Breaking News

নীল রাজকুমার আই লাভ ইউ



কাজিনের বিয়ে খেতে গেছি।
চারপাশে কত্ত সুন্দরী ললনা  ঘোরাঘুরি করছে ??
তবে আমি ভদ্রভাবে মাথা নিচু করে নিচে তাকিয়ে হাটছি!! এখানে সবাই আত্নীয়স্বজন , উল্টোপাল্টা কিছু করলে ইজ্জত শেষ।
নীল শার্ট আর কালো প্যান্ট পড়ে সেই ভাব নিয়ে হাটাহাটি করছি

হঠাৎ এক মেয়ে আমার গায়ের উপর একটা  কাগজ ছুড়ে মারলো।
আমি মেয়ের দিকে তাকাতেই সে অন্য দিকে ঘুরে গেলো।
কাগজটা খুলে দেখলাম সেখানে লেখা “নীল রাজকুমার আই লাভ ইউ”  নীল শার্টে তোমাকে যা লাগছেনা” . এতো মেঘ না চাইতেই বৃষ্টি মেয়ে  নিজ থেকেই পটে গেছে তবে আমি এতো সহজে ধরা দিবোনা। আগে একটু পার্ট নিয়ে নিই।  কিছুক্ষণ পর মেয়ে ডাক দিলো
– এইযে শুনছেন?
.
– হ্যাঁ বলুন
.
– আসলে আমি আপনাকে ……
.
– হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কি বলতে চান ,এই আপনাদের নিয়ে এক জ্বালা সুন্দর ছেলে দেখলেন ব্যাস প্রপোজ করে দিলেন একবারও চিন্তা করে দেখলেন না আপনার সাথে আমাকে মানায় কিনা!! এইযে আমি আর আপনি পাশাপাশি দাড়িয়ে আছি কাউকে জিজ্ঞেস করলে বলবে রনবীর কাপুরের সাথে অপু বিশ্বাস দাড়িয়ে আছে।
আপ্নাদের নিয়ে আর পারা যায়না
.
– কিন্তু আমিতো ……
.
– হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন বলবেন আপনি আমাকে রিয়েল লাভ করেন ,রিয়েল লাভ তো চেহারা দেখে হয়না। মানলাম আপনার কথা ঠিক। কিন্তু আপনার আর আমার যোগ্যতা কি এক? এইযে আমি এইবার বুয়েটে ভর্তি হলাম আর আপ্নাকে দেখেতো মনে হচ্ছে গ্রামের কোনো সাধারণ কলেজে টলেজে পড়েন (আমি কিন্ত কমার্সের স্টুডেন্ট )
.
– আরেহ আমিতো………
.
– হ্যাঁ বুঝতে পেরেছি এখন বলবেন ভালোবাসায় কি আর পড়াশোনার বিচার করতে হয়? মানলাম এটাও ঠিক। কিন্তু আপনার আর আমার গেটআপটা একটু মিলেয়ে দেখেন। আমার গেটআপ ,পোশাক আশাক দেখে ইংল্যান্ডের প্রিন্স চার্লসের কথা মনে পড়ে যায় আর আপনাকে? আমাদের বাসার কাজের মেয়ে জরিনার কথাও মনে পড়েনা কজ জরিনাও আপনার চেয়ে ভালো পোশাক পড়ে
.
– আমাকে পুরো কথাটা বলতে
দিবেনতো 
.
– আমি বুচ্ছিতো আপনি কি বলবেন রুপে ,গুনে ,যোগ্যতায় আমার ১%ও নাই আসছে আমারে ভালোবাসতে আপ্নাকে দেখে মনে হচ্ছে আটার বস্তার ওপর কেউ বিয়ে বাড়ির প্যান্ডেল পড়িয়ে দিয়েছে
.
– আপনি আমাকে কিছু বলতে দিবেন?
.
– আপনি কি বলবেন তাতো আমি জানিই যাইহোক আপনি যখন আমাকে ভালোবেসেই ফেলেছেন তখন আপ্নার একটা সুযোগ পাওয়া উচিত সে আপনি যেমনই হোন ,আই লাভিই ঠুউউউউউউ
.
– ওই মিয়া রাখেন আপ্নের লাভিউ ,কখন থেইকা থামতে কইতাছি আমি চিঠিটা আপনারে দিতে চাইনাই ঐযে দেখেন আপনার পিছনের ছেলেটা নীল শার্ট পড়া… ,আমি চিঠিটা উনারে
দিতে চাইছিলাম ভুলে আপ্নার ওখানে পড়সে

আমার তখন ইচ্ছে করতেসিলো কাগজটার সাথে সাথে মেয়েরেও চিবিয়ে খাই আমার পিছনের
ছেলেটারে লাভ লেটার দিলো!!
.
ক্যারে আমারে চোখে পড়েনা???

No comments

info.kroyhouse24@gmail.com