Breaking News

৯ কোটি টাকার ভালোবাসা

এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়াটার সাথে ভাব
জমানোর জন্য বেশ কয়েক মাস
ধরে সুযোগ খুঁজে বেড়াচ্ছি.
কিন্তু কখনোই ব্যাটে বলে মিলে নাই. যাই
হোক আজ ঐ
সুন্দরীকে একা পেয়ে গেলাম.
আমি তো খুশি একেবারে বাকবাকুম
হয়ে মেয়েটাকে ডাক দিলাম,
---হ্যালো শুনছ??
...আমাকে ডাকলেন
ভা-ই-ই-ই-ইইয়া??
( আহ!! সুন্দরীর মুখে ভাইয়া ডাকের মত মধু
দুনিয়াতে আর নাই)
---জ্বী
...হুম বলেন
---হিন্দী সিরিয়াল
স্টাইলে পেঁচিয়ে পেঁচিয়ে বলব,
নাকি জ্বলন্ত জলিল
স্টাইলে সরাসরি বলব??
...সরাসরি বলেন
---আই লাভ ইউ.
...মানে??
---মানে আমি তোমাকে ভালবাসি.
...৯ কোটি টাকা আছে আপনার??
---আমি তোমায় ভালবাসির সাথে ৯
কোটি টাকার কি সম্পর্ক??
...আমাদের জাতীয় সংগীত কয় লাইনের??
---১০ লাইনের.
...এই দশ লাইন বলতে কত টাকা খরচ হইছে??
---৯০ কোটি টাকা.
...তার মানে প্রত্যেক লাইন বলতে কত খরচ
হল??
---৯ কোটি.
...জাতীয় সংগীতের ২য় লাইন কি??
---আমি তোমায় ভালবাসি.
...তাইলে এই লাইনটার মূল্য হল,
৯ কোটি টাকা. আছে আপনার কাছে ৯
কোটি টাকা??
---না মানে...
...মানে মানে না করে এই লাইনটা বলার
যোগ্যতা অর্জন করেন.
অতঃপর একটি সম্ভাবনাময় ভালবাসার
অকাল মৃত্যু ঘটিল.
হায়রে জাতীয় সংগীত, হায়রে গিনেজ বুক,
কবে দেখবো আমি
৯ কোটি টাকার মুখ!!!

No comments

info.kroyhouse24@gmail.com