ছোট বেলার সেই ভালোবাসা | Written by Akash Ahamed | 4th পর্ব
আমি কিছু মনে করি নি আর ক্ষমা করতে পারি একটা শর্তে .......... সাফু:বলেন কি শর্ত....?
আমি:আমরা কি বন্ধু হতে পারি....?
সাফু:হা হা হা....আচ্ছা ঠিক আছে আমার আপওি নাই ...কিন্তু কখনো এর থেকে বেশি কিছু আশা করবেন না আমি একজনকে খুব ভালোবাসি...!
আমি:ওমা তাইইই কি নাম তার .....?
সাফু:আকশু আমার কলিজা....!
আমি:ওও ভালো মনে মনে মুচকি হেসে তো... কোথায় আপনার আকশু ......?
সাফু:অন্য কোন দিন বলবো....আপনার নামটাই তো জানা হয় নি.....
আমি:oh sorry... আমি অভ্র...আর আপনি...?
সাফু:আমি সাফরিন....
আমি: হুম খুব সুন্দর নাম ....আচ্ছা আমাকে এখন উঠতে হবে সামনের সপ্তাহে কলেজে দেখা হচ্ছে কেমন....!
সাফু:আচ্ছা ঠিক আছে.... Thanks.... সাবধানে যাবেন...!
আমি:ওহ সরি একটা কথা বলবো যদি কিছু মনে না করেন...!
সাফু:জ্বি সিওর....বলেন কি বলতে চান....!
আমি:আপনার নাম্বারটা কি পাওয়া যাবে....?
সাফু: হুম সমস্যা নাই নিতে পারেন.....017222...
আমি:থাংকস রাতে কল দেবো ধরবেন কিন্তু Bye...
সাফুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম.....বাসায় এসে আরামে শুয়ে শুয়ে চকলেট খাচ্ছি আর মনের সুখে গান গাইতেছি .... একটু পর আমার খালাতো ভাই রাকিব আসলো....
রাকিব:কিরে ভাই আজ এতো খুশি খুশি কেনো....?
আমি:আছে আছে বলবো না....নে চকলেট খা....!
বললে আমার পকেটে আগুন ধরাইবে.....😉
রাকিব:বলনা কি হইছে.....?
আমি:পেয়ে গেছি ....বলবো না .....
রাকিব:কি পাইছস বলনা .... please.....
আমি :সাফু....পাইছি....
নুপুরটা ওর সামনে ধরে.....
রাকিব:সত্যিইইইইই পাইছস কেমন কি বুঝিয়ে বল...
আমি:শুন তবে .......সব বললাম....!
রাকিব:ওয়াও ভাই মেঘ না চাইতে জল.....এবার ট্টিট দে...!
আমি: হুম জানতাম এটাই হবে আচ্ছা ঠিক আছে কালকে খাওয়াবো......
রাতে বাসার ছাঁদে এসে বসলাম......
ফোনটা হাতে নিয়ে ভাবতেছি সাফুকে কি একটা কল দেবো না কি দেবো না ....এতো কিছু না ভেবে কলটা দিয়েই ফেলি......টুট........ টুট
আমি:হ্যালো ..কেমন আছেন....?
সাফু: আলহামদুলিল্লাহ ভালো... আপনি...?
আমি: আলহামদুলিল্লাহ ভালো..! ঔষধ খাইছেন...
শরীর কেমন আছে..?
সাফু:জ্বি খাইছি... ভালোই......!
আমি:আচ্ছা ঠিক আছে আপনি এখন রেস্ট নিন পরে কথা বলবো....Bye
সাফু:আচ্ছা Bye...
এভাবে রোজ একটু একটু করে আমাদের মাঝে কথা হয় কিন্তু সাফু এখনো জানে না আমি তার আকশু ...কিন্তু মজা তো এখানেই আমি জানি ও আমার ভালোবাসা আর ও আমাকেই ভালোবাসে.....
প্রায় পনের দিন কেটে যায় এর মধ্যে আমার আর সাফুর ফোনে কথা হতো কিন্তু দেখা হয় নি.....ও এখন মোটামোটি সুস্থ হয়েছে........
