প্রকৃত ভালবাসা
একটা ছেলে একটা মেয়কে খুব ভালবাসত। ছেলেটা মেয়টার জন্য সবকিছু করতে পারবে। এমন একটা চিন্তা ভাবনা চলে আসছে তার মনে। সে মেয়টাকে যে কোনো উপায় পেতে চায়।
.
কিন্তু মেয়টা সেটা বিশ্বাস করতে চায় না। তাই সে ছেলেটাকে একদিন বলল ” তুমি যদি সত্যি আমাকে ভালবেসে থাকো, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে।” মেয়টা তখন বলল ” তুমি তোমার মার কলিজাটা আমাকে এনে দিতে হবে”।
.
তখন ছেলেটা দৌড় দিয়ে মার কাছে গেল। এবং মাকে বলল ” আমি একটা মেয়কে ভালবাসি। সে আমাকে বলছে তোমার কলিজাটা তাকে দিলে সে নাকি আমাকে ভালবাসবে”। এখন তুমি বল তুমি তোমার সন্তানের ভাল চাও না খারাপ চাও?
.
মা তখন বলল ” তুই যদি খুশি হছ তাহলে আমার কোনো আপত্তি নাই। সন্তানের সুখই তো মায়ের সুখ “।
.
তখন ছেলেটা মার কলিজাটা নিয়ে দৌড় দিয়ে মেয়টার কাছে যেতে লাগল। পথে পা পিছলে পড়ে গেল ছেলেটা। এবং মায়ের কলিজাটাও পড়ে গেল হাত থেকে। তখন মার কলিজাটা বলছে ” খোকা বেথা পাইচোছ “।
.
এটাই হচ্ছে মায়ের ভালবাসা। যে ভালবাসায় নেই কোনো স্বার্থ। আছে শুধু মায়া আর নিস্পাপ ভালবাসা। পৃথীবির বুকে একমাএ প্রকৃত ভালবাসা মায়ের ভালবাসা।
.
এই গল্পটা শুধু একান্তই কাল্পনিক।
করি যার প্রার্থনা,
সে যে আমার মা জননী একটি প্রিয় নাম!!!
কেমন করে শোদ করি মা
তর দুধেরি দাম,
দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋন শোদ হবে না,
দোহাই মাগো আমার আগে উড়াল মারিস না,
মা আ!!!
No comments
info.kroyhouse24@gmail.com