Breaking News

অপেক্ষার শেষ প্রহর | প্রথম পর্ব

এই আবির তুই কি কখনো মানুষ হবি না
আমার বান্ধবিকে কি বললি কালকে ও
খুব সুন্দর আর আমি ময়দাওয়ালী দেখতে পুরা কলসের মতো কুওা
আবির:আমি কখন
বললাম আমি তো বলেছি তুই খুব কিউট
মেহেরুন:ও তাই
নাকি….আমাকে কি পাইছস হুম….ঐ ঐ
তুই ঐ মেয়েটাকে চোখ
মারলি কেনো……. 
আবির:আজব কাকে চোখ মারলাম …
মেহেরুন: কিইইইইই চোখ
মারিস নি এখনই তো মারস স……
আবির:ঐ আমি যাকে খুশি চোখ মারবো তোর
কি????….. 
মেহেরুন:কিইইই বললি আজ তোর চোখ আমি তুলে নেবো
আবির:কেনো কেনো ???আমি কি করলাম……. 
মেহেরুন:সুন্দরী মেয়ে
দেখলেই চোখ মারতে ইচ্ছে করে কুওা
রেগে চলে যাচ্ছে…

আমি:hehehe…
এই হলো মেহেরুন কলেজের ফাস্ট গার্ল সেটা সুন্দর ও মেধা
দুইদিক দিয়েই
আর আমি হলাম নাম্বার ওয়ান বখাটে না মানে তেমন খারাপ না
তবে ঐ আর কি 
আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ আছে কিন্তু কেউই বলবে না আমরা
একজন আরেকজনের খুব ভালো বন্ধু 
কারন আমাদের মাঝে যেভাবে মারামারি আর জগড়া
হয়ে থাকে ইসসস ….
কলেজে আসলাম হঠাৎ মেহুকে দেখতে পেলাম আর দেখেই চোখ
মারলাম মেহু আমাকে খুব ভালোবাসে কিন্তু কখনো বলে নি …… 
আমি জানি তাই
রাগানোর জন্য বললাম অন্য মেয়েকে চোখ মারলাম তাই পাগলিটা রেগে চলে গেছে…
কি আর করার আমি ও বাসায় ফিরে গেলাম 
বাসায় আসার পর
রাতে মা:আবির তোর বাবা তোকে ডাকতেছে
আমি:আচ্ছা মা আসতেছি
বাবার সামনে যাবার পর বাবা:আবির বস
তোকে একটা কথা বলার
ছিলো…….
তুই তো আমার বন্ধুকে চিনিস ওর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করলাম…… 

আমি:অভাক হয়ে গেলাম বাবার কথা শুনে কি বলবো নিজে ও জানি না
এখনো পড়ালেখাই শেষ করলাম না তার উপর বিয়ে জানিনা কপালে কি আছে……..
পরদিন
কলেজ আসলাম ..‌…..কলেজে এসে এক ঘন্টার মতো বসে আছি কিন্তু মিস
পুসকাওয়ালী মানে মেহু কে দেখতে পাচ্ছি না …… 
একটু পর দেখলাম গেইট দিয়ে
ঢুকতেছে …… আমি দৌড়ে গিয়ে মেহুর হাত ধরে একপাশে টেনে
নিলাম…….মেহু:ঐ ছাড় ছাড় তুই আমার হাত ধরসস কেনো……… 
আমি:শুননা
একটা কথা বলবো তোকে ……..মেহু:কি বলবি বল…… 
আমি:আমি তোকে খুব
ভালোবাসি রে কিন্তু কেনো জানিনা বলতে পারি নি আজকে তোকে বললাম
মেহু:এখন আর এসব সম্ভব না আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে…….. 
আমি:কিইইই কস কি আমার বাবা মা ও আমার বিয়ে ঠিক করে ফেলেছে……..
মেহু :তাহলে আর কি যা বিয়ে করে সুখী হও ……. 
আমি:না না

please এভাবে বলিস না আমি তোকে খুব ভালোবাসি আর কাউকে স্থী হিসেবে মেনে
নিতে পারবো না …….চল আমরা পালিয়ে যাই
মেহু:সম্ভব না আমি তোর
মতো বখাটের সাথে পালিয়ে বাবা মায়ের সম্মান নষ্ট করতে চাই না …. আমি:ও
আচ্ছা এই তোর শেষ কথা ……..
মেহু : হুম এই আমার শেষ কথা …
আমি:আচ্ছা ঠিক আছে……চলে আসলাম মেহুর কাছ থেকে আর একটু থাকলে হয়তো চোখে
জল এসে যেতো কারন খুব ভালোবাসি মেহুকে…
কিন্তু আমি ভুল ভেবে ছিলাম
মেহু আমাকে ভালোবাসে না 
বাসায় এসে শুয়ে আছি কিছু ভালো লাগতেছে
না……আজকে আমার বিয়ে বাড়িতে মেহমানের হৈ চৈ আর আমি অন্ধকারে একা বসে আছি
সিগারেটের কয়টা প্যাকেট শেষ হয়েছে আমি নিজে ও জানিনা 
মা:আকাস রেড়ি হয়ে নে …
রেড়ি হলাম আর একটু পর আমার কুরবানি দিবে 
বাবাকে খুব ভয় পাই কিছু বলার সাহস পাইনি আর যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না