ঘুমাচ্ছিলাম সকাল বেলা ঘুম ভাংলো ফোনের টুংটাং শব্দে ...স্কিনে তাকিয়ে দেখি সাফু কল দিসে..... ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম.....
আমি:hlw....
সাফু: আপনি এখনো ঘুমাচ্ছেন কয়টা বাজে হুম তারাতারি আসেন আমি কলেজে আসতেছি কলেজের গেইটে আপনার জন্য অপেক্ষা করবো........!
আমি:এইতো দশ মিনিটে আসতেছি......বলেই কলটা কেটে দিলাম.....!
তারাতারি ফ্রেস হয়ে কিছু না খেয়ে বেরিয়ে পরলাম একটু পর কলেজ গেইটের সামনে আসতেই দেখি আমার পাগলিটা আমার আগে এসেই বসে আছে.....!
আমি:hi....!
সাফু:এতো তারাতারি আসলেন .... Good boy....কিন্তু আপনার মুখটা অনেক শুকনো শুকনো লাগতেছে নিশ্চয় কিছু না খেয়ে চলে এসেছেন.....
আমি:না মানে....
সাফু:হি হি হি হি ব্যাপার না আমি ও এখনো কিছুই খাই নি চলেন একসাথে খাবো......?
আমি: হুম চলেন.......!
মনে মনে ভাবতেছি এই সুযোগ ওরে একটু চমকে দেয়ার কারন ওর আর আমার favorite খাবার গুলো আজকে অর্ড়ার করবো......!
একটু পর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে আসলাম......!
দুজনে সামনা সামনি বসে আছি .....!
আমি ওয়েটারকে ডেকে বললাম ভাইয়া চিকেন বিরিয়ানি+নুড়ুলস.......ওয়েটার অর্ড়ার নিয়ে চলে গেলো....... !
সাফু:চুপ করে কি যেনো ভাবতেছে.....!
আমি:কি ভাবতেছেন.......?
সাফু:না মানে আপনি কি করে জানেন নুড়ুলস আমার favorite এটা তো আকাশ ছাড়া কেউ জানে না আর আকাশের চিকেন বিরিয়ানি খুব favorite.........!
আমি:হা হা হা তেমন কেনো ব্যাপার না আমি জানি মেয়েরা কি পছন্দ করে......আর তাই আরকি.......!
সাফু :ও আচ্ছা তাই বলেন .......!
খাওয়া শেষে দুজনে কলেজে আসলাম পাশাপাশি নিশ্চুপ বসে আছি.......!
আমি:আচ্ছা আপনি কাউকে ভালোবাসেন নি আকাশের কাছে থেকে চলে আসার পর.......?
সাফু:না আমি আকশুকে ভালোবাসি আর ওরে কথা দিসি আমি ওর অপেক্ষায় থাকবো......!
আমি:কিন্তু ও তো এতো দিনে কোন সুন্দরী মেয়ের প্রেমে হাবুড়ুবু খাচ্ছে শিওর......!
সাফু:না না please এভাবে বলবেন না আকশু আমাকে খুব ভালোবাসে আর আমি জানি আমার আকাশ আর কাউকে কখনো ভালোবাসবে না ......!
আমি:হুম হয়তো তাই কিন্তু আপনি অনেকটা গাধী টাইপের ......!
সাফু:কিইইইই আমি গাধী.......!
আমি: হুম তাই......সময় হলে বুঝতে পারবেন...... (মনে মনে আকশু তো তোর পাশে বসে আছে রে সাফু....... বুঝতে ও পারলি না......)
সাফু:একদম ঠিক হচ্ছে না কিন্তু .....😠
আমি:আচ্ছা সরি.....!
সাফু:আচ্ছা শুনুন মা বলেছে আজকে কলেজ ছুটির পর একবার আমাদের বাসায় যাবার জন্য .....!
কি যাবেন না .....?
আমি:কিইইই সত্যি যেতে বলছে যাবো না মানে এখনই যাবো........!
