Breaking News

বস যখন বর |পর্ব -০৩

ইতি- বলেই একটা রিকশায় উঠে গেলাম। ওনাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। ভাবে কি ওনি নিজেকে। ওনি যা বলবে তাই হবে একে তো আমাকে জোর করে বিয়ে করেছে কেনো করেছে তাও বলছে না। আবার মিথ্যেও বলা হচ্ছে। আর সহ্য হচ্ছে না আমার।? রাগে ফুসতে ফুসতে অফিসে চলে এলাম। অফিসেও শান্তি নেই অফিসে ডুকতেই আমাকে দেখে অনেকেই কানাকামি শুরু করে দিয়েছে। গতকাল ওনি যেভাবে সবার সামনে টেনে নিয়ে গেলেন। উফফ কি লজ্জা।
অফিসে-
ইতি- কি খবর রিমি???
রিমি- জি মেম ভালো।
ইতি- আমার গতকালের মিটিংটা কবে হচ্ছে?
রিমি- আজিই মেম। ওনারা কিছুক্ষণ পর আসছেন।
ইতি- ওকে।
রোদ- আজকের মিটিংএর পেপার গুলো নিয়ে আসো তো।
ইতি- জি।
সবাই কিভাবে দেখছে আমাকে যেনো আমি কোনো জোকার বা এলিয়েন। সব ওনার জন্য সহ্য হচ্ছে না আমার একদম। ভাবতে ভাবতেই ওনার কেবিনে চলে এলাম।
ইতি- Can I come in???
রোদ- Sure. বসো। মিটিংএর আগে সব একবার ডিসকাস করে নিলে হয় তো ভালো হবে।
ইতি- জি। আমি ওনাকে সব Details বলছি।
রোদ- শুধু ওর দিকে চোখ যাচ্ছে। হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছে ওকে অপূর্ব লাগছে দেখতে।
ইতি- চুলগুলো জালাছে ঠিক করতে গিয়ে ওনার দিকে চোখ গেলো ওমা সাথে সাথে চোখ নামিয়ে নিলাম ওনি তো আমাকেই দেখছে।
রোদ- চোখ সরিয়ে নিলাম তাও ও দেখে ফেলেছে হয়ত আমি ওকে দেখছিলাম। রাগ উঠে গেলো কে বলেছে ওকে চুল গুলো বাধার জন্য। ভালোই তো লাগছিলো আমার।
রিমি- Sir আসবো??
রোদ- এসো।
রিমি- Sir, Ma’am Client চলে এসেছে মিটিংএর সময় হয়ে গেছে।
রোদ- Ok We r coming……ইতি সামনে ছিলো আমি ওর চুলের ক্লিপটা খুলে আগে চলে গেলাম পিছনে ও কি বলল শুনলাম না।
ইতি- আমার চুল….. উফফ আর পারছি না ওনাকে নিয়ে। পাজি একটা।
রোদ- মিটিং রুমে ওকে দেখেই রাগটা চরমে উঠে গেলো। আমি চুল খুলে দেওয়ার পরও সাহস হয় কিভাবে আবার চুল বাধার?? দেখাচ্ছি মজা মিটিংটা শেষ হোক আগে।
ইতি- হুহ…..আমার চুল খোলা হচ্ছে তাই না। একটা ক্লিপ গেছে তো কি হয়েছে আমার কাছে কি ক্লিপের অভাব আছে নাকি হুহ…ওনাকে দেখে তো মনে হয় রেগে ভুত হয়ে আছে তাতে আমার কি হুহ। মিটিংএ মন দিলাম। যাক মিটিংটা ভালোই হলো ডিলটাও ফাইনাল হয়ে গেলো। আমি হাসি মুখে ওনার দিকে তাকালাম কিন্তু ওনি আমার দিকে তাকালেনই না। এমনকি সারা মিটিংএ একবারো আমার দিকে তাকাননি। Laptop এ কি যে এতো দেখে আল্লাহ জানে আর ওনিই জানে হুহ….