…… অতঃপর বিয়েটা করে নিলাম…….
সবাই সবার মতো খুশি মনে হয় কুরবানির
ঈদ সবাই আনন্দ করতেছে আর আমার কুরবানি দেওয়া হচ্ছে 
বাসায় আসলাম
ছাঁদে বসে আছি রাত বারোটা র উপর বসে বসে সিগারেট খাচ্ছি …..
রুমে যাবার
কোন ইচ্ছে নেই তবুও যেতে হলো বাসায় এসে রুমে ডুকে দরজা বন্ধ করলাম বউ আমাকে
সালাম দিলো………
তার সালামের আওয়াজটা আমার খুব চেনা চেনা
লাগতেচে……. 
হঠাৎ আমি আমার বউয়ের উদ্দেশ্য করে বললাম আমি তোমাকে স্থী
হিসেবে মানি না ……. 
আমি একজনকে খুব ভালোবাসি…….. আমার কাছে এসে
গোমটা সরিয়ে আমার শার্টের কলার চেপে ধরে বললো কি বললি আবার বল
আমি তো ওর দিকে তাকিয়ে পুরাই হা আরে এতো আমার মেহু
কেমনে

কি…..কিছুই বুঝলাম না 
মেহু:ঐ তুই কারে ভালোবাসিস হুম…
আমি:কারে আবার জানিস না কিন্তু আমার বিয়ে তোর সাথে ……
মেহু: হুম আমি
তোমাকে খুব ভালোবাসি আর তাই এমন করলাম তুমি অন্য মেয়েদের চোখ মারবা আর আমি
সয্য করবো আজ থেকে কোন মেয়ের দিকে তাকালেই
চোখ তুলে নেবো ‌
আমি:এহহহহ শক কত তুই আমার কে.???
মেহু:আমি তোমার বউ আর কি তুই তোকারি করছো
আজ থেকে আমাকে তুমি করে বলবা আমি তোমার বউ না ‌……. 
আমি:মেহুকে ক াছে
টেনে …তাই নাকি ম্যাডাম
মেহু:অককককক তুমি সিগারেট খাইছো কি গন্ধ
ছাড়ো আমাকে …….
আজকে সারারাত তুমি নিচে থাকবা আমার কাছে তোমার জায়গা
নাই………কি আর করার বিয়ের প্রথম রাতেই খাতের নিচে থাকতে
হচ্ছে………আল্লাহ জানে কপালে আর কি কি আছে……
পরদিন ঘুম ভাংলো মেহুর
ভেজা চুলের সিগ্ধ ঘ্রানে 
এই উঠো অনেক বেলা হয়েছে
আমি:মেহুকে

টেনে বুকে জড়িয়ে উঠবো আগে একটা পাপ্পি দাও
মেহু:ইসসসস উঠো তো মা
ডাকতেছে…..উঠে ফ্রেস হয়ে নাস্তা করতে বসলাম সবাই 
সবাই মিলে অনেক
হাসাহাসি করলাম যদিও আমার বিয়েতে কোন ইচ্ছে ছিলো না তবুও ভালোবাসার
মানুষটিকে পেয়ে আমি খুব খুশি ‌
খাওয়া শেষে রুমে আসলাম 
একটু পর
মেহু আসলো আমি আচ্ছা মেহু তুমি আমার সাথে এমন করলে কেনো তুমি জানো আমার কত
কষ্ট হয়েছে মেহু:আমাকে জড়িয়ে ধরে আমি জানি পাগল তুমি আমাকে খুব ভালোবাসো
তোমাকে হারানোর ভয়ে তো চিরদিনের জন্য কাছে টেনে নিলাম…. 
আমি:কখনো ছেড়ে
যেওনা please খুব ভালোবাসি তোমাকে
মেহু:আমাকে খুব শক্ত করে জড়িয়ে
ধরে চলে যাবার জন্য কি তোমার হাতটা ধরেছি‌
আমি:আচ্ছা কালকে সারারাত
নিচে রেখেছো একটা পাপ্পি তো দিতে দাও …..
মেহু:এইইইইইই শয়তান একদম না
আমি:হি হি হি হি উম্মাহহহহ……. 
পাগলিটা লজ্জায় আমার বুকে মুখ
লুকালো…

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com