সাফু: আপনি একটা পাগল ..... হুম চলেন......!
আমি:ভুলে গেছি যাবো না........!
সাফু:কেনো যাবেন না এই তো বললেন যাবেন আবার যাবেন না কেনো....?
আমি:না মানে আপনার হাতের চিকেন বিরিয়ানি না খাওয়াইলে যাবো না.........!
সাফু:হা হা হা চলেন পেট ভরে খাওয়াবো ওটা আমি বেশ ভালোই পারি.....আকশু খুব লাইক করতো তাই শিখে নিসিলাম.........!
আমি:তাহলে আর এক মিনিট ও দেরি নয় তারাতারি চলুন......!
কলেজ থেকে বের হয়ে একটা রিকসা নিলাম রিকসায় সাফুর সাথে বসে আছি আর মাঝে মাঝে মাঝে ওর দিকে উকি মেরে তাকাচ্ছি ...বাতাসে তার খোলা চুল গুলো আমার মুখে এসে দোল খাচ্ছে........ খুব ভালো লাগতেছে নিজের ভালোবাসার মানুষটির সাথে রিকসায় বসে আছি...... একটু পরে রিকসাটা সাফুর বাসার সামনে থামলো........আমি আর সাফু বাসার ভেতরে গেলাম .....আন্টি দরজা খুললো সালাম দিলাম তারপর সাফু আমাকে তার রুমটা দেখাতে নিয়ে গেলো .... খুব ক্লান্ত লাগছিলো তাই কোন কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ি.......
সাফু: আপনি রেস্ট নিন আমি আপনার জন্য চিকেন বিরিয়ানির ব্যাবস্থা করতেছি.....
আমি:আচ্ছা ঠিক আছে....
সাফু চলে গেলো আর আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ ওর পড়ার টেবিলের দিকে নজর পড়লো........ভালো করে তাকিয়ে দেখি আমার ছোট বেলার অনেক পটো দেওয়ালে ঝুলিয়ে রেখেছে...... আমি বিছানা থেকে উঠলাম আর ওর পড়ার টেবিলের সামনে আসলাম.....লক্ষ্য করলাম ওর পড়ার টেবিলের এক কোনে একটা ডায়রি রাখা আছে ভালো করে লক্ষ্য করলাম ডায়রিটা হাতে নিয়ে দেখি আমার দেওয়া সাফুর 14তম জম্মদিনের উপহারের সেই ডায়রিটা.....!
ডায়রির প্রথম পাতা খুলতেই দেখলাম আমার আর সাফুর একটা পিক .....!
আরে এই পিকটা ও কোথায় পেলো এইটা তো আমি অনেক খুঁজেছি চুরনি একটা আমার পটোর এলবাম থেকে চুরি করে নিয়ে আসছে.....!
পরের পাতায় লিখা আছে.......!
তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তবুও তো যেতে হবে যেখানেই থাকি এই মনটা শুধু তোর কাছেই থাকবে .............! তোর পাগলিটা তোকে মিস করবে .....! খুব ভালোবাসি তোরে আকশু......I Love you......😋😉
বাহ খুব ভালো আমাকে ভালোবাসো সোনা কিন্তু অথর্ব একটা তোর এতো কাছে তবুও একবার বুঝতে ও পারলি না......
যাক পরের পাতা গুলো দেখি......পরের পাতায় লিখা....
আজ বাবা তার নতুন অফিসে জয়েন করলো আর মা নতুন বাসা গোছানোর কাজে ব্যাস্ত আর আমাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দিলো সব কিছুর মাঝে তোকে খুব মিস করতেছি.....জানিস খুব ক্ষুধা লেগেছে আজ দুইদিন কিছু খাই নি শুধু কান্না করেছি... তুই তো জানিস আমি না খেয়ে থাকতে পারি না আমার খুব ক্ষুধা লাগছে খাইয়ে দিবি না...😭
জানিস আকাশ হাজারো মানুষের ভিড় এই হৃদয়ে শুধু তোরই নাম লিখা কবে আসবি আমার কাছে আর কবে বলবি ভালোবাসিস আমাকে..........