রোদ- পাগল মেয়ে একটা জুটেছে আমার কপালে। বার বার শুধু আমাকেই দেখছি আমি ওকে দেখছি কিনা। ভাবছে হয়ত আমি রাগ করে ওর দিকে তাকাচ্ছিই না পাগল মেয়েটা তো জানেই না যে আমি শুধু ওকেই দেখছে আমার Laptop এর সিসি টিভি ক্যামেরাতে। জানলে হয়ত লজ্জায় লাল হয়ে যাবে মেয়েটা।
ইতি- কিছু বলছেও না বের হয়ে গেলাম। নিজের কেবিনে চলে এলাম। আমার জন্য নতুন একটা ডিল হলো অথচ আমাকে একটা Thanks ও বলল না। আজ আর ফিরেই যাবো না। বাবার বাসায় থেকে যাবো একে বারে হুহ….
রোদ- ওমা পালিয়ে গেলো। এতো ভয় পায় আমাকে বলেই হেসে দিলাম। কেবিনে এসেই ফোন দিলাম ইন্টারকমে। আমার কেবিনে আসো।
ইতি- জি আসছি। আল্লাহই জানে কপালে কি আছে। May I come in??
রোদ- এসো
ইতি- জি বলুন
রোদ- কাছে আসো
ইতি- ?? মানে??
রোদ- বাংলা বুঝ না?? কাছে আসো।
ইতি- ওনার টেবিলের কিছুটা সামনে গিলাম।
রোদ- আরো কাছে
ইতি- ওার টেবিলের আরো একটু কাছে গেলাম
রোদ- আরো কাছে
ইতি- একদম ওনার টেবিলের সাথে গিয়ে দারালাম ওনার আর আমার মাঝে কেবল টেবিল টাই আছে।
রোদ- আমি কিছুটা উচু হয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে চুলের ক্লিপটা খুলে দিলাম
ইতি- ??
রোদ- এখন যাও
ইতি- এটা কি হলো???
রোদ- কেন??? তুমি দেখতে পাও না??? নাকি ফিল করতে পারো না কোনটা???
ইতি- আমি দুটোই পারি কিন্তু আপনি চুল খুলে দিলেন কেনো??
রোদ- কারণ তোমার বাধা চুল আমার পছন্দ না।
ইতি- তাতে আমার কি??? আমার চুল আমি বাধবো না ছাড়বো সেটা আমার ইচ্ছা
রোদ- ওহ… তাই বুঝি… চেয়ার থেকে উঠে একটু একটু করে ওর দিকে এগোতে শুরু করলাম
ইতি- অবশ্যই তাই বলে দিলাম দৌড়…. ওনি যেভাবে আমার দিকে আগাচ্ছিলেন বলা যায় না যে মানুষ কি করে বসে।
রোদ- হাহাহা…. না হেসে পারলাম না যে দৌড় দিলো হয়ত ভয় পেছে।
ইতি- এক দৌড়ে আমার কেবিনে চলে এলাম। আল্লাহ এই মানুষ নামি ভুতটার হাত থেকে বাঁচাও আমাকে।
অফিস টাই শেষ। বের হয়ে গেলাম বাবা-মার কাছে যাবো। নিচে নামতেই ওনার ড্রাইভার আমার সামনে ওনার গাড়ি নিয়ে হাজির।
ড্রাইভার- চলুন মেডাম
ইতি- নাহ বমি গাড়িতে যাবো না। আপনি আপনার স্যারকে নিয়ে যান আমি চলে যেতে পারবো।
ড্রাইভার- Plz Madam আপনি একা গেলে আমার চাকরী থাকবে না।
ইতি- কথাটা শুনে অনেক মায়া হলো। আর ওনার ওপর প্রচন্ড রাগ হলো কিভাবে পারে ওনি অসহায় মানুষের সাথে এমন করতে। আচ্ছা চলুন। চলে এলাম বাবার বাসায়। আমি গাড়ি থেকে নামতেই ড্রাইভার গাড়ির পিছন থেকে অনেক রকম মিষ্টি, ফল, গিফ্ট নামাতে শুরু করল।
ইতি- এতো কিছু কোথা থেকে এলো???
