ফুসকাওয়ালীর ভালোবাসা | লেখক: আকাশ আহম্মেদ. | প্রথম পর্ব
শাপলা:এই কুওা উঠ বলতাছি আর কতক্ষন ঘুমাবি .......
আমি:দুর আরেকটু ঘুমাতে দে না .....
শাপলা:ঐইইইই তোরে উঠতে বলসি উঠবি না পানি ঢাইলা দিমু.......
আমি:এহহহহ পানি ঢাইলা দিবো ..... আরেকটু ঘুমাই না জান .....
শাপলা:কলেজের সময় হয়ে গেছে তুই যদি এখন না উঠিস আমি সত্যি সত্যি তোর মাথায় পানি ঢালমু..... একলাপে বিছানা থেকে উঠলাম..... ফ্রেস হয়ে আসি এর মাঝেই আপনাদের পরিচয়টা দিয়ে দিই....... আমি:আকাশ আহম্মেদ.....ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি....গ্রামে একটা কলেজ থেকে SSC পাশ করার পর ঢাকায় আসলাম পড়ালেখা করতে আর একটা ভালো কলেজে চান্স পাই ......তাই খালার বাসায় থাকি আজ দুই বছর আর যে সকাল সকাল মার ঘুম ভাঙ্গালো সে আমার একমাএ খালার একমাএ মেয়ে......নাম তার শাপলা .....শাপলা ফুলের লতার মতো আমারে সারাক্ষন পেঁচিয়ে মারে......সকাল সকাল ঘুম থেকে টেনে তুললো......ঘড়ির দিকে তাকিয়ে তো আমি অভাক 9.40.....হায় হায় .....শাপলা:আমি চললাম তুই থাক..... আমি:এইইইই দারা আমি ও যাবো আমাকে নিয়ে যা ......শাপলার পিছে ছুটলাম......কলেজ বাসা থেকে বেশি দূর না তাই দুই জন হেঁটেই যাচ্ছি ও বলাই হয় নি আমি আর শাপলা ক্লাস মেট.......দুজনে একসাথে কলেজ আসলাম........ক্লাস শেষে শাপলা আর আমি আসতাছি......শাপলা:ঐ আকাশ ..... আমি:কি কিছু বলবি.....শাপলা:ঐ যে ..... আমি:😠😠না হবে না.....বাসায় চল.....শাপলা: please একপ্লেট খাবো..... আমি:এহহহহ ......রোজ একপ্লেট বইলা বইলা আমার বারোটা বাজাস তুই যা রাক্ষসি আমার জানা আছে দুই তিন প্লেট ছাড়া তোর হয় না ......আমার কাছে টাকা নাই......শাপলা: promise আজকে একপ্লেট খাবো বেশি খাবো না........ আমি:আচ্ছা চল মনে থাকে যেনো একপ্লেট বেশি খাবি আমি কিন্তু টাকা দিমু না ......শাপলা:hehehe Tnq ......কি ভাবতেছেন আগেই বলেছিলাম ফুসকাওয়ালী কলেজে একটা দিন ও বাদ দেয় না রোজ তাকে পুসকা খাওয়াতে হবে......তাই আর কি করার পাগলিটা ফুসকা খাচ্ছে আর আমি তাকিয়ে দেখতেছি ......কিছুক্ষন পর পর শাপলা:ঐ মামা আরেক প্লেট দাও .....আমার কোন হুস নেই ও খাচ্ছে আর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি........বলাই হয় নি শাপলা শুধু আমার কাজিন না আমার খুব ভালো বন্ধু আমার আর কোন মেয়ে বা ছেলে বন্ধু নেই .....এটাই একপিচ......কোন মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরে থাক কথা বলতে ও দেয় না .......এমন কেনো করে তা আমি নিজে ও জানি না ......শাপলা:ঐ আকাশ খাওয়া শেষ বিল দিয়ে দে...... আমি:কত হইছে মামা......দোকানদার:দেড়শো টাকা.... দেখি শাপলা হাসতে হাসতে এগিয়ে যাচ্ছি .... আমি:ঐ দাড়া আজ তোর একদিন তো আমার একদিন.......বা বা এই মাইয়া কি রাক্ষসি নাকি প্লেট পুসকা খায় নিজে ও জানে না ......যাক বাসায় আসলাম .....