.
.
.
চলবে পরবর্তী পর্ব আসতেছে.
আমি:আমরা কি বন্ধু হতে পারি....?
সাফু:হা হা হা....আচ্ছা ঠিক আছে আমার আপওি নাই ...কিন্তু কখনো এর থেকে বেশি কিছু আশা করবেন না আমি একজনকে খুব ভালোবাসি...!
আমি:ওমা তাইইই কি নাম তার .....?
সাফু:আকশু আমার কলিজা....!
আমি:ওও ভালো মনে মনে মুচকি হেসে তো... কোথায় আপনার আকশু ......?
সাফু:অন্য কোন দিন বলবো....আপনার নামটাই তো জানা হয় নি.....
আমি:oh sorry... আমি অভ্র...আর আপনি...?
সাফু:আমি সাফরিন....
আমি: হুম খুব সুন্দর নাম ....আচ্ছা আমাকে এখন উঠতে হবে সামনের সপ্তাহে কলেজে দেখা হচ্ছে কেমন....!
সাফু:আচ্ছা ঠিক আছে.... Thanks.... সাবধানে যাবেন...!
আমি:ওহ সরি একটা কথা বলবো যদি কিছু মনে না করেন...!
সাফু:জ্বি সিওর....বলেন কি বলতে চান....!
আমি:আপনার নাম্বারটা কি পাওয়া যাবে....?
সাফু: হুম সমস্যা নাই নিতে পারেন.....017222...
আমি:থাংকস রাতে কল দেবো ধরবেন কিন্তু Bye...
সাফুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম.....বাসায় এসে আরামে শুয়ে শুয়ে চকলেট খাচ্ছি আর মনের সুখে গান গাইতেছি .... একটু পর আমার খালাতো ভাই রাকিব আসলো....
রাকিব:কিরে ভাই আজ এতো খুশি খুশি কেনো....?
আমি:আছে আছে বলবো না....নে চকলেট খা....!
বললে আমার পকেটে আগুন ধরাইবে.....😉
রাকিব:বলনা কি হইছে.....?
আমি:পেয়ে গেছি ....বলবো না .....
রাকিব:কি পাইছস বলনা .... please.....
আমি :সাফু....পাইছি....
নুপুরটা ওর সামনে ধরে.....
রাকিব:সত্যিইইইইই পাইছস কেমন কি বুঝিয়ে বল...
আমি:শুন তবে .......সব বললাম....!
রাকিব:ওয়াও ভাই মেঘ না চাইতে জল.....এবার ট্টিট দে...!
আমি: হুম জানতাম এটাই হবে আচ্ছা ঠিক আছে কালকে খাওয়াবো......
রাতে বাসার ছাঁদে এসে বসলাম......
ফোনটা হাতে নিয়ে ভাবতেছি সাফুকে কি একটা কল দেবো না কি দেবো না ....এতো কিছু না ভেবে কলটা দিয়েই ফেলি......টুট........ টুট
আমি:হ্যালো ..কেমন আছেন....?
সাফু: আলহামদুলিল্লাহ ভালো... আপনি...?
আমি: আলহামদুলিল্লাহ ভালো..! ঔষধ খাইছেন...
শরীর কেমন আছে..?
সাফু:জ্বি খাইছি... ভালোই......!
আমি:আচ্ছা ঠিক আছে আপনি এখন রেস্ট নিন পরে কথা বলবো....Bye
সাফু:আচ্ছা Bye...
এভাবে রোজ একটু একটু করে আমাদের মাঝে কথা হয় কিন্তু সাফু এখনো জানে না আমি তার আকশু ...কিন্তু মজা তো এখানেই আমি জানি ও আমার ভালোবাসা আর ও আমাকেই ভালোবাসে.....
প্রায় পনের দিন কেটে যায় এর মধ্যে আমার আর সাফুর ফোনে কথা হতো কিন্তু দেখা হয় নি.....ও এখন মোটামোটি সুস্থ হয়েছে........