ড্রাইভার- আপনি বের হবার আগেই Sir নিজে গিয়ে এসব কিনেছেন। আমাকে বলেছেন বিয়ের পর আজ প্রথম আপনি বাপের বাড়ী যাচ্ছেন কোনো কিছুর কমতি যেনো না থাকে তাই।
ইতি- ওনার আসল রুপটা কি আমি কোনো ভাবেই বুঝে উঠতে পারছি না। ওনি আমাকে পছন্দ না করেই এতো কিছু করছেন। কিন্তু কেনো?? মনে মনে ভাবলাম।
ড্রাইভার- মেডাম এখানেত পার্কিং এর জায়গা নেই আমি আশে পাশেই আছি আপনি যখন বাসায় যাবেন আমাকে ফোন দিলেই হবে আমি চলে আসবো।
ইতি- না আপনি চলে যান আমি আজ যাবো না।
ড্রাইভার- কিন্তু Sir যে বলল আপনাকে নিয়ে যেতে।
ইতি- আপনার Sir কে যা বলার আমি বলে দিবো।
বাবার বাসায়-
ইতি- আমাকে এত কিছু সহ দেখে অবাক হয়ে গেলেন সবাই। প্রতিবেশীরাও অনেকে এসেছে আমাকে দেখতে। বাবা-মার কাছে ক্ষমা চাইমাল তাদের কষ্ট দেয়ার জন্য। এমন কষ্ট দেয়ার জন্য যা আমি নিজেও জানি না কিন্তু একথা তাদের বলা যাবে না। জানতে পারলে আমার জন্য চিন্তা করবে আর সবে বাবার অপারেশন হয়েছে। আমাকে খুশি দেখে ওনারাও অনেক খুশি হলেন আমাকে মাফও করে দিলেন।
বাবা- তোর সুখেই আমরা সুখি রে মা।
ইতি- বাবা তুমি আমার জন্য দোয়া করো।
মা- তা তুই একা এলি কেনো??? জামাই বাবাকে সাথে করে নিয়ে আসতি।
ইতি- আসলে অফিসে অনেক কাজ তাই ওনি আসতে পারেন নি। অন্য সময় নিয়ে আসবো।
মা- আমরা তো ভেবে ছিলাম জামাই বাবাজি ও আসবে তাই তার জন্য টুকটাক আয়োজনও করেছিলাম।
ইতি- আমি মুখ কালো করে বললাম ও এখন জামাই ই সব মেয়ে পর হয়ে গেলো বুঝি।
বাবা- নারে মা তুই কি কখনও পর হতে পারিস।
ইতি- বাবা আমায় বুকে জরিয়ে নিলেন।
রাত ১০টা বেজে গেছে। আমি আরাম করে টিভি দেখছি ছোট ভাইয়ের সাথে।
মা- তুই যে আজ থাকছিস জামাই জানে তো? ওনি আপত্তি করবে না তো??
ইতি- না না আপত্তি করবে কেনো??
মা- তাই ভালো।
ইতি- শয়তানটার নাম নিতেই হাজির মানে সে নিজে না তার ফোন চলে এলো মনে মনে বলছিলাম না হলে যে মা শুনে ফেলবে। আমি বারান্দায় চলে এলাম।
হ্যালো….
রোদ- Already ১০টা বাজে
ইতি- আমার বাসায় ঘড়ি আছে চমি জানি???
রোদ- তোমার বাসায় মানে?? আমিও তো বাসায় তুমি কোথায়???
ইতি- আমি আপনার বাসা না আমার বাসার কথা বলছি হুহ…
রোদ- বের হচ্ছো কখন???
ইতি- জি না বের হচ্ছি না।
রোদ- মানে???
ইতি- মানে আমি আসছি না।
রোদ- দেখো ভালো হবে না কিন্তু???
ইতি- তাই?? কি করবেন???
রোদ- ওহ…. আমাকে Challenge করা হচ্ছে???
ইতি- জি পারলে কিছু করে দেখান।
রোদ- Ok Challenge Accepted Mrs Rod আজকের রাত আমি আপনার সাথেই কাটাবো।
যেই বলা সেই কাজ। রাত ১১:৩০ বাজে ইতিদের বাসার কনিংবেল বেজে উঠলো।
ইতি- মা দাড়াও আমি দেখছি। গিয়ে দরজা খুলেই হা করে রইলাম আপনিইইইইইইই……
চলবে………

No comments

info.kroyhouse24@gmail.com