লাভ স্টোরি | লিখছেনঃ Ft~Jibon
-আচ্ছা আপি মেয়েরা কেমন ছেলে পছন্দ করে?
-হঠাৎ,এই প্রশ্ন?(বৃষ্টি আপি)
– না,এই দেখ, ভার্সিটি মেয়েগুলাকে,সব্বাই একটা করে আঙ্কেল নিয়া ঘুরতাছে?
এদের কি দেখার মত চোখ নাই?
– হি হি,তাই,তো তোমার খুব লাগছে মনে হয়।
-লাগার ই তো কথা,আমার তো মনে হচ্ছে এরা সবাই টাইম পাস করছে।
– থাক তোমার এগুলা না জানলেও চলবে…চল বাাসাই যাই।
– হুমমমমমমম, চলো।
আমি লিখন স্নাতক ২য় বর্ষে পড়ি। আর এতক্ষণ আমার ফুফাতো বোন বৃষ্টি আপুর সাথে কথা বললাম। উনি ফাইনাল ইয়ারে পড়েন জিওগ্রাফি নিয়া।
রাতে আপুকে আবার ফোন দিলাম, ,,
– —হ্যালো আপু,তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলা।
– থাপ্পড় দিব,ফাজিল ছেলে,বড় আপুর সামনে কি বল এসব।পড়াশোনা কর মনোযোগ দিয়া,মেয়ের অভাব হবে না।
– সরি আপু,আসলে খুব জানতে ইচ্ছে করছিল।
– ওকে বলব,পড়াশোনা শেষ কর।তারপর।
– এতদিন! !!!
– হুমমমমমমম, নয়তো তুই অকাল পক্ব হই যাবি।
– কালকে ভার্সিটি তে আসবা তো।রাখি বাই।
– ওকে।
ফোনটা কেটে দিয়ে, কানে হেড ফোন লাগিয়ে দিয়ে শুনছি,,,,, ” চাইলেই তুমি হারিয়ে যাও, রাজাহীন কোন রাজ্যে,জনশূন্য কোন রাজ্যে……….,,
সকালে ভার্সিটি তে আসছি, ,,,
বৃষ্টি আপুকে খুজে পাচ্ছি না,,,
ক্যান্টনে আপুকে আবিষ্কার করলাম।
ওমা, আপুর সাথে, এই মেয়ে কে…এত জমিয়ে আড্ডা দিচ্ছে, কোনদিন তো দেখি নি???
জলদি আপুর দিকে ছুটছি. ..
– আপু….?
– হুম বল… ( সাথের মেয়েটা দেখি চোখ বের করে তাকাই আছে,মনে হয় আড্ডায় ডিস্টার্ব করলাম)
– তোমাকে আমি সারা ভার্সিটি তে খুচ্ছিলাম। আর তুমি এখানে বসে কার সাথে আড্ডা দিচ্ছ। কে এই?
– ও সামিয়া,এবার ভর্তি হয়ছে,,, ভালো স্টুডেন্ট।
সে তো দেখতেই পাচ্ছি, একদিনে তোমার সাথে যেভাবে আড্ডা দিচ্ছে।
– এই যে আপনার সমস্যা কি?(সামিয়া) [ রেগে ফেটে পড়ছে।মুখটা লাল হয়ছে,ওফ কি যে সুন্দর লাগছে, বাট প্রসংসা করতে পারছি না]
– মানে?
– ন্যাকামো করেন ( ভ্রু কুচিয়া)
– কি শুরু করলি তোরা… চলতো( বৃষ্টি আপি)
…..
আপির সাথে হাটতে থাকলাম। সাথে মেয়েটা।হাটতে হাটতে আপি যা কিছু বলল ,তা বোধয় কানে গেল কিন্ত মগজে পৌচ্ছালো না।বারংবার মেয়েটার রাগি মুখটা ভাসছে যদিও মেয়েটা পাসে হাটছে কিন্ত রাগে কিছু বলছে না, আমি পরাজিত হবনা তাই তাকাচ্ছি না।
রাত ১০টা বাজে, ডায়েরি লিখছি,প্রতিদিন লিখার ধৈর্য থাকে নাা কিন্তু আজ লিখতে ইচ্ছে করছে।
সেই রাগি মুখটা বারবারই গানের ধুয়ার মত আসলো লিখায়।
ছাদে বসে হেডফোন কানে গান শুনছি আর মেয়েটার কথা বারবার মনে হচ্ছে।
……..কিরে হাসছিস কেন???( বাবা)
…… কই( কিভাবে কখন হেসেছি কিছুই টের পাই নি)
…… যা ঘুমাতে যা…
ছাদ থেকে এসে কম্বল মুড়ি দিয়ে মেয়েটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি টেরই পাই নি।……
——- সমাপ্ত———
No comments
info.kroyhouse24@gmail.com