ফ্রেস হয়ে খেতে বসলাম...... আমি:জানো খালা তোমার মাইয়া আজ ও আমার পকেটে আগুন দরাইছে .....জানো এওো এওো গুলা ফুসকা হাওয়া করছে......তাকিয়ে দেখি শাপলা হাসতেছে......শাপলা:ঐ বান্দর আমি পুসকা খাইলে তোর কি..... আমি:কিইইই আমার কি টাকা কি তোর স্বামী দেয়.....শাপলা:স্বামী দিবে কেনো তুই আছিস না ..... আমি:খালা দেখো না ......খালা:শাপলা তোরা থামবি তোদের নিয়ে আর পারি না বড় হইছস এখনো ছেলে মানুষিটা গেলো না.......খাওয়া শেষে রুমে আসলাম শুয়ে আছি আর টিভি দেখতাছি ...... একটু পর ফুসকাওয়ালী টা
আসলো......শাপলা:এই আকাশ রিমোট দে আমি সিরিয়াল দেখবো..... আমি:এহহহহ দেখতাসস না খেলা দেখতাছি.......শাপলা :কচু তোর খেলা দেখতে হবে না আমি সিরিয়াল দেখবো রিমোট দে....... আমি:না দেবো না.....শাপলা:কি দিবি না ....এই বলে আমার উপর জাপিয়ে পড়লো.....কিল ঘুসি দিতে শুরু করলো.....আর আমার থেকে জোর করে রিমোট টা চিনিয়ে নিতে গিয়ে আমার বুকে আছড়ে পড়লো...... পাগলিটা এবার লজ্জা পেয়েছে.....সত্যি আমরা যে বড় হয়েছি আমরা নিজেরা ও জানি না ........ পাগলিটা রুম থেকে চলে গেলো আর আমি আরামে শুয়ে পরলাম......বিকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে মোবাইল নিয়ে টিপাটিপি করতেছি এমন সময় শাপলা আমার রুমে আসলো....... আমি:কি রে কিছু বলবি আর এতো সেজেছিস কেনো......শাপলা:একটু ঘুরতে যাবো..... আমি:তো যা আমার কাছে কি...... শাপলা:আকাশশশশ..... আমি কার সাথে যাবো..... আমি:আমি কি জানি.....শাপলা:আমার হাত ধরে টেনে চল ......আজকে দুজনে মিলে রাজবাড়ীতে যাবো..... আমি:আচ্ছা চল.....সত্যি বলতে রাজবাড়িতে যেতে আমার খুব ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর......দুজনে রাজবাড়িতে আসলাম......চারদিকে ঘুরতেছি......মেলা বসেছে এখানে ......মেলায় ঘুরে ঘুরে দেখতেছি এমন সময় চোখে পড়লো খুব সুন্দর একজোড়া নীল চুড়ি......শাপলার আড়াল করে চুড়িটা কিনে নিলাম......মেলা থেকে ঘুরে .....সন্ধ্যায় বাসায় আসলাম......বাসায় আসার পর......আমি:শাপলা .....এই নে এগুলো তোর জন্য...... শাপলা:ওয়াও নীল চুড়ি.....কখন কিনলি আমি দেখলাম না তো........ আমি:কিনেছি তোর না নিল চুড়ি খুব পছন্দ ....শাপলা:হুম থ্যাংকস রে ....... আমি:হি হি হি হি Thanks এ কাজ হবে না .....এখন বাসার ছাঁদে যাবো এককাপ কফি নিয়ে আয়......শাপলা:ওকে ....তুই দুই মিনিট না আমি এক্ষুনি কফি নিয়ে আসতাছি .........বাসার ছাঁদে বসে আছি আকাশের দিকে তাকিয়ে একটু পর পাগলিটা এসেছে কপি নিয়ে ....দুজনে বসে কফি খাচ্ছি আর তারা গুনতেছি........অনেক রাত পর্যন্ত বসে বসে আড্ডা দিলাম......বাসায় এসে বিছানায় শুয়ে আছি আর ভাবতেছি আমরা দুজন খুব ভালো বন্ধু কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি কিনা তা জানিনা ......কিন্তু ওর সাথে কথা না বললে একমুহূত ও থাকতে পারি না......শাপলা যদি রাগ করে কথা না বলে আমার যেনো দম বন্ধ হয়ে আসে .......... পাগলিটা ও খুব বেশিক্ষন রাগ করে থাকে না ..........এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজে ও জানিনা .......সকাল বেলা পাগলির ডাকে ঘুম ভাংলো ফ্রেস কলেজের জন্য রেড়ি হলাম......দুজনে কলেজে আসলাম.... আমি:এই শাপলা আমাকে না একটা বই কিনতে হবে তুই ক্লাসে যা আমি এক্ষুনি আসতাছি.......শাপলা:আচ্ছা ....যা..... বই কিনে ক্লাসে এসে দেখি শাপলা নিরবের সাথে হেসে হেসে কথা বলতেছে আর নিরবকে আমি একদম সয্য করতে পারি না সুযোগ পেলেই শাপলার সাথে কথা বলবে.....😠😠আমি আসার পর রেগে তো ফুসসসস শাপলা লক্ষ্য করেছে আমি কোন কথা না বলে টেবিলে বসে পরলাম.......ক্লাস শেষে শাপলাকে রেখে কলেজের গেইটের বাহিরে চলে আসতাছি তখন পেছন থেকে ......শাপলা:এই আকাশ আকাশ....দারা ...শুন...ঐ আকাশ ...শুন না..... আমি কোন কথা না বলে শাপলা আসার আগেই রিকসায় উঠে বাসায় চলে আসলাম......বাসায় এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছি...... একটু পর শাপলা বাসায় আসলো.......আমার রুমের সামনে এসে .....শাপলা:এই কুওা দরজা খোল.....আকাশ দরজা খুলতে বলছি....... আমি:আমাকে বিরক্ত না করে নিরবের কাছে যা ও তো তোর খুব ভালো বন্ধু......শাপলা আর কিছু না বলে চলে গেলো.....বিকালে বাসার দরজা খুলতেই শাপলা ছুটে আসলো......শাপলা:সরি আকাশ..... আমি:কিসের সরি......শাপলা:চল খেয়ে নিবি....... আমি:খাবো না যা তো......এই বলে রেগে বাসার বাহিরে চলে আসলাম.......বাসায় আসলাম রাত প্রায় দশটা বাসায় আসতেই......খালা :কি রে আকাশ এতো দেরি করে বাসায় আসলি....... আমি:না খালা ঐ একটু ঘুরতে গিয়েছিলাম.....আসার সময় জ্যামে পড়ে গিয়েছিলাম........খালা:মুখ হাত ধুয়ে নে আমি খাবার দিতেছি....... আমি:শাপলা খেয়েছে খালা......খালা:না..... ও কখনো তোকে ছাড়া খেয়েছে...... আমি:ও মাই গড় আমি তো ভুলেই গেছিলাম.....তার মানে শাপলা দুপুর হয়ে কিছুই খায় নি......... তারাতারি শাপলার রুমে গেলাম......দেখি রুমের দরজা খোলা কিন্তু পুরো রুম অন্ধকার .........এমন কেনো.....আলো জ্বালিয়ে দেখি পাগলিটা কান্না করতেছে...... আমি তো পাগলিটা কে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি........শাপলার কাছে গিয়ে বসলাম....... খুব ভয় করতেছে জানিনা কখন কি ছুড়ে মারে......কাছে বসে ওর হাতটা ধরে..... আমি:সরি....পাগলি ....কান্না করিস না.....চল খাবো চল......শাপলা:কুওা তুই আমার রুম থেকে যা...... আমি খাবো না ......যা এখান থেকে আমাকে বিরক্ত করবি না ....... আমি:আচ্ছা ঠিক আছে আমি ও খাবো না.......শাপলা:দারা আকাশ আমি খাবো তো.....কাছে এসে আমার বুকে কিল ঘুসি দিতে শুরু করলো...... পাগলিটা আমাকে জড়িয়ে ধরে জানিস খুব ক্ষুধা লাগছে কিচ্ছু খাই নি.........আমি:সরি পাগলি......শাপলা:আমাকে কাঁদাতে তোর খব ভালো লাগে তাই না.............
.
.
.
চলবে.............
.
.
. পরবর্তী পর্ব আসতেছে..........
No comments
info.kroyhouse24@gmail.com