Breaking News

বস যখন বর | Part-1 | Writer : Eti Chowdhury



রোদ- চলো....
ইতি- কোথায়???? তাকিয়ে রইলাম ওনার দিকে সকাল সকাল হলো কি ওনার???
রোদ- Just Come.....বলেই ওর হাত ধরে এক প্রকার টেনে অফিস থেকে বেরিয়ে এলাম। ওকে গাড়িতে বসিয়ে দিলাম।
ইতি- But Sir আমরা যাচ্ছি কোথায়😥???
রোদ- কোনো জবাব দিলাম না গাড়ি চালাতে শুরু করলাম।
ইতি- একটু পরে আমার একটা মিটিং আছে। আর ডিলটা খুব Important আমাদের জন্য।
রোদ- অফিসে ফোন দিলাম। হ্যালো রিমি।
রিমি- জি Sir বলুন।
রোদ- আজকের আমার আর ইতির যত Appointment আর মিটিং আছে সব Cancel করে দাও।
রিমি- 😮😮 But Sir ইতি মেম এর আজকের মিটিং টা তো....
রোদ- আমি যা বলছি তাই করো।
রিমি- 😰😰ওকে Sir.
রোদ- আর আমরা আজ অফিসে বেক করবো না।
ইতি- অবাক হয়ে ওনার দিকে তাকালাম। ওনি কি বললো এগুলো?? মানে কি Sir???
রোদ- তোমার এতো কিছু বুঝতে হবে না।
ইতি- সারা রাস্তা আমি বার বার জিঙ্গেস করলাম কোথায় যাচ্ছি কিন্তু ওনি আমাকে কোনো জবাবই দিলেন না।
ইতি- কিছুক্ষণ পর গাড়ি থামলো। ওনি আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আবার টেনে নিয়েয়ে যাচ্ছেন। আমি হা করে আছি। ওনি আমাকে একটা কাজি অফিসে নিয়ে এসেছেন😱😱😱 কিন্তু কেনো??? আমার হাত ধরে টেনে আমাকে ভিতে নিয়ে গেলেন।
ইতি- আমরা এখানে কেনো???ওনি আমাকে কোনো উত্তর না দিয়ে অন্য কিছু মানুষের কাছে এগিয়ে গেলেন। হয়ত ওনার বন্ধু।
সাদ- আসলি এতক্ষণে??
রোদ- সব রেডি তো???
সাদ- হ্যা সব রেডি শুধু তোদের অপেক্ষায় ছিলাম। চল।
রোদ- চলো। ইতিকে বললাম। ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
ইতি- চলো মানে??? কোথায়???
রোদ- উফফ......এতো প্রশ্ন করো কেনো??
ইতি- ওনি আবার আমার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ার বসিয়ে দিলেন ওনি আমার পাশে বসে পরলেন। আর আমাদের সামনে কাজি। বিয়ে পড়ানো শুরু হলো। করছেন কি??? এসব হচ্ছে কি??
রোদ- বিয়ে।
ইতি- মানে কি??? কোনো???
রোদ- আমি তোমাকে বিয়ে করছি।
ইতি- আমি আপনাকে বিয়ে করবো না। সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে রইল।
রোদ- কাজি সাহে ১০মিনিট বসে আমরা আসছি এখনি। বলেই ওনি আমাকে টেনে রুমের বাইরে নিয়ে এলেন।
রুমের বাইরে-
রোদ- তুমি আমাকে বিয়ে করবে না???
ইতি- আপনার কি মাথা ঠিক আছে কি বলছেন এসব??? আপনি আমার বস আর আমি Just একজন সাধারণ Employee আপনার কোম্পানির তাহলে কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন??
রোদ- ওহ..... আমি তো ভুলেই গিয়ে ছিলাম আমি তোমার বস। তাহলে বসেরসের মতোই কথা বলি।
ইতি- মানে????
রোদ- মানে তুমি হয়ত ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। তুমি কোম্পানি থেকে অনেক বড় একটা লোন নিয়েছো আর কোম্পানিটা আমার।
ইতি- Sir আপনি......অবাক হয়ে তাকিয়ে রইলাম।
রোদ- তুমি আমাকে বিয়ে করতে না চাইলে আমি তোমাকে Force করবো না কিন্তু....
ইতি- কিন্তু কি???
রোদ- এখনি এই মুহূর্তে টাকাগুলো ফেরত দিতো হবে।
ইতি- আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। বাবার অপারেশনের জন্য ৫ লক্ষ টাকা লোন নিয়ে ছিলাম। যা এখন প্রতিমাসে কিছু কিছু করে দিয়ে দিচ্ছি কিন্তু আমার বা আমার পরিবারের পক্ষে একত্রে এতো গুলো টাকা দেয়া কোনো ভাবেই সম্ভব না।
রোদ- I hope এখন আর তোমাকে আমায় বিয়ে করতে কোনো আপত্তি নেই। Lets go....
ইতি- আর কিছুই বলতে পারলাম না বিয়ে হয়ে গেলো।
সাদ- Congratulations দোস্ত.....
রোদ- Thank u দোস্ত তোরা না থাকলে সম্ভব ছিলো না।
ইতি- আমি আর ওনার সাথে কোনো কথাই বলি নি। একটা মানুষ এতো খারাপ হতে পারে। আমার দূর্বলতার সুযোগ নিয়ে ওনি আমার সাথে এমনটা করতে পারলো। ভাবতেই আমার কান্না😭😭😭
সাদ- তোরা হানিমুনে কবে যাচ্ছিস??
রোদ- আগে বাসায় যাই। বলেই ইতির দিকে তাকালাম।
ইতি- বাসায় যাবার কথা শুনে ওনার দিকেকে তাকালাম।


চলবে........

No comments

info.kroyhouse24@gmail.com