Breaking News

শিরোনাম হীন গল্পের বাকি অংশ

আমি বাধা দেব না ! তবে মনে রেখো সারা জীবন তোমাকে আমি ক্ষমা করবো না ।
আমি ওর হাত ছেড়ে দিলাম । নিতি রুমে চলে গেল । সন্ধ্যা বলে বেশ বৃষ্টি নামলো । সারা দিনের গরমের পর বৃষ্টিতে সারা শহরে শান্তি নেমে এল । কিন্তু আমার মনে শান্তি এল না । সন্ধ্যার সময়ে নিতি ভুনা খিচুরী রান্না করলো । সন্ধ্যার সময়ে আমার সামনে এনে রাখতেই আমি বললাম
-খাবো না !
-কেন ?
-এমনি !
নিতি আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে গেল । রাতের বেলাও যখন খাবার টেবিলে খাবার দেওয়া হল আমি বসলাম না খেতে । নিতি আবারও আমার দিকে সরু চোখে তাকিয়ে খেতে বসলো । আমি ঠিক করলাম আর খাবোই না । পরদিন সকাল বেলাতেও যখন আমি কিছু খেলাম না তখন নিতির মধ্যে একটু পরিবর্তন দেখতে পেলাম । বিকেলের দিকে নিতি খাবার এনে আমার সামনে রেখে বলল
-এখন আমার সামনে খাবে তুমি ! না হলে আমি এখনই চলে যাবো !
-যাবে ? যাও ! আমার কথা ভাবতে হবে না ! যাও !
আমার কন্ঠে দৃঢ়তা দেখে নিতি কি করবে ঠিক বুঝতে পারলো না । রাত পার হয়ে গেল । পরের দিনও আমি এক ফোটা পানিও খেলাম না । না খেতে পেরে শরীর টা বেশ ক্লান্ত হয়ে পরেছে । বিছানায় শুতেই ঘুমিয়ে পরলাম । ঘুম ভাঙ্গলো নিতির ডাকে ।
নিতি আমার দিকে তাকিয়ে সঙ্কিত কন্ঠে বলল
কতক্ষন ধরে ডাকছি !
কি হয়েছে !
-খাবে না ?
-না !
নিতি বলল
-আচ্ছা ঠিক আছে আমি হার মানছি ! বল কি করলে খাবে ?
-আগে চুম খাবো ! তারপর কিছু খাবো !
নিতি আমার দিকে তাকিয়ে বলল তুমি যে কাজ করেছো তাতে……
কথাটা শেষ করলো না ! চুপ করে রইলো কিছুটা সময়ে । তারপর আমার দিকে তাকিয়ে বলল
-ঠিক আছে ! কিন্তু একবার !
মনে মনে বললাম আগে একবারই হোক না কেন !! তারপর দেখা যাবে !

No comments

info.kroyhouse24@gmail.com