ঘুমাচ্ছিলাম সকাল বেলা ঘুম ভাংলো ফোনের টুংটাং শব্দে ...স্কিনে তাকিয়ে দেখি সাফু কল দিসে..... ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম.....
আমি:hlw....
সাফু: আপনি এখনো ঘুমাচ্ছেন কয়টা বাজে হুম তারাতারি আসেন আমি কলেজে আসতেছি কলেজের গেইটে আপনার জন্য অপেক্ষা করবো........!
আমি:এইতো দশ মিনিটে আসতেছি......বলেই কলটা কেটে দিলাম.....!
তারাতারি ফ্রেস হয়ে কিছু না খেয়ে বেরিয়ে পরলাম একটু পর কলেজ গেইটের সামনে আসতেই দেখি আমার পাগলিটা আমার আগে এসেই বসে আছে.....!
আমি:hi....!
সাফু:এতো তারাতারি আসলেন .... Good boy....কিন্তু আপনার মুখটা অনেক শুকনো শুকনো লাগতেছে নিশ্চয় কিছু না খেয়ে চলে এসেছেন.....
আমি:না মানে....
সাফু:হি হি হি হি ব্যাপার না আমি ও এখনো কিছুই খাই নি চলেন একসাথে খাবো......?
আমি: হুম চলেন.......!
মনে মনে ভাবতেছি এই সুযোগ ওরে একটু চমকে দেয়ার কারন ওর আর আমার favorite খাবার গুলো আজকে অর্ড়ার করবো......!
একটু পর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে আসলাম......!
দুজনে সামনা সামনি বসে আছি .....!
আমি ওয়েটারকে ডেকে বললাম ভাইয়া চিকেন বিরিয়ানি+নুড়ুলস.......ওয়েটার অর্ড়ার নিয়ে চলে গেলো....... !
সাফু:চুপ করে কি যেনো ভাবতেছে.....!
আমি:কি ভাবতেছেন.......?
সাফু:না মানে আপনি কি করে জানেন নুড়ুলস আমার favorite এটা তো আকাশ ছাড়া কেউ জানে না আর আকাশের চিকেন বিরিয়ানি খুব favorite.........!
আমি:হা হা হা তেমন কেনো ব্যাপার না আমি জানি মেয়েরা কি পছন্দ করে......আর তাই আরকি.......!
সাফু :ও আচ্ছা তাই বলেন .......!
খাওয়া শেষে দুজনে কলেজে আসলাম পাশাপাশি নিশ্চুপ বসে আছি.......!
আমি:আচ্ছা আপনি কাউকে ভালোবাসেন নি আকাশের কাছে থেকে চলে আসার পর.......?
সাফু:না আমি আকশুকে ভালোবাসি আর ওরে কথা দিসি আমি ওর অপেক্ষায় থাকবো......!
আমি:কিন্তু ও তো এতো দিনে কোন সুন্দরী মেয়ের প্রেমে হাবুড়ুবু খাচ্ছে শিওর......!
সাফু:না না please এভাবে বলবেন না আকশু আমাকে খুব ভালোবাসে আর আমি জানি আমার আকাশ আর কাউকে কখনো ভালোবাসবে না ......!
আমি:হুম হয়তো তাই কিন্তু আপনি অনেকটা গাধী টাইপের ......!
সাফু:কিইইইই আমি গাধী.......!
আমি: হুম তাই......সময় হলে বুঝতে পারবেন...... (মনে মনে আকশু তো তোর পাশে বসে আছে রে সাফু....... বুঝতে ও পারলি না......)
সাফু:একদম ঠিক হচ্ছে না কিন্তু .....😠
আমি:আচ্ছা সরি.....!
সাফু:আচ্ছা শুনুন মা বলেছে আজকে কলেজ ছুটির পর একবার আমাদের বাসায় যাবার জন্য .....!
কি যাবেন না .....?
আমি:কিইইই সত্যি যেতে বলছে যাবো না মানে এখনই যাবো........!
সাফু: আপনি একটা পাগল ..... হুম চলেন......!
আমি:ভুলে গেছি যাবো না........!
