Breaking News

সিগারেটখোর বউ | লেখকঃ সানভি আহমেদ সাকিব

আজকে প্রথম ভার্সিটি আসলাম। ক্লাসে গিয়ে দেখলাম একটা মেয়ে সিগারেট খাইতাছে। এইটা দেখে হাসবো না কাদবো বুঝতে পারতাছি না। মেয়েটা দেখতে বেশ ভালো তবে সিগারেট খাইতাছে এইটা দেখে আমার কেমন জানি লাগলো।
আমি এসব থেকে সবসময় দুরে থাকি।
এমনিতে আমি খুব দুষ্ট তবে এবার প্রমিস করছি ভদ্র হয়ে থাকবো সবসময়।
,
ওহ দাড়ান পরিচয়টা আগে দেই,
আমি সানভি আহমেদ সাকিব। কলেজ লাইফ শেষ করে কেবল ভার্সিটি তে পা রাখলাম। আমি আর আমার তিনটা বেস্ট ফ্রেন্ড একি ভার্সিটি তে ভর্তি হইছি।
সবাই মিলে মেয়েটার কাহিনি দেখতে লাগলাম।
একটা শেষ করলো। তারপর আপনারা কি ভাবতাছেন আরেকটা ধরাইছে আরে না একটাই খাইছে।
তারপর স্যার আসলো ক্লাস নিলো চলে গেলো।
তারপর দুদিন একি ঘটনা একটা করে সিগারেট খায় মেয়েটা।
কেউ বাধাও দেয় না।
তবে আরো কিছুদিন ক্লাস করার পর জানতে পারলাম মেয়েটা ধনি পরিবার এর মেয়ে। তাই কেউ কিছু বলে না।
আমরাও গরিব না বিত্তশালী বলা চলে।
যাই হোক, মেয়েটার প্রতি আমার আগ্রহ বাড়তে লাগলো,
তাই ভাবলাম একদিন কথা বলবো,
মেয়েটা দেখতে অনেক কিউট। কিন্ত সিগারেট খায় কেনো এইটা আমাকে জানতে হবে।
আসলে জানার অনেক ইচ্ছা কেনো খায়।
তাই ভাবলাম আজকে জিজ্ঞেস করবো,
গেটের কাছে দাড়ালাম,
ও আসলো আমি একটু এগিয়ে গেলাম।
তারপরে ডাক দিলাম,
- এইযে সিগারেট খাওয়া আপু একটা কথা আছ,?(আমি)
উনি এসে ঠাসস করে একটা চড় মেরে দিলো।
- এইটা কি হলো?(আমি)
- আমাকে সিগারেট খাওয়া আপু বললেন কেনো?(মেয়ে)
- না মানে আপনার নামতো জানিনা আর আপনাকে সিগারেট খেতে দেখি তাই বললাম।(আমি)
- আমার নাম নিলিমা এরপর কথা বলতে হলে নাম ধরে ডাকবেন। (নিলিমা)
- হুম এবার বলেন কেনো সিগারেট খান।(আমি)
- এমনি ভালো লাগে একটা করে খেতে?(নিলিমা)
- খাওয়া কে শিখাইছিলো?(আমি)
- এক বান্ধবি।(নিলিমা)
বলে কি মেয়ে আরেকজনের কাছ থেকে খাওয়া শিখছে আর যে শিখাইছে সেও মেয়ে।আল্লাহ এইটা কোথায় আসলাম আমি।
যাই হোক। আমি একটু জ্ঞান দিতে চাইলাম।
- শুনেন এইসব খাবেন না। শরিরের জন্য ক্ষতিকর।(আমি)
- আমার কথা না ভাবলেও চলবে।(নিলিমা)
মেয়েটা ক্লাসে গিয়ে বসলো। আমিও গেলাম।
ক্লাস শেষে বাড়ি চলে আসলাম।
মেয়েটার সাথে আবার কথা বলতে ইচ্ছা করছিলো। কেনো যানিনা সিগারেট খাওয়া একটা মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করছিলো।
পরের দিন ভার্সিটি তে গেলাম।আজকে আগেই চলে আসছে তাই আর কথা বলতে পারলাম না।
তারপর কয়দিন আর কথা হয়নাই।।
তাই ভাবলাম মেয়েটার সাথে বন্ধুত্ব করি তারপর নাম্বার নিয়ে কথা বলবো।
