তো তাকে ভালোবাসত তাহলে সে এমন কেনো করছে
ও হ্যা অবনি তো মেঘ এর সাথে নাটক করেছে।।
কিন্তু অবনি এর ব্যাবহার এ মনে হয়েছিলো অবনি মেঘকে সত্যি ভালোবাসে


চলবে

No comments

info.kroyhouse24@gmail.com