সাফু:কেনো যাবেন না এই তো বললেন যাবেন আবার যাবেন না কেনো....?
আমি:না মানে আপনার হাতের চিকেন বিরিয়ানি না খাওয়াইলে যাবো না.........!
সাফু:হা হা হা চলেন পেট ভরে খাওয়াবো ওটা আমি বেশ ভালোই পারি.....আকশু খুব লাইক করতো তাই শিখে নিসিলাম.........!
আমি:তাহলে আর এক মিনিট ও দেরি নয় তারাতারি চলুন......!
কলেজ থেকে বের হয়ে একটা রিকসা নিলাম রিকসায় সাফুর সাথে বসে আছি আর মাঝে মাঝে মাঝে ওর দিকে উকি মেরে তাকাচ্ছি ...বাতাসে তার খোলা চুল গুলো আমার মুখে এসে দোল খাচ্ছে........ খুব ভালো লাগতেছে নিজের ভালোবাসার মানুষটির সাথে রিকসায় বসে আছি...... একটু পরে রিকসাটা সাফুর বাসার সামনে থামলো........আমি আর সাফু বাসার ভেতরে গেলাম .....আন্টি দরজা খুললো সালাম দিলাম তারপর সাফু আমাকে তার রুমটা দেখাতে নিয়ে গেলো .... খুব ক্লান্ত লাগছিলো তাই কোন কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ি.......
সাফু: আপনি রেস্ট নিন আমি আপনার জন্য চিকেন বিরিয়ানির ব্যাবস্থা করতেছি.....
আমি:আচ্ছা ঠিক আছে....
সাফু চলে গেলো আর আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ ওর পড়ার টেবিলের দিকে নজর পড়লো........ভালো করে তাকিয়ে দেখি আমার ছোট বেলার অনেক পটো দেওয়ালে ঝুলিয়ে রেখেছে...... আমি বিছানা থেকে উঠলাম আর ওর পড়ার টেবিলের সামনে আসলাম.....লক্ষ্য করলাম ওর পড়ার টেবিলের এক কোনে একটা ডায়রি রাখা আছে ভালো করে লক্ষ্য করলাম ডায়রিটা হাতে নিয়ে দেখি আমার দেওয়া সাফুর 14তম জম্মদিনের উপহারের সেই ডায়রিটা.....!
ডায়রির প্রথম পাতা খুলতেই দেখলাম আমার আর সাফুর একটা পিক .....!
আরে এই পিকটা ও কোথায় পেলো এইটা তো আমি অনেক খুঁজেছি চুরনি একটা আমার পটোর এলবাম থেকে চুরি করে নিয়ে আসছে.....!
পরের পাতায় লিখা আছে.......!
তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তবুও তো যেতে হবে যেখানেই থাকি এই মনটা শুধু তোর কাছেই থাকবে .............! তোর পাগলিটা তোকে মিস করবে .....! খুব ভালোবাসি তোরে আকশু......I Love you......😋😉
বাহ খুব ভালো আমাকে ভালোবাসো সোনা কিন্তু অথর্ব একটা তোর এতো কাছে তবুও একবার বুঝতে ও পারলি না......
যাক পরের পাতা গুলো দেখি......পরের পাতায় লিখা....
আজ বাবা তার নতুন অফিসে জয়েন করলো আর মা নতুন বাসা গোছানোর কাজে ব্যাস্ত আর আমাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দিলো সব কিছুর মাঝে তোকে খুব মিস করতেছি.....জানিস খুব ক্ষুধা লেগেছে আজ দুইদিন কিছু খাই নি শুধু কান্না করেছি... তুই তো জানিস আমি না খেয়ে থাকতে পারি না আমার খুব ক্ষুধা লাগছে খাইয়ে দিবি না...😭
জানিস আকাশ হাজারো মানুষের ভিড় এই হৃদয়ে শুধু তোরই নাম লিখা কবে আসবি আমার কাছে আর কবে বলবি ভালোবাসিস আমাকে..........
.
.
.
চলবে পরবর্তী পর্ব আসতেছে.
No comments
info.kroyhouse24@gmail.com