কত হাজার হাজার মেয়ে থাকতে কেনো যে সিগারেট খাওয়া একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি নিজেও জানিনা।
পরের দিন ভার্সিটি তে গিয়ে মেয়েটার সাথে কথা বললাম,
- আমি কি আপনার বন্ধু হতে পারি।(আমি)
- আপনি আমার বন্ধু হয়ে কি করবেন শুনি?(নিলিমা)
- কিছুনা শুধু আপনার সিগারেট খাওয়া বন্ধ করবো।(আমি)
- আচ্ছা তাহলে বাজি পারবেন না আমার সিগারেট খাওয়া বন্ধ করতে।(নিলিমা)
- আচ্ছা আমরা তাহলে ফ্রেন্ড তাইনা?(আমি)
- হুমম।
তারপর থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই।
আস্তে আস্তে দিন যায় আর বন্ধুত্ব আরো গভির হয়।
একসময় আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই।
সব কিছু একে অপরকে বলি শেয়ার করি কেয়ার নেই।
মাঝখানে ও দুদিন ভার্সিটি না আসায় বুঝতে পারছিলাম আমি ওকে ভালোবাসি।কিন্ত বলি নাই কারন যদি চলে যায়।
এভাবেই কাটে সময়।চলে যায় একটা বছর সব বদলে যায় শুধু বদলাই না আমরা ও এখনো সিগারেট খাওয়া ছাড়েনি।
আমি এখনো বলতে পারি নাই আমি ওকে ভালোবাসি।
তবে বলবো এবার আর কিছুদিন পর আমার মনে হয় ও নিজেও আমাকে ভালোবাসে।আমার অনেক কেয়ার করে ও কোনো মেয়ের সাথে কথা বললেই সেদিন কপালে মাইর থাকে।
আমার সব কথা শুনে ও শুধু শুনে না সিগারেট ছেড়ে দেওয়ার কথা।
এইবার ভাবলাম ওর সাথে প্রেম করবো তারপর ওর সিগারেট খাওয়া বন্ধ করবো।
তাই ভাবলাম কালকে প্রোপোস করবো,
পরের দিন মুখোমুখি দাড়িয়ে আছি দুজনে আমার গালে হাত।
কারন একটু আগে গালের ওপর দিয়া ঝড় গেছে।
কি এমন বলছি যার জন্য আটটা চড় মারলো দুই গালে,
শুধু বলছি
আমি তোমার সিগারেট হতে চাই। তুমি টানবা আর আমি আস্তে আস্তে পুরে ছোট হবো।
এর জন্য মারলো আমাকে।
আপনারাই বলেন প্রোপোস টা কি খারাপ হইছে।
একটু পর ও বললো,
- জড়াই ধরবি নাকি আরো দুইটা দিমু।(নিলিমা)
- ধরতাছি ধরতাছি। (আমি).
আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
তারপর সারাদিন ঘুরাঘুরি করে বাসায় ফিরলাম।
আজকে অনেক খুশি আমি।
আপনারা ভাবতাছেন আমি একটা সিগারেট খাওয়া মেয়ের সাথে প্রেম করে কেনো খুশি হচ্ছি তাইনা ।
আমি চাই ও ভালো হয়ে যাক যদি দরকার হয় বিয়ে করবো।
এরপর থেকে আমাদের মধ্যে আরো বেশি কেয়ারিং শুধু হলো।
রাত জেগে কথা বলা ঘুরাঘুরি করা ওর কোলে মাথা রেখে শুয়ে থাকা।
আর এইসব এর মধ্যে আরো একটা রুটিন ছিলো নিয়মিত একটা করে সিগারেট খাওয়া।
এই অভ্যাস টা ওর গেলোনা।
ধুররর। আমার ও মাঝে মাঝে খারাপ লাগে।
খারাপ লাগারই কথা কারো গার্লফ্রেন্ড যদি সিগারেট খা

No comments

info.kroyhouse24